জুয়ার নেশা, ঋণের চাপে যুবকের আত্মহত্যা স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম

রাজধানীর মিরপুরের দারুস সালামে দলীয় কোন্দলের জেরে প্রতিপক্ষের দুর্বৃত্তরা কুপিয়ে শাহ আলম (৩০) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা করেছে। এ ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত শনিবার দিবাগত রাত ৯টার দিকে দারুস সালাম এলাকার ভূমি অফিসের সামনে শাহ আলমকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহ আলম দারুস সালাম থানা এলাকার ১০ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
গতকাল রোববার দারুস সালাম থানার ওসি শেখ আমিনুল বাশার বলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমকে হত্যার ঘটনার ১৪ জনের নাম উল্লেখসহ ৫/৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. সৈয়দ আলী। মামলাটি নথিভুক্ত হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নিহত শাহ আলমকে হাসপাতালে নিয়ে আসা অটোরিকশা চালক রিমন বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে দারুস সালাম থানার বদ্ধন বাড়ির রাস্তায় তাকে পড়ে থাকতে দেখি। এরপর অটোরিকশায় তুলে মিরপুরের সেলিনা হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শাহ আলমের মৃত্যুর খবর শুনে কয়েকশ’ নেতাকর্মী ঢাকা মেডিকেলে এসে উপস্থিত হন। তবে ঘটনার বিষয়ে কেউ কোনো কথা বলেননি তার পরিবার এবং দলীয় নেতাকর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগ নেতা নাবিল খান গ্রুপ ও ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই হত্যার ঘটনা ঘটে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন ছিল বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার: পূর্ব রাজারবাগে ফাতেমা কানিজ (৪০) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী মো. আল-আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সকাল ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নিহত ফাতেমার ছোট ভাই মনিরুজ্জামান বলেন, গত ২ অক্টোবর সৌদি আরব থেকে দুলাভাই ও আপা ওমরা করে আসেন। ওমরা থেকে আসার পর দুলাভাই আপাকে বলেন আমার বাসায় তোমার আসার দরকার নেই, তুমি চলে যাও। পরে আপা আর শ্বশুর বাড়িতে যাননি। দুলাভাই আপাকে সন্দেহ করত যে, তিনি হয়তো পরকীয়ায় লিপ্ত। এ নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন যাবত মনোমালিন্য চলছিল।
তিনি বলেন, গত বৃহস্পতিবার আমার বোনের শ্বশুর আমার মাকে ফোন দিয়ে বলে বোনকে পাঠিয়ে দিতে। পরে আমার বোন সেদিনই শ্বশুর বাড়িতে যান। এরপর শনিবার সকালে জানতে পারি যে, দুলাভাই আমার বোনের গলায় ছুরি ঢুকিয়ে দিয়েছেন। এতে আমার বোন ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও বলেন, আমার বোনকে হত্যার আগে বাইরে থেকে দুলাভাই ভাগনেদের রুমের দরজা লক করে দেন। এরপর ভেতর থেকে তাদের নিজেদের দরজা লক করে দেন। অনেক ডাকাডাকি করলেও তিনি দরজা খোলেননি। পরে শাবল দিয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায় আমার বোন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
সবুজবাগ থানার ওসি আতিকুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করি। তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যেহেতু ঘটনাটি তার বেডরুমে ঘটেছে, আমরা ধারণা করছি ঘটনাটি তার স্বামী ঘটিয়েছেন। তিনি বলেন, আমরা নিহতের স্বামী আল-আমিনকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত তিনি হত্যা করেছেন কি না তা স্বীকার করেননি। নিহত ফাতেমা দুই সন্তানের জননী ছিলেন।
ঋণের চাপে যুবকের আত্মহত্যা: রাজধানীর উত্তর মুগদার একটি বাসা থেকে মো. রুবেল মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১০টার দিকে ২৮ বছর বয়সী রুবেল আত্মহত্যা করেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। মুগদা থানার এসআই শেখ এনামুল করিম বলেন, আমরা খবর পেয়ে উত্তর মুগদাপাড়া একটি বাসার চতুর্থ তলা থেকে রুবেলের লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও বলেন, আমরা তার পরিবারের সদস্যদের কাছে থেকে জানতে পারি রুবেল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন ও সে একটি দোকানে কর্মচারী ছিলেন। ওই দোকানের মালিকের কাছে রুবেল ঋণগ্রস্ত ছিলেন। সে মানসিকভাবে হতাশাগ্রস্থ থাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রুবেলের ছোট ভাই সুমন জানান, তারা দুই ভাই মুগদা ঝিলপাড় এলাকায় একটি দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। গত কোরবানির ঈদের আগে ওই দোকানের মালিক জানান রুবেল তার দোকানের ক্যাশ থেকে ১ লাখ ১০ হাজার টাকার হিসাব মেলাতে পারেননি। এ ছাড়া আগেও ১ লাখ টাকা রুবেলের কাছে পাওনা রয়েছে মালিকের। এই টাকা-পয়সার জন্য বিভিন্ন সময়ে রুবেলকে চাপ দিতেন দোকানের মালিক। এর আগে দোকান মালিককে ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতি মাসে রুবেলের বেতন থেকে ৪ হাজার টাকা কেটে নিতেন দোকান মালিক। এই নিয়ে তার ভাই মানসিক চাপের মধ্যে থাকায় ওই বাসায় সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। আমাদের গ্রামের বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার লতিফপুর গ্রামে। বর্তমানে মুগদার উত্তর মুগদাপাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকতাম দুই ভাই।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের

রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন

রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন

ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’

‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার