ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ
১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৩, ১২:০৩ এএম
বিশ্বের মুসলিম এক হও, গাজা স্বাধীন হোক ফিলিস্তিন স্বাধীন হোক, আল আক্বসা আমাদের, সন্ত্রাসবাদী রাষ্ট্র ইসরাইল নিপাত যাক এসব শ্লোগানে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করেছে ধর্ম-বর্ণ, নির্বিশেষে সর্বস্থরের মানুষ। তারা অবিলম্বে ইসরাইল-প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের দাবিসহ ইসরাইলকে সহায়তা বন্ধের জন্য জো বাইডেন প্রশাসনের প্রতি আহবান জানান। এ সময় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, ফিলিস্তিনে ইসরাইলী হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় বিক্ষোভ করেছে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ। গতকাল রোববার বিকেলে ধর্ম-বর্ণ, নির্বিশেষে সর্বস্থরের মানুষ জড়ো হয়ে অবিলম্বে ইসরাইল-প্যালেস্টাইন যুদ্ধ বন্ধের দাবি জানান। এতে বক্তব্য রাখেন মাদারীপুর ইমাম মোয়াজ্জিন কল্যান পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলা, আজিজুল হক মল্লিক ওসামা বিন মাদানী, মাওলানা জামাল উদ্দিন আহমেদ।
ফেনী জেলা সংবাদদাতা জানান, ফিলিস্তিনে অবৈধ ইজরাইলী আগ্রাসনের প্রতিবাদে গতকাল বাদ জোহর ফেনীর দাগনভূঞায় বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের মানুষ। পরে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন দাগনভূঞা আশরাফুল উলূম মাদরাসার মুহতামিম আল্লামা মুফতী ইউসুফ কাসেমী।
মাওলানা মহিউদ্দীন ইউছুপের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা সাইদুর রহমান, মাওলানা ওমর ফারুক মজুমদার, মাওলানা আবদুল কাইয়ুম। মাওলানা আতিক উল্লাহ আল মামুন, মুফতী কামরুল হাসান, মাওলানা মাহমূদ মাদানী প্রমুখ।
কুবি সংবাদদাতা জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আয়োজিত এক সমাবেশে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ফিলিস্তিনের পতাকা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান করেন।
সমাবেশে আইসিটি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সায়েম মুহাইমিন বলেন, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মতোই একটি বিশ্ববিদ্যালয় ‘গাজা বিশ্ববিদ্যালয়’ সন্ত্রাসী ইজরায়েল বোমা মেরে গুঁড়িয়ে দিয়েছে। আমরা শিক্ষার্থী হিসেবে বলতে চাই আমরা গাজার সকল ভাই ও বোনদের পাশে আছি। আমরা গাজার প্রতিটি শিশুর অদম্য স্বপ্নের ভিতর বাঁচি। আমরা বলতে চাই আমরা ইব্রাহিমের ঈমান, ইসমাঈলের ইখলাস নিয়ে বাঁচি।
মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল শনিবার আসর নামাজ শেষে উপজেলার কেন্দ্রীয় বড় মাদরাসা জামে মসজিদের মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এসময় বক্তব্য রাখেন হেফাজত ইসলাম মুরাদনগর উপজেলা শাখার আমীর মুফতি আমজাদ হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি দ্বীন মোহাম্মদ আশরাফ প্রমুখ।
দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা জানান, ভোলার দৌলতখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকাল থেকে উপজেলার বিভিন্ন মাদরাসার ও মসজিদ থেকে মুসুল্লিরা খ- খ- মিছিল নিয়ে পৌর শহরের এইচ এম মার্কেটের সামনে এসে জড়ো হয়। পরে দৌলতখান ওলামা ও আইম্মা ঐক্য পরিষদের ব্যানারে সকাল ১১টার দিকে একটি বিশাল বিক্ষোভ মিছিল দৌলখান বাজার প্রদক্ষিণ করে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, কুয়াকাটা পৌর এলাকার কয়েকটি মসজিদের মুসুল্লিরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। কুয়াকাটা ইমাম সমিতির সভাপতি মাওলানা মাঈনুল ইসলাম মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, কুয়াকাটা ইমাম সমিতির সাধারণ সম্পাদক কেএম খালেকুজ্জামান মনির, সাগর সৈকত জামে মসজিদের খতিব মুফতি মোস্তফা কামাল, মাওলানা রফিকুল ইসলামসহ প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ট্রাম্পের শপথ অনুষ্ঠানের অনুষ্ঠানিকতা শুরু
ঐতিহ্যবাহী ওষুধ পরীক্ষায় তৃতীয় স্থানে ইরান
একই গাড়িতে শপথ অনুষ্ঠানে পৌঁছলেন ট্রাম্প ও বাইডেন
সৌদি আরবে ব্যাপক ধরপাকড়, ২১ হাজার অভিবাসী গ্রেপ্তার
শেরপুরে ৪ মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু কারাগারে
শপথের আগে ট্রাম্পকে অভিনন্দন জানালেন পুতিন
গোরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আবু সাঈদ হত্যা বেরোবির ৫৬ শিক্ষার্থীকে বহিষ্কার, ১৫ জনের বিরুদ্ধে হবে মামলা
বিরলে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ট্রাম্প ভাঙলেও রীতি রক্ষা করলেন বাইডেন
লক্ষ্মীপুরে কৃষি জমির মাটি কাটায় লাখ টাকা জরিমানা
হোয়াইট হাউসে ট্রাম্প, স্বাগত জানালেন বাইডেন
চকরিয়ায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, লুটপাট, ব্যবসায়ীকে গুলির ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে মামলা
৬ সংস্কার কমিশনের মেয়াদ বেড়েছে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত
কুমিল্লা নগরীতে দুই প্রতিষ্ঠানকে অর্ধলক্ষ টাকা জরিমানা ভ্রাম্যমান আদালতের
রাষ্ট্র সংস্কারের আগে কোন নির্বাচন নয়: ইসলামী আন্দোলন
ইরান-আফগানিস্তান বাণিজ্য বেড়েছে ৮৪ শতাংশ
‘ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে মানবাধিকার ও গণতন্ত্রের যাত্রা সুসংহত করবে বিচার বিভাগ’
ঈশ্বরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার