উচ্চতাপে বিপর্যস্ত জনজীবন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

বৈশাখ মাসের এখন ঠিক মধ্য ভাগ। বৈশাখ-জ্যৈষ্ঠ পঞ্জিকার পাতায় চিরাচরিত গ্রীষ্ম ঋতু। ভরা গ্রীষ্মকালে গরম পড়বেÑ মাঝেমধ্যে বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি, কালবৈশাখীর সঙ্গে ভর করে বৃষ্টিপাতও হবে, এটাই মৌসুমের এ সময়ের চিরচেনা চিত্র। কিন্তু এবার সেই চৈত্র মাস থেকেই টানা দীর্ঘ এক মাস ধরে প্রচণ্ড গরম, খরা-অনাবৃষ্টির কবলে গোটা দেশ। দিন ও রাতের তাপমাত্রার পারদ মৌসুমের এ সময়ের চেয়ে অস্বাভাবিক তীব্র থেকে তীব্রতর পর্যায়ে উঠে গেছে।

স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা স্থানভেদে ৪ থেকে ৮/১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বে রয়েছে। উচ্চ তাপপ্রবাহে দিনে-রাতে সমানে অস্বস্তি। দুর্বিষহ মানুষের জীবনযাত্রা এবং জীবনধারণ। হাঁপাচ্ছে হাঁসফাঁস করছে গবাদিপশু-পাখিসহ প্রাণিকুল। নিস্তেজ ও নির্জীব হয়ে পড়েছে ফল-ফলাদির বাগ-বাগিচা, আধাপাকা ইরি-বোরো ফসলসহ উদ্ভিদরাজি। এদিকে গতকাল শনিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চুয়াডাঙ্গা জেলায় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে বজ্র-ঝড়, শিলাবৃষ্টির সাথে সিলেটে ৮৪ ও শ্রীমঙ্গলে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দীর্ঘদিন পর সিলেট অঞ্চলে এই স্বস্তির বৃষ্টি। তবে এ সময়ে দেশে আর কোথাও বৃষ্টিপাত হয়নি। সারা দেশে উচ্চ তাপদাহ প্রায় অপরিবর্তিত রয়েছে।

আন্তর্জাতিক আবহাওয়া-জলবায়ু পর্যবেক্ষণ সংস্থাগুলোর পূর্বাভাসে জানা গেছে, আগামী মে মাসের প্রথম দিকে অর্থাৎ চলতি সপ্তাহের শেষে বাংলাদেশে স্থানভেদে হালকা থেকে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাত, বজ্রসহ বৃষ্টি অথবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হলে ক্রমে তাপমাত্রা কমে আসবে।

অবিরাম চলা তীব্র তাপদাহ ও অনাবৃষ্টি-খরায় জ¦র-সর্দি-কাশি, ডায়রিয়া, চর্মরোগ, শ^াসকষ্টসহ বিভিন্ন রোগব্যাধিতে ঘরে ঘরে মানুষ অসুস্থ হয়ে পড়েছে। তীব্র গরমের দাপটে দিনে এনে দিনে খাওয়া মানুষজন, দিনমজুর, কৃষক, কৃষি-শ্রমিক, জেলে, কুলি, রিকশা, ভ্যান, ঠেলা চালকসহ মেহনতি মানুষের জন্য জীবনধারণ কঠিন ও কষ্টকর হয়ে পড়েছে। সর্বস্তরের মানুষের গড় উৎপাদন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে গেছে। এতে করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে কৃষিজ এবং গ্রাম-জনপদের অর্থনীতি। দেশের অর্থনীতি এমনিতেই নাজুক অবস্থায় রয়েছে। বৈরী আবহাওয়ায় অর্থনীতির উপর আরও বড়সড় ঝুঁকি ও সঙ্কট তৈরি হয়েছে।

অব্যাহত প্রচণ্ড তাপদাহের কারণে সৃষ্ট হিট শকে জমিতে নষ্ট হচ্ছে আধাপাকা ইরি-বোরো ধান। আম, লিচু, আতা, পেঁপে, জাম, জামরুল, লটকন, কলা, সফেদাসহ মৌসুমী ফল-ফলাদি পুড়ে ঝলসে গিয়ে মাটিতে ঝরে পড়ছে। টানা তাপপ্রবাহে পোলট্রি খামারে বিপর্যয় সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমে প্রতিদিনই মারা যাচ্ছে অসংখ্য ব্রয়লাল মুরগি ও বাচ্চা। তীব্র তাপদাহের সাথে চলা দিনে-রাতে ঘন ঘন ও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং যন্ত্রণায় সর্বত্র মানুষ ত্যক্ত-বিরক্ত। উচ্চ তাপদাহে নদ-নদী-খাল-বিল, পুকুর-দীঘি-কূয়াসহ পানির সবগুলো উৎস শুকিয়ে গেছে। ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নামছেই। হাজার হাজার নলকূপ বিকল। পানি উঠছে না। সর্বত্র বিশুদ্ধ পানির তীব্র সঙ্কট বিরাজ করছে।

গতকাল চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ (৪২.৭ ডিগ্রি) ছাড়াও দেশের আরো উল্লেখযোগ্য উচ্চ তাপমাত্রা ছিলÑ যশোরে ৪১.৬, রাজশাহী ও পাবনায় ৪১.৫, কুষ্টিয়ায় ৪০.৮, সাতক্ষীরায় ৩৯.৪, মোংলায় ৩৯.১, খুলনা, নওগাঁ ও সিরাজগঞ্জে ৩৯ ডিগ্রি সে.। গতকাল হঠাৎ ভারী বৃষ্টি, বজ্র-ঝড়, শিলাবৃষ্টির সুবাদে সিলেটে তাপমাত্রার পারদ নেমে আসে সর্বোচ্চ ৩৩.৮ এবং সর্বনিম্ন ২১.৬ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ২১.৫ ডিগ্রি সে. (বৃষ্টিপাত ৩ মি.মি.)।

রাজধানী ঢাকায় গতকাল তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৭.৪ এবং সর্বনিম্ন ২৮.৪ ডিগ্রি সে.। তবে পৌনে ২ কোটি মানুষের ঘিঞ্জি আবাস ‘ইট-পাথর লোহা-কংক্রিটের জঞ্জাল’ রাজধানী ঢাকাজুড়ে দিনের বেলায় সর্বোচ্চ তাপানুভূতি (রীয়্যাল ফীল বা ফীল লাইক) ৪৮ ডিগ্রি সে. এমনকি এর চেয়েও বেশি রেকর্ড হচ্ছে!

আজ রোববার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তাছাড়া দেশের সবক’টি বিভাগের অধিকাংশ জেলা-উপজেলার উপর দিয়ে মৃদু থেকে থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বাতাসে জলীয়বাষ্প অত্যধিক থাকায় গরমে-ঘামে অস্বস্তিভাব বিরাজ করছে। গতকাল রাজধানী ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয়বাষ্পের পরিমাণ ছিল সকালে ৮৬ শতাংশ এবং সন্ধ্যায় ৫৭ শতাংশ। যা অস্বাভাবিক বেশি।

আগামীকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে জনজীবনে অস্বস্তিভাব অব্যাহত থাকবে।

আগামী মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর পরের ৫ দিনের শেষের দিকে দেশে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা কমতে পারে।
চুয়াডাঙ্গা জেলা সংবাদদাতা জানান, চুয়াডাঙ্গা টানা দুদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা অব্যাহত রয়েছে। অতি তীব্র তাপপ্রবাহের কারণে মানুষের জীবনযাত্রায় স্থবিরতা বিরাজ করছে। আবারও এ জেলায় তাপমাত্রার তীব্রতা প্রচন্ড বেড়ে গেছে। প্রচন্ড তাপপ্রবাহ থেকে রেহাই পেতে মানুষ পারতপক্ষে ঘর থেকে বের হচ্ছেনা। সাধারণ মানুষের তৃষ্ণা মেটাতে শরবত পান করাচ্ছে বিভিন্ন সংগঠন। কর্মহীন মানুষের শুকনো খাদ্য চাহিদা পাঠানো হয়েছে ত্রাণ মন্ত্রণালয়ে। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে কর্মহীন মানুষের তালিকা তৈরী করা হচ্ছে।চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৮ শতাংশ। এদিন বেলা ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৪৮ শতাংশ, এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২২ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়ায়, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩২ শতাংশ। এর আগে বেলা ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১১ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৬ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৫৫ শতাংশ।চুয়াডাঙ্গায় দুপুরে আবহাওয়া পূর্বাভাসে জানানে হয়, ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছেন।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা জানান, জেলা পুনর্বাসন কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী অনাহারী মানুষের জন্য শুকনো খাবার চেয়ে ত্রাণ মন্ত্রণালয়ের আবেদন পাঠানো হয়েছে। ওই চাহিদা আসলে সেটা কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া চুয়াডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে কর্মহীন মানুষের তালিকা তৈরী করা হচ্ছে। তাদেরকেও খাদ্য সহায়তা দেয়া হবে বলে তিনি জানান। #


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফের গোল পেলেন রোনালদো,নাসেরের রোমাঞ্চকর জয়

ফের গোল পেলেন রোনালদো,নাসেরের রোমাঞ্চকর জয়

কাউকে ঋণ দিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশী নেওয়া প্রসঙ্গে।

কাউকে ঋণ দিয়ে তার কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা বেশী নেওয়া প্রসঙ্গে।

যৌনকর্মীদেরও এবার মাতৃত্বকালীন ছুটি, দেয়া হবে পেনশন

যৌনকর্মীদেরও এবার মাতৃত্বকালীন ছুটি, দেয়া হবে পেনশন

আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫% ছাড়

আমেরিকান কালার কসমেটিকস হারল্যানে ২৫% ছাড়

প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

প্রথম প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের আমানত বেড়েছে ১৭ শতাংশ

‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি

‘নেভার সেটেল’ শ্লোগানে দেশের প্রযুক্তিপ্রেমিদের উজ্জীবিত করতে প্রস্তুত শীর্ষ ব্র্যান্ডটি

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, শেয়ারট্রিপ পে’র এর মাধ্যমে জিতুন আকর্ষণীয় সব পুরস্কার

শেয়ারট্রিপের মেগা ক্যাম্পেইন, শেয়ারট্রিপ পে’র এর মাধ্যমে জিতুন আকর্ষণীয় সব পুরস্কার

ইউএস ট্রেড শো- ২০২৪ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

ইউএস ট্রেড শো- ২০২৪ এ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন

বগুড়ায় শাজাহানপুরে স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

বগুড়ায় শাজাহানপুরে স্ট্রোকে স্ত্রীর মৃত্যু

তানোরে ২য় বার নির্বাচিত চেয়ারম্যান ময়নার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে শোডাউন

তানোরে ২য় বার নির্বাচিত চেয়ারম্যান ময়নার অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে শোডাউন

জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

জয়ের ধারা ধরে রাখার লক্ষ্য বাংলাদেশের

এক দশকের উন্নয়ন বাংলাদেশের জাতীয় বিজ্ঞাপনের বড় অস্ত্র; কিন্তু চ্যালেঞ্জ আছে

এক দশকের উন্নয়ন বাংলাদেশের জাতীয় বিজ্ঞাপনের বড় অস্ত্র; কিন্তু চ্যালেঞ্জ আছে

সার্বিয়ার জাতীয় জাদুঘরে চীনের ফার্স্ট লেডি

সার্বিয়ার জাতীয় জাদুঘরে চীনের ফার্স্ট লেডি

যুক্তরাজ্যের রিফিউজিদের মানবিক সহযোগিতা দিচ্ছে এইডমিইউকে

যুক্তরাজ্যের রিফিউজিদের মানবিক সহযোগিতা দিচ্ছে এইডমিইউকে

চীন ও হাঙ্গেরির প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

চীন ও হাঙ্গেরির প্রেসিডেন্টদ্বয়ের বৈঠক অনুষ্ঠিত

মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে দিতে হবে টাকা, যা বলছেন নেটিজেনরা

মেট্রো স্টেশনের টয়লেট ব্যবহারে দিতে হবে টাকা, যা বলছেন নেটিজেনরা

ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধ বাড়ছে : পলক

ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধ বাড়ছে : পলক

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু

৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলা শুরু

৩৫তম তেহরান আন্তর্জাতিক বইমেলা শুরু

ইন্দুরকানীতে বসতঘরে আগুন

ইন্দুরকানীতে বসতঘরে আগুন