এখন চুড়ান্ত বিজয়ের অপেক্ষা : মির্জা ফখরুল
২০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
সরকার পতনের চলমান আন্দোলন অনেকদূর এগিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। তিনি বলেন, আজকে যারা ক্ষমতাসীন তারা ভয়াবহ ফ্যাসিস্ট। তাদের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির লড়াইটা খুব সহজ নয়।
এখানে মৌলিক পার্থক্য হলো- অস্ত্র-শস্ত্র, রাষ্ট্র ক্ষমতা সবকিছুকে নিয়ে সে আক্রমণ করে। আর আমরা জনগণকে নিয়ে সেই আক্রমণ প্রতিহতের চেষ্টা করি। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা অনেকদূর এগিয়ে গেছি। আমাদের সবচেয়ে বড় সফলতা হলো দেশের সমগ্র মানুষকে এক করতে পেরেছি। দেশের রাজনৈতিক চিন্তার মানুষ (ডান-বাম) সবাইকে আমরা এক করতে পেরেছি। এখন শুধু চূড়ান্ত বিজয়ের অপেক্ষা। গতকাল বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহŸায়ক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খানের পরিচালনায় বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহŸায়ক ডা. সৈয়দা তাজনিন ওয়ারিস সিমকী, ২০১৩ সালে গুমের শিকার দারুস সালাম থানা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদের ছোট ছেলে রিমন রাশেদ, বংশাল থানা ছাত্রদল সাধারণ সম্পাদক মো. পারভেজে ছোট মেয়ে হৃদি, ২০১৮ সালে পুলিশের গুলিতে চোখ হারানো সিরাজগঞ্জ মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেরি বেগম, ২০২২ সালে মুন্সিগঞ্জের মোক্তারপুর ফেরিঘাটে পুলিশের গুলিতে মুখমন্ডল বিকৃত হয়ে মৃত্যুপথ যাত্রী জাহাঙ্গীর মাতবর, ২০২২ সালে গুলিবিদ্ধ হয়ে চোখের কর্ণিয়া ক্ষতিগ্রস্ত হওয়া নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক এজিএস মো. আরিফ বিল্লাহ, ২০১৩ সালে গুম হওয়া তেজগাঁও থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো: কাউসারের মেয়ে মিম প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, আজকে দেশের রাজনীতি চরম সঙ্কটে আছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আমরা এখন সবচেয়ে খারাপ সময় পার করছি। এই সঙ্কট ও শত প্রতিক‚লতা সত্তে¡ও আমাদেরকে দেশের মানুষ ও দল এবং আমরা যারা জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি তারা মোকাবিলা করছি। এসবকে মোকাবিলা করেই সামনে এগিয়ে যেতে হবে।
তিনি বলেন, আজকে শুধু দেশে নয়, বাইরের যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারাও কিন্তু আমাদের চাওয়ার ব্যাপারে একমত। এটা নিঃসন্দেহে আমরা তারেক রহমানের নেতৃত্বে অর্জন করতে পেরেছি। এখন প্রয়োজন যারা দলের বাইরে থেকে কাজ করেন তারা এই বোধটাকে সাধারণ মানুষের মাঝে দ্রæত ছড়িয়ে দিয়ে তাদেরকে আরও ঐক্যবদ্ধ করতে চেষ্টা করবেন। তবে আমরা আশাবাদী। প্রতিদিনই আমাদের সমর্থক বাড়ছে। আগে কর্মসূচি করতে গেলে কর্মীদেরকে বেশি সক্রিয় হতে হতো। এখন কিন্তু সাধারণ মানুষ আগে আসছেন। আমি মনে করি যেসব নেতাকর্মী তাদের জীবন উৎসর্গ করেছেন তার অবদান বৃথা যাবে না।
অনুষ্ঠানে সম্মিলিতি পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. পারভেজ রেজা কাকন, জেডআরএফ’র কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ডা. এএইচএস পারভেজ, প্রফেসর ড. এবিএম ওবায়দুল ইসলাম, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, ব্যারিস্টার মীর হেলাল, প্রফেসর ড. আব্দুর রশিদ, প্রফেসর লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন সরকারই বেআইনি। তিনি বলেন, সুপ্রিম কোর্টে বিচারপতি খায়রুল হক সাহেব শর্ট ভারডিক্ট (সংক্ষিপ্ত রায়) দিয়ে বললেন যে, তবে এটা (তত্ত¡াবধায়ক সরকার) সামঞ্জস্যপূর্ণ নয়, কিন্তু এটাকে আরো দুই টার্ম করা যেতে পারে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। ১৬ মাস পরে অবসরে গিয়ে খায়রুল হক সাহেব যে পূর্ণাঙ্গ ভার্ডিক্ট দিয়েছেন, সেখানে শর্ট ভার্ডিক্টটা চেঞ্জ করে দিয়েছেন। বিষয়টা হচ্ছে যে, শর্ট ভার্ডিক্ট, সেটাকে অমান্য করে আওয়ামী লীগ সংসদ একতরফাভাবে দলীয় সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা পাস করিয়ে নেয়। অসাংবিধানিকভাবে এই সংশোধনী পাস করা হয়েছে দাবি করে বিএনপি নেতা বলেন, এটার ওপর ভিত্তি করে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে। ফলে এটা সম্পূর্ণ বেআইনি সরকার। তাহলে বেআইনি সরকারের অধীনে নির্বাচন হবে কী করে? আইনের মধ্যেই তো পড়ে না। সে জন্য আমরা এক দফা দাবি দিয়েছি, তার প্রধান দাবি হচ্ছে সরকারকে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে এবং নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে। আমরা বলেছি, সময় আছে এখনো, সেইফ এক্সিট নেন, চলে যান পদত্যাগ করে, এটা হচ্ছে জনগণের দাবি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পক্ষ থেকে ‘শেষ বার্তা’র বিষয়ে মির্জা ফখরুল বলেন, ওবায়দুল কাদের সাহেব বললেন, উনি আমাদেরকে ‘শেষ বার্তা’ দিয়ে দিয়েছেন যে, নির্বাচনকালীন সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন এবং আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আসবেন।’ সেটাই যদি মনে করেন, তাহলে তো নির্বাচনের প্রয়োজনই নেই, কোনো দরকার নেই তো। এটাই উনারা চাচ্ছেন কিন্তু।
বিএনপি মহাসচিব বলেন, সরকার বিরোধী দলগুলোকে নির্বাচনে ‘আসতে দিতে চাচ্ছে না’। কারণ, তারা চান যে, খালি মাঠকে আমরা যেটা বলি, ‘ওয়াকওভার পেয়ে যাওয়া’। সেজন্যে ওবায়দুল কাদের সাহেবরা প্রাণপন চিৎকার করে একটাই কথা বলতে শুরু করেছেন যে, এটা থাকবে ‘শেষ বার্তা’।”
তিনি বলেন, এরা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা বলে, মানুষ একেবারে আকৃষ্ট হয়ে যায় এবং তারপরে একটা সিদ্ধান্ত নেয়। দুর্ভাগ্য হচ্ছে, নির্বাচনের পরে ওই মানুষগুলোই আবার গান গায়, ‘আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না’। আজকে যে অবস্থাটা দাঁড়িয়েছে, সাধারণ মানুষ, তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের কথা একটাই যে, ‘আমরা আর পারছি না। এই সরকার যদি আরো টিকে থাকে, শেখ হাসিনা যদি আবার প্রধানমন্ত্রী হন, তাহলে তো আমরা নিশ্চিহ্ন হয়ে যাব’।
শরিক দল ডেমোক্রেটিক লীগ (ডিএল) এর সদ্য মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির স্মরণে এই সভায় জোটের চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা ও জাপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাতের সঞ্চালনায় জাগপার খন্দকার লুৎফর রহমান, বিকল্প ধারার একাংশের নুরুল আমিন ব্যাপারী, বাংলাদেশ ন্যাপের এমএর শাওন সাদেকী, মাইনোরিটি পার্টির সুকৃতি মÐল, এনডিপির আবু তাহেরও বক্তব্য রাখেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু