অক্টোবরে ঢাকায় টানা সমাবেশ করবে দল

রাজপথেই বিএনপিকে মোকাবেলার প্রস্তুতি আওয়ামী লীগের

Daily Inqilab আল হেলাল শুভ

১৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩, ১২:০৪ এএম

অক্টোবরে বিএনপিসহ বিরোধী দলগুলোর সরকার পতনের এক দফা আন্দোলন রাজপথেই মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখছে আওয়ামী লীগ। দলটি বিরোধী দলের সব ধরনের কর্মসূচির বাইরে নিজেদের কর্মসূচি দিয়ে দলীয় নেতা-কর্মীদের রাজপথে রাখার যে কৌশল তা অব্যাহত রেখেছে। সে লক্ষ্যে ঢাকায় কর্মীদের চাঙ্গা রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে আওয়ামী লীগ। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের আগে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন কর্মসূচির মধ্যেই ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে অবস্থান করতে চায় আওয়ামী লীগ। এরই অংশ হিসেবে পূর্ব সময়ের ন্যায় অক্টোবর ও নভেম্বরে নানা কর্মসূচি দিয়ে মাঠে থাকবেন দলটির নেতা-কর্মীরা।

এ ছাড়া, বিরোধী দলগুলোর অন্য যেকোনো কর্মসূচির দিকেও বিশেষ নজর রয়েছে ক্ষমতাসীন দলটির। দলীয় সূত্র জানায়, বিএনপির দাবি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ বিএনপির এ দাবিকে অসাংবিধানিক বলছে। ফলে এ নিয়ে রাজনৈতিক মাঠে সহিংসতারও আশঙ্কা করা হচ্ছে। আগামী নভেম্বরে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ফলে রাজনীতির মাঠে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে অক্টোবর মাস। কারণ, এ মাসেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। অন্যদিকে, সরকার চায় যেকোনোভাবে আন্দোলন সামাল দিয়ে মাসটি পার করতে।

আওয়ামী লীগ নেতারা বলছেন, অক্টোবরে বিএনপি একটি শেষ ধাক্কা দেওয়ার চেষ্টায় রত থাকবে। বিএনপি নির্বাচনী তফসিল ঘোষণার আগে ও পরে আন্দোলন করবে বলেই ধারনা করছেন আওয়ামী লীগ নেতারা। এ বিএনপির ওই আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগও সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। এ জন্য ঢাকার নেতাদের সঙ্গে আলাদাভাবে একাধিক বৈঠক ও কর্মীসভা করেছে আওয়ামী লীগ।

গত শুক্রবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের পূর্ব কর্মসূচিহীন বৈঠকে বসেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকাল ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠকে দলের ঢাকার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা ছাড়াও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সহযোগী সংগঠনেসর নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন বলে বলে দলীয় সূত্র জানিয়েছে। বৈঠক শেষে চলমান অক্টোবরে রাজধানীতে তিনটি সমাবেশ করার সিদ্ধান্ত নেয় দলটি। যা করবে আওয়ামী লীগ ও যুবলীগ। ‘শান্তি ও উন্নয়ন’ কর্মসূচির অংশ হিসেবে ১৬ অক্টোবর বঙ্গবন্ধু এভিনিউয়ে যুবলীগ, ১৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং ২০ অক্টোবর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রতিনিধি সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। তবে নতুন কর্মসূচির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানানো হয়নি। বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের এক নেতা জানান, বৈঠকে নতুন কর্মসূচি নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। ১৬, ১৮ ও ২০ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে। এসব কর্মসূচি সফল করতে প্রস্তুতি নেওয়ার তাগিদও দেওয়া হয়েছে নেতাদের।

আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনের ব্যাপারে সক্রিয়তার পাশাপাশি বিরোধী দলগুলোর মাঠের কর্মসূচি মাঠেই মোকাবিলা করতে পাল্টা কর্মসূচি নিয়ে সরব রয়েছে আওয়ামী লীগ। আগামী নির্বাচনের আগে ও পরে সমান তালে মাঠে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আওয়ামী লীগ নেতারা জানিয়েছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে। এরই মধ্যে ইশতেহার নিয়ে কাজ শুরু হয়েছে। নির্বাচনের আগে ভিসা নীতি দেওয়ায় দল অন্য সময়ের চেয়ে কিছুটা চাপে রয়েছে এটা সত্য কিন্তু এতে কোন গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে না। কারণ বিএনপি এখন পর্যন্ত রাজনীতির মাঠে কোন গণ আন্দোলন সংগঠিত করতে ব্যর্থ হয়েছে। এ কারণে নতুন করে চাপ অনুভব করছে না দল। তবে বিএনপি আন্দোলন করতে পারে, জ্বালাও পোড়াও করতে পারে এ আশঙ্কা থেকেই রাজপথে পূর্বের ন্যায় সক্রিয় থেকে মাঠ দখলে রাখা হবে।

জানা গেছে, আগামী ২৩ অক্টোবর মেট্রোরেলের মতিঝিল অংশ উদ্বোধন এবং আগামী ২৮ অক্টোবর বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষ্যে আওয়ামী লীগ সুধী সমাবেশ করবে। ঢাকায় মেট্রোরেলে উদ্বোধনের দিন শাপলা চত্বরে বড় আকারে একটি জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। সে অনুসারে কর্মসূচি নিয়ে দলীয় কর্মীদের ঢেলে সাজানো হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী ১১ থেকে ১৩ই অক্টোবর ওয়ার্ডে ওয়ের্ড প্রস্তুতি সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এর বাইরে গতকাল শনিবার কাওলায় মহাসমাবেশ করে ঢাকা উত্তর আওয়ামী লীগ। সেই মহাসমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের বিএনপির আন্দোলন মোকাবেলার প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দিয়ে বলেন, সব প্রস্তুত হয়ে যান। এদের ছাড়া হবে না। বিএনপি অবরোধ করবে ঘোষণা দিয়েছে, দেখি। আসেন না দেখি। অবরোধ করতে গেলে নিজেরা অবরোধ হয়ে যাবেন। অবরোধ করলে নিজেরাই অবরুদ্ধ হয়ে যাবেন।

আওয়ামী লীগ নেতারা বলছেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ না নিলেও আওয়ামী লীগ কি বিএনপির জন্য বসে থাকবে না। নির্বাচন সময় মতই অনুষ্ঠিত হবে। যারা বিএনপি না আসলে নির্বাচন হবে না তারা ভুল ভাবছেন। বর্তমানে নির্বাচনের প্রস্তুতি চলছে। বিএনপি অংশ নিলে নির্বাচন হবে এক রকম, না এলে নির্বাচন হবে অন্য রকম। বিএনপি না আসলে জোট আর মহাজোটের দলগুলো এককভাবে নির্বাচনে অংশ নেবে। নতুন নিবন্ধিত দলগুলোও নির্বাচনে এককভাবে অংশ নেবে।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল ইনকিলাবকে বলেন, আমাদের মূল কাজ এখন একটি নির্বাচন অনুষ্ঠান করা। আমরা সেটাকেই গুরুত্ব দিচ্ছি। এ জন্য আমরা কাজ করছি। আমাদের কর্মসূচি এখন মূলত সেটাকে ঘিরেই। আমাদের দলীয় কর্মীরা এ নিয়ে নির্বাচনের ওয়ার্ম আপে রয়েছে। আমরা নির্বাচন পর্যন্ত রাজপথে থাকবো। এ অবস্থায় যদি কেউ কর্মসূচি দিয়ে দেশকে সন্ত্রাস, নাশকতার দিকে ঢেলে দিতে চায় আমরা অবশ্যই তার প্রতিহত করবো। কেউ যদি ২০১৪-১৫ সালের মত দেশে জ্বালাও পোড়াও করতে চায় তা প্রতিহন করতে আমরা অবশ্যই মাঠে থাকবো। আর আইন শৃঙ্খলা বাহিনী তো থাকবেই। তিনি বলেন, বিএনপিকে আমরা অবশ্যই নির্বাচনে আসার আহ্বান জানাই। আমরাও চাই অংশগ্রহনমূলক নির্বাচন। কিন্তু যদি কোন দল নির্বাচনে না আসে তাহলে সেটা তো আমাদের বিষয় না।
#


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন

রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন

ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার