ঘাটাইল বিএনপির ২৬ নেতাকর্মী গ্রেফতার
২০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৫ এএম
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বিএনপির ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার পথে আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে। গত বুধবার রাতেই তাদের ঘাটাইল থানায় সোপর্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার গত বছরের বিস্ফোরক দ্রব্য আইনে করা এক মামলায় তাদের আটক দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন।
ঘাটাইল পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা বলেন, দেওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল ভ‚ইয়া ধলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ ২৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। তারা সকলেই বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদের নেতৃত্বে ৮টি গাড়ি নিয়ে বুধবার ভোরে সমাবেশ সফল করার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিল। সাতটি গাড়ী যথাসময়ে সমাবেশস্থলে পৌঁছলেও উপজেলার সন্ধানপুর, ধলাপাড়া এবং দেওপাড়া ইউনিয়নের নেতাকর্মীদের বহন করা গাড়িটি আশুলিয়া থানা পুলিশ আটক করে।
তিনি আরো জানান, পরে সমাবেশ শেষে আমরা আশুলিয়া থানায় যাই। পুলিশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা জানান আটককৃতদের তাদের নিজ থানায় প্রেরণ করা হবে। সেই মোতাবেক বুধবার রাত তিনটার দিকে আটককৃত ২৬ নেতাকর্মীকে ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের এক বছর আগের পুরনো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে পুলিশ।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজাদ বলেন, ১৮ অক্টোবর ঢাকার সমাবেশকে সফল করার জন্য যোগ দিতে নেতাকর্মীরা যাচ্ছিলেন। আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে। সাজানো বিস্ফোরক দ্রব্য আইনে ঘাটাইল থানার এক মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। তার দাবি গ্রেফতারকৃত নেতাকর্মীরা নিরাপরাধ। তিনি অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
ঘাটাইল থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘাটাইল থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়া থানা পুলিশ বিএনপির ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করে। বুধবার রাতে তাদের ঘাটাইল থানায় আনা হয়। ঘাটাইল থানায় তাদের বিরুদ্ধে থাকা বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় আদালতে প্রেরণ করেছে।
প্রসঙ্গত, গত বছরের ২২ নভেম্বর উপজেলার দিগড় ইউনিয়নের কাশতলা ভিটিপাড়া এলাকায় কর্মী সমাবেশের আয়োজন করে দিগড় ইউনিয়ন বিএনপি। পুলিশের দাবি সমাবেশ স্থলে বিস্ফোরক দ্রব্য রাখা আছে, সে মোতাবেক ঘটনাস্থলে পুলিশ গেলে তিনটি কটকেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে। ৯ জনকে আটক করে পুলিশ। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত সাতটি কটকেল উদ্ধার করা হয়। ওইদিন রাতেই বিস্ফোরক দ্রব্য আইনে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন ঘাটাইল থানার উপরিদর্শক বিল্লাল হোসেন। ওই মামলাতেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু