বাইডেনকে সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন ফিলিস্তিনের নেতা
২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম
ইসরাইলের রাষ্ট্রীয় কান রেডিও জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ১৮ অক্টোবর ইসরাইল সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলতে অস্বীকার করেছিলেন। ফিলিস্তিনের পশ্চিম তীরের প্রশাসনিক কেন্দ্র রামাল্লার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে যেখানে আব্বাসের অফিস রয়েছে, নিউজ আউটলেট জানিয়েছে যে, বাইডেন প্রশাসনের প্রতিনিধিরা ১৮ অক্টোবর দুই নেতার মধ্যে ফোনে কথোপকথন করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আব্বাস অনুরোধটি ফিরিয়ে দেন। রেডিও স্টেশনটি স্পষ্ট করেছে যে, পক্ষগুলি তবুও যোগাযোগে রয়েছে।
ইসরাইল সফরের পরপরই, আব্বাস, মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লার সঙ্গে আম্মানে চার পক্ষের সম্মেলনের জন্য বাইডেনের প্রতিবেশী জর্ডানে যাওয়ার আশা কথা ছিল। তবে গাজা শহরের আল-আহলি হাসপাতালে বিমান হামলার পর বৈঠকটি বাতিল করা হয়। জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির মতে, শীর্ষ সম্মেলন কোনো অবস্থাতেই যুদ্ধের অবসান ঘটাতে সক্ষম হবে না। হোয়াইট হাউস জানিয়েছে যে, বাইডেন সিসি এবং আব্বাসের সাথে ফোনে কথোপকথন করতে চেয়েছিলেন।
এদিকে, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের নীর শামস শরণার্থীদের উপরে ইসরাইলের হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, তারা একটি ‘সন্ত্রাসী দলকে’ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। মিশর এবং গাজা সীমান্তে খাবার, পানি এবং ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিয়ে শতাধিক ট্রাক অপেক্ষা করছে। বুধবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরের সাথে একটি চুক্তি সই হয়েছে। যার আওতায় ২০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দিতে রাজি হয়েছে মিশর। দেশটির সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, শুক্রবারের আগ পর্যন্ত মিশর-গাজা সীমান্ত পারাপারটি খুলবে না। গাজায় ইসরাইলের দাবি অনুযায়ী, ‘হামাসকে লক্ষ্য করে’ বিমান হামলা অব্যাহত রেখেছে দেশটি। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, স্থল অভিযানের আগে সীমান্তে জড়ো হওয়া সেনাবাহিনী গাজাকে ‘ভেতর থেকে’ দেখার জন্য ‘প্রস্তুত’ রয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র বিশ্ব জুড়ে থাকা আমেরিকার নাগরিকদের জন্য সহিংস হামলার বিষয়ে সতর্কতা জারি করেছে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে সাক্ষাৎ করেছেন। একই সাথে তিনি সউদী আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে আলোচনা করতে দেশটিতে গিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এই সংঘাতের কারণে একটি ‘বাস্তব’ বিপদের বিষয়ে সতর্ক করেছেন যা প্রতিবেশী অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে পারে। জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা ইউএনআরডাব্লিউএ এর কমিশনার জেনারেল বিবিসি নিউজকে বলেছেন, মধ্যপ্রাচ্য ‘নরকের দ্বারপ্রান্তে’ রয়েছে এবং তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বিশ্ব এখন তার মানবতা হারাচ্ছে’।
গাজায় ১৩ দিনে ১৮ সাংবাদিক নিহত : ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ ১৪ তম দিনে গড়িয়েছে। এর আগের ১৩ দিনে গাজায় ইসরাইলি হামলায় অন্তত ১৮ সাংবাদিকের মৃত্যু হয়েছে। বিপরীতে হামাসের হামলায় ৩ ইসরাইলি সাংবাদিকও নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। এই অবস্থায় নিরাপত্তাহীনতার কারণে গাজা যেন সেখানে কর্মরত সাংবাদিকদের জন্য মৃত্যু ফাঁদ হয়ে উঠেছে।
সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি সশস্ত্রবাহিনীর হামলায় অন্তত ১৭ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছে। এ ছাড়া ইসরাইলি হামলায় এক লেবাননের সাংবাদিকও নিহত হয়েছে। সাংবাদিকদের প্রাণহানি যে কেবল গাজাতেই হয়েছে তা নয়। হামাসের ইসরাইল হামলার সময় ৩ ইসরাইলি সাংবাদিকও নিহত হয়েছে।
সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশেষ করে গাজার সাংবাদিকেরা এই সংঘাতের সংবাদ কভার করার সময় ইসরাইলি বাহিনীর স্থল অভিযান, বিধ্বংসী বিমান হামলা, অস্থিতিশীল ও বিচ্ছিন্ন যোগাযোগ, বিদ্যুৎ সংযোগহীন অবস্থায় ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন।’ সংগঠনটি জানিয়েছে, ১৯ অক্টোবর পর্যন্ত সব মিলিয়ে ২১ সাংবাদিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৮ জন এবং ৩ জন সাংবাদিক হয় নিখোঁজ নয়তো কেউ তাদের ধরে নিয়ে গেছে।
সিপিজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সিপিজের কাছে এখনো অনেক অপ্রমাণিত খবর রয়েছে যে—অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। নিখোঁজ বা অপহৃত এবং আহত হয়েছেন অনেকে। পাশাপাশি অনেক গণমাধ্যম ও সাংবাদিকের কার্যালয় ও বাড়ি ভাঙচুর করা হয়েছে। সিপিজে এই বিষয়গুলোর তদন্ত করছে।
সিপিজে-এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের প্রোগ্রাম সমন্বয়কারী শেরিফ মনসুর বলেন, ‘সাংবাদিকেরা অবশ্যই বেসামরিক ব্যক্তি এবং তারা এই সংকটপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করছেন। তাই যুদ্ধরত পক্ষগুলো উচিত নয়, সাংবাদিকদের তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করা উচিত নয়। এই হৃদয়বিদারক সংঘাত কভার করার জন্য এই অঞ্চলের সাংবাদিকেরা মহান ত্যাগ স্বীকার করছেন। সব পক্ষকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।’
ইসরাইলকে কত সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে বেশি মার্কিন সামরিক সহায়তা পায় ইসরাইল। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের সরকারি নীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরাইলকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং সামরিক তহবিল হিসেবে ১৫৮ বিলিয়ন মার্কিন ডলার দিয়েছে।
২০২৩ সালে যুক্তরাষ্ট্র ইসরাইলের সামরিক অর্থায়নের জন্য ৩.৮ বিলিয়ন ডলার সরিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের সময় স্বাক্ষরিত ১০ বছর মেয়াদী একটি চুক্তির অংশ এই অর্থ। চুক্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৮ সাল পর্যন্ত দশ বছরে ইসরাইলকে ৩৮ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়ার কথা রয়েছে। আমেরিকা ইসরাইলের প্রতিরক্ষায় সহায়তার জন্য অস্ত্র পাঠাচ্ছে। কিন্তু বাইডেন বলছেন যে, তিনি বেসামরিক নাগরিকদের হতাহতের ঘটনা যাতে না ঘটে তার প্রয়োজনীয়তার বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনা করেছেন। তিনি হামাসের ‘খাঁটি শয়তানি কর্মকা-ের’ নিন্দা জানিয়েছেন এবং একই সাথে বলেছেন যে, তারা ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। এছাড়া তিনি গাজায় ত্রাণ পাঠানোর বিষয়ে করা চুক্তির কথাও তুলে ধরেন তিনি।
গাজায় ৫৮০ কোটি টাকা সাহায্যের প্রতিশ্রুতি জার্মানির : গাজায় মানবিক সহায়তা হিসাবে পাঁচ কোটি ইউরো বা বাংলাদেশি মুদ্রায় ৫৮০ কোটি টাকা দেবে জার্মানি। বৃহস্পতিবার জর্ডান থেকে এ তথ্য জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। গতকাল তিনি ইসরাইল সফরে যান।
ইসরাইল-গাজা সংঘাত খতিয়ে দেখতে জার্মান সময় গতকাল সকালে ইসরাইলে পৌঁছাবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। বৃহস্পতিবার তিনি জর্ডানে পৌঁছেছেন। সেখানে বৈঠকের পাশাপাশি একটি সাংবাদিক বৈঠকও করেছেন তিনি। জানিয়েছেন, ইসরাইলের পাশে আছে জার্মানি। তারা মনে করে ইসরাইলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে। ৭ অক্টোবর যে ঘটনার পর ইসরাইল গাজার সঙ্গে সংঘাতে নেমেছে, তা সম্পূর্ণ সমর্থন করে জার্মানি। কিন্তু পাশাপাশি, গাজায় যে বেসামরিক মানুষ অসহায় অবস্থার মধ্যে পড়েছেন, তাদেরও পাশে আছে জার্মানি। এবং সে কারণেই গাজার বেসামরিক মানুষের কাছে মানবিক সাহায্য পাঠাতে চায় জার্মানি। সে কারণেই পাঁচ কোটি ইউরোর প্যাকেজ ঘোষণা করা হলো। অতি দ্রুত তা যাতে গাজার সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়, তা দেখা হবে।
বেয়ারবক জানিয়েছেন, গাজায় একটি চিকিৎসক দলও তারা পাঠানোর চেষ্টা করছে। সবটাই নির্ভর করবে, সীমান্ত খোলার উপর। বেয়ারবক অবশ্য এদিনও একটি কথা স্পষ্ট করে দিয়েছেন, ইসরাইল যেভাবে গাজায় আক্রমণ চালাচ্ছে, জার্মানি তা সমর্থন করে। কারণ, জার্মানি মনে করে ইসরাইলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার আছে। শুধু তা-ই নয়, জার্মানি কোনোভাবেই হামাসকে সমর্থন করে না, এবিষয়টিও এদিন আরো একবার স্পষ্ট করে দিয়েছেন বেয়ারবক। বস্তুত, এর আগে ১৩ অক্টোবর ইসরাইল গেছিলেন তিনি। তখনো এই একই কথা বলেছিলেন তিনি। সূত্র : বিবিসি, ডয়চে ভেলে, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে : হাসান সরকার
তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে অপসারণ করলেন প্রেসিডেন্ট
নরসিংদীতে বাড়ি বাড়ি গিয়ে ভোটার হালনাগাদ তথ্য সংগ্রহ চলছে
কুষ্টিয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলাচল করছে বালুভর্তি ড্রামট্রাক
আমতলীতে ভয়াবহ অগ্নিকান্ডে ২ কোটি টাকা মূল্যের ১৬টি দোকান পুড়ে ছাই
ঘোড়াঘাটে সিসি ক্যামেরার সামনে থেকে দিনের বেলায় মোটরসাইকেল চুরি
ট্রাম্পের জন্য জন্মসূত্রে নাগরিকত্ব আইন পরিবর্তন কঠিন হতে পারে
লেবাননের নতুন নেতৃত্বে হিজবুল্লাহর প্রভাব কি হ্রাস পাচ্ছে?
টিকটককে ৭৫ দিন সময় দিলেন ট্রাম্প
আদানি পুত্রের বিয়েতে আসছেন টেইলর সুইফট!
বেনজীরের সাভানা ইকো রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ
৭ দিনের মধ্যে প্রত্যাহার হবে রাজনৈতিক হয়রানিমূলক মামলা: আইন উপদেষ্টা
পঞ্চগড়ে তারুণ্যের উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির
আগামীকাল নেত্রকোণা জেলা যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী
তুরস্কের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০, আহত আরও ৩২
কাল উত্তরায় আসছেন ধর্ম উপদেষ্টা ২ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির শুরু কাল
কুলাউড়া উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা
জয়পুরহাট সীমান্তে বিএসএফের বেড়া, বিজিবির বাধায় কাজ বন্ধ
অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকার ভালো : মির্জা ফখরুল
ধরা পড়েননি পালানো ওসি, ‘সম্ভবত’ ইন্ডিয়া চলে গেছেন: ডিএমপি কমিশনার