মিথ্যা ঘোষণায় দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা
২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করে দেড় কোটি টাকার শুল্ক ফাঁকির আরো একটি ঘটনা ধরা পড়েছে। ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দিয়ে অন্যান্য পণ্য আনা চারটি কন্টেইনার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এসব কন্টেইনার থেকে বিপুল পরিমাণ ডেক্সট্রোজ, গুঁড়া দুধ, কফি মেট ও মেনথল জব্দ করা হয়। ঢাকার আমদানিকারক জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড নামের প্রতিষ্ঠানটি চার কনটেইনারে এসব পণ্য আমদানি করে। এই চালানে মিথ্যা ঘোষণায় প্রায় দেড় কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিচার্জ (এআইআর) শাখার ডেপুটি কমিশনার মো. সাইফুল হক।
এ নিয়ে ওই আমদানিকারকের এক মাসের ব্যবধানে আট কন্টেইনার পণ্য জব্দ করা হলো।
বৃহস্পতিবার রাতে কাস্টমসের পক্ষ থেকে জানানো হয়, দিনভর কায়িক পরীক্ষা ও দাফতরিক প্রক্রিয়া শেষে শুল্ক ফাঁকির বিষয়টি নির্ধারণ করে কাস্টমস কর্তৃপক্ষ। এর আগে গত বুধবার চট্টগ্রাম বন্দরে রাখা ওই চালানের চারটি কনটেইনার খুলে পরীক্ষা করেন কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা। কাস্টমস সূত্রে জানা গেছে, ঢাকার পুরানা পল্টন এলাকার আমদানিকারক প্রতিষ্ঠান জি ওয়াই ট্রেড প্রাইভেট লিমিটেড চায়না থেকে ক্যালসিয়াম কার্বনেট আমদানির ঘোষণা দেয়। এমভি ওয়াই জাহাজে চারটি কন্টেইনারে করে এসব পণ্য আসে।
কিন্তু সেগুলো খালাস হওয়ার আগেই আবারও জাহাজে সিঙ্গাপুরে পাঠানোর রিটার্ন অব বোর্ড ঘোষণা করা হয়। সন্দেহ হওয়ায় কারণে ১৮ অক্টোবর শিপিং এজেন্টকে চাপ দিয়ে চালানটি লক করে দেয় কাস্টমসের এআইআর শাখা। ১৯ অক্টোবর চার কন্টেইনারে থাকা পণ্য চালানগুলোর শতভাগ কায়িক পরীক্ষা করা হয়। এরমধ্যে মাত্র তিন মেট্রিক টন ঘোষিত পণ্য ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়। বাকি বস্তাগুলোতে ১৫ মেট্রিক টন গুঁড়া দুধ, ৬০ মেট্রিক টন ডেক্সট্রোজ, এক মেট্রিক টন কফি মেট ও তিন মেট্রিক টন মেনথল পাওয়া যায়।
কাস্টমস কর্মকর্তারা জানান, এই আমদানিকারকের আরেকটি একটি চালান গত সেপ্টেম্বর মাসে আটক করা হয়েছিল। যার মধ্য দিয়ে প্রায় এক কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়। সর্বশেষ যে চালানটি আটক করা হয় সেটাতে ঘোষণা বহির্ভূত পণ্য আমদানির বিষয়ে আগেই সন্দেহ হয়। নজরদারির বিষয়টি বুঝতে পেরে তারা অভিনব কৌশল অবলম্বন করে। আমদানিকারক কন্টেইনারগুলো চট্টগ্রাম বন্দরে খালাস না করে সিঙ্গাপুরে ফেরত পাঠাতে রিটার্ন অব বোর্ড ঘোষণা করে। পরে জাহাজ কন্টেইনারগুলোসহ সিঙ্গাপুরের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দর ত্যাগের আগ মুহূর্তেই এআইআর শাখার কর্মকর্তাদের নির্দেশে কন্টেইনার চারটি নামানো হয়। এ ঘটনায় আমদানিকারক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
আটক পৃথক চালানের আরো ৩ কন্টেইনার পণ্য : সোডা অ্যাশের ঘোষণায় ঘন চিনি, গুড়ো দুধ, স্যাকারিনের আরো একটি চালানের তিন কন্টেইনার পণ্য আটক করেছে কাস্টমস। এই চালানটির মাধ্যমে কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়েছিল বলে জানিয়েছেন কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. সাইফুল হক। তিনি জানান, নগরীর সদরঘাটের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আরাফাত ট্রেডিং সোডা অ্যাশ আমদানির ঘোষণা দিয়ে গত ২৭ সেপ্টেম্বর চীন থেকে তিন কন্টেইনার পণ্য আমদানি করে। পরে পণ্যগুলো খালাসের জন্য চট্টগ্রাম ইপিজেড এলাকায় একটি বেসরকারি ডিপো নিয়ে যাওয়া হয়। চালানটি নিয়ে সন্দেহ হলে সেটি আটক করে শতভাগ কায়িক পরিক্ষা করা হয়। কন্টেইনারের ভেতরে বস্তার গায়ে ঘোষিত পণ্য সোডা অ্যাশ লেখা থাকলেও ভেতরে ঘোষণা বর্হিভুত পণ্য পাওয়া যায়। চালানে সোডা অ্যাশ পাওয়া গেছে মাত্র এক মেট্রিক টন আর ৬০ মেট্রিক টন পাওয়া গেছে বিভিন্ন ফুড গ্রেডের পণ্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
র্যাশফোর্ডের নতুন ঠিকানা বার্সালোনা?
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে : হাসান সরকার
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন প্রেসিডেন্ট
নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে
কুষ্টিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করছে বালুভর্তি ড্রামট্রাক
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল