নৌকায় ভোট চেয়ে প্রধানমন্ত্রী শাস্তিযোগ্য অপরাধ করেছেন
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
স্বাধীনতার পতাকা উত্তোলক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, তফসিল ঘোষণার পূর্বে নির্বাচনী প্রচারণা আচরণ বিধির লঙ্ঘন। আর ধারা- ১৮-তে বলা হয়েছে, বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। প্রধানমন্ত্রী জনসভায় নৌকায় ভোট চেয়ে বিধিমাল লঙ্ঘন করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পূর্বে কোনো নির্বাচনী প্রচারণায় কোনো দল বা ব্যক্তি অংশগ্রহণ করতে পারে না। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮-এর ধারা ১২তে বলা হয়েছে- ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা উহার কোনো মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাহাদের পক্ষে অন্যকোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্যে নির্ধারিত দিনের তিন সপ্তাহ সময়ের পূর্বে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা শুরু করিতে পারিবেন না।
কিন্তু সরকার প্রধান বেশ কয়েকটি জনসভায় বিশেষ করে গত শনিবার কাওলার সিভিল এভিয়েশন মাঠে অনুষ্ঠিত জনসভায় নৌকা মার্কায় ভোট চেয়ে বলেছেন- নৌকা মার্কায় ভোট দেন, আপনাদের সেবা করার সুযোগ দেন, আমি আপনাদের কাছে ওয়াদা চাই আপনারা সবাই কি নৌকা মার্কায় ভোট দেবেন? অর্থাৎ নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করছেন। এমনকী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।
তিনি বলেন, জনসভায় এবং ইলেকট্রনিক মাধ্যমে সারাদেশে জনগণের কাছে নির্বাচনী প্রচারের এসব বক্তব্য- নির্বাচন কমিশনের প্রণীত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮-এর সুস্পষ্ট লঙ্ঘন। এ ছাড়া বিধিমালার ধারা ১৮-তে বলা হয়েছে-বিধিমালার বিধান লঙ্ঘন শাস্তিযোগ্য অপরাধ। এতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করিলে অনধিক ছয়মাসের কারাদ- অথবা অনধিক পঞ্চাশ হাজার টাকা দ-ে বা উভয় দ-ে দ-িত হইবেন। যদি কোনো নিবন্ধিত রাজনৈতিক দল নির্বাচন পূর্ব সময়ে এই বিধিমালার কোনো বিধান লঙ্ঘন করে তাহলে অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদ-ে দ-িত হইবে।
রব বলেন, সরকারি দল তথা সরকার প্রধানের আচরণবিধি লঙ্ঘনের মাধ্যমে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার নির্বাচন কমিশনের তথাকথিত অঙ্গীকার ফাঁকা বুলির নামান্তর মাত্র। নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব ও কর্তব্য পালনে কী ভূমিকা গ্রহণ করছে, তা জাতি প্রত্যক্ষ করতে চায়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
সুযোগের অভাবে বাংলাদেশি খেলোয়াড়রা নিজেদের প্রমাণ করতে পারছে না: এনামুল