সরকারের পাশাপাশি বিরোধী দলেরও পতন হয় : ওবায়দুল কাদের
২০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম | আপডেট: ২০ অক্টোবর ২০২৩, ১২:০৬ এএম
বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পাশাপাশি বিরোধী দলেরও পতন হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, বিএনপি কতবার চেষ্টা করল, সব আন্দোলন ফেইল করল। বিরোধী দলেরও তো পতন হয়। গতকাল বৃহস্পতিবার তেজগাঁও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১৫০টি সেতু, ১৪টি ওভার পাস, স্বয়ংক্রিয় মোটরযান ফিটনেস পরীক্ষা কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, একটা দল আজকে দিন-রাত বিষোদগার করে। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কী বডি ল্যাঙ্গুয়েজে সম্মান করে, এরা কি দেখে নাই? এরা কি দেখে না! বহু প্রধানমন্ত্রী তো জি২০তে গেছে। যে যা-ই বলুক, আমরা কাউকে পছন্দ করি না করি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট তো শেখ হাসিনার সঙ্গে নিজেই সেলফি তোলেন। জি২০তে তোলেন, নিউইয়র্কেও তোলেন। অন্য কারও সঙ্গে তো তোলেন নাই! এটা অন্য কিছু না, আমাদের সমর্থন করছে, তাতে আমরা আনন্দিত, সে জন্য না। শেখ হাসিনাকে গুরুত্বটা দিয়েছেন। তিনি আরো বলেন, সমর্থনের কথা বলে লাভ নেই। এখন কত ঘরে কত আগুন! এখন বিশ্বের অনেকে ঘরই সামলাতে পারছে না। চারদিকে অশান্তির আগুন, এটা ছেড়ে বাংলাদেশে এসে ফখরুল সাহেবদের উৎসাহ দেবে কে?
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তিনি প্রতিদিনই ভাষণ দিতে গিয়ে এসব মিথ্যাচার করেন যে, পশ্চিমা বিশ্বের উৎসাহ তিনি পাচ্ছেন। এ জন্য ভালো লাগছে। মির্জা আব্বাস বলেন, চাঁদ রাতের মতো মনে হচ্ছে। এ রকমই তাদের মনে হয়। তিনি আরও বলেন, সরকারের পতন হয়, পৃথিবীতে আন্দোলনে। আমাদের এখানে ঊনসত্তরে সরকারের পতন হয়েছে। এরশাদ সাহেবেরও; এখানে পতনই বলবো। বিরোধী দলের পতন কি হয় না? বিএনপি কতবার চেষ্টা করল, সব আন্দোলন ফেইল করল। বিরোধী দলেরও তো পতন হয়। আমাদের দেশে বিরোধী দল নেতিবাচক রাজনীতি করে বারেবারে পতনের দিকেই তো যায়। এখনো তারা যে পথে চলছে, সেই পথ ভুল পথ।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি গতকালও বলেছি, ফখরুল সাহেব তত্ত¡াবধায়ক সরকার আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত। ওই তত্ত¡াবধায়ক সরকারকে আর ডাকবেন না, ওটা ঘুমিয়ে আছে, জাগবে না। প্রধানমন্ত্রী কোন দুঃখে পদত্যাগ করবেন! কী কারণে?
বিএনপি মহাসচিবের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশে আপনি যাদের কথা বলেন, উৎসাহ পাচ্ছেন, তাদের দেশের গুরুত্বপূর্ণ সংস্থা আইআরআই বলেছে, বাংলাদেশে বর্তমানে ৭০ শতাংশ লোক শেখ হাসিনার পক্ষে।
ওবায়দুুল কাদের বলেন, এক কমিউনিটি ক্লিনিক সহ্য হলো না। পরিত্যক্ত ঘোষণা করলেন ক্ষমতায় গিয়ে। শেখ হাসিনার স্মৃতি রাখবেন না। যদি কোনো কারণে ক্ষমতার ময়ুর সিংহাসনের দেখা পান, তখন কি এই পদ্মা সেতু ভাঙবেন? মেট্রোরেল ভেঙে ফেলবেন? এলিভেটেড ভেঙে ফেলবেন? রূপপুরে পানি দেবেন? বন্ধ করতে হলে কী করবে। ইউরেনিয়ামের বিরুদ্ধে বলছে যে, ওইটা বন্ধ করে দেবে। আমি বলেছি, এই ইউরেনিয়ামগুলো ফখরুলের মাথার ওপর ঢালতে হবে। তখন শিক্ষা হবে এদের। এসব আজব, আজগুবি যত কথা আছে সব বলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রওশন আরা মান্নান বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের (আরএইচডি) সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী এবং এর প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন বিকেলে শুরু
মনোহরদীতে যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিলেন প্রিন্সেস রিমা
মানবতাবিরোধী অপরাধীরা যেন নির্বাচন করতে না পারে : বদিউল আলম মজুমদার
মাগুরায় ৬ ইটভাটায় অভিযান: ১৩ লাখ টাকা জরিমানা, ২টি ভাঙ্গচুর
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে মাস্কের বিতর্কিত ইশারা নিয়ে তীব্র সমালোচনা
লাখ লাখ ভারতীয় হারাতে যাচ্ছেন মার্কিন নাগরিকত্ব
শরীয়তপুর পৌরসভার খাল উদ্ধার অভিযান শুরু
কলাপাড়ায় গভীর রাতে বসত ঘরে প্রবেশ করে গৃহবধূকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি
নির্বাচন ব্যবস্থা সংস্কারে ‘সুপারিশ’ নিয়ে যা বললেন বদিউল আলম মজুমদার
আমাদের একমাত্র লক্ষ্য আমেরিকার শত্রুদের পরাজিত করা: ট্রাম্প
সড়ক থেকে সরেছেন প্রবাসীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল
হিজাববিহীন তাওয়াফ! কে এই পাকিস্তানি নারী?
চীনের যে অস্ত্রের ভয়ে কাঁপছে ভারত আমেরিকা
প্রথম সামাজিক অনুষ্ঠানে নাচলেন ট্রাম্প-মেলানিয়া
ফেসবুকে যা লিখলেন আলোচিত অভিনেতা জয়
শিল্পী সমিতি থেকে ফ্যাসিস্ট নিপুণের স্থায়ী বহিষ্কার
অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্পের কঠোর পদক্ষেপ, সিবিপি ওয়ান অ্যাপ বাতিল
টিকা না পেয়ে সড়ক অবরোধ করেছেন প্রবাসীরা
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মানসিক অপ্রকৃতস্থ যুবকের মৃত্যু