সব প্রস্তুতি সম্পন্ন

বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ শুরু কাল

Daily Inqilab নাছিম উল আলম

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৭ এএম

বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের ওফাত দিবস উপলক্ষে মহাপবিত্র ফাতেহা শরিফের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামীকাল মঙ্গলবার মাগরিব নামাজ থেকে শাহ সুফি সৈয়দ খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবর ফাতেহা শরিফে যোগদানের লক্ষ্যে ইতোমধ্যে বরিশালসহ সারা দেশ থেকে হাজার হাজার জাকেরান ও আশকানসহ মুসল্লিয়ানগণ সমবেত হতে শুরু করেছেন।

দীর্ঘ প্রায় ৫৫ বছর ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিল থেকে ইসলামের পথে মানুষকে দাওয়াত দিয়ে ২০০১ সালের ৩০ এপ্রিল দিবাগত মধ্যরাতে লাখ-লাখ জাকেরান ও আশেকানকে শোক সাগরে ভাসিয়ে পীর ছাহেব ওফাত লাভ করেন। তার অমর কীর্তি বিশ্ব জাকের মঞ্জিল এখনো এ উপমহাদেশের ইসলাম আলোক বর্তিকা ছড়াচ্ছে।

এবারো দেশের প্রতিটি এলাকা ছাড়াও বিশ্বের অন্তত ২৫টি দেশ থেকে কয়েক লাখ জাকেরান ও আশেকানসহ মুসল্লিয়ানবৃন্দ এ মহাপবিত্র ফাতেহা শরিফে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার বিশ্ব জাকের মঞ্জিলে মাগরিবের নামাজের বিশাল জামাত কয়েক লাখ মুসল্লি ফরজ ও সুন্নত নামাজ আদায়ের পরে দু’রাকাত করে তিন দফায় ৬ রাকাত নফল নামাজ সহ দোয়া-মোনাজাতে শরিক হবেন। এরপরে ফাতেহা শরিফ পাঠন্তে পুনরায় মুসলিম উম্মাহসহ প্রতিটি মুমিন মুসলমানের জন্য দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে।

মাগরিব নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত বিশ^ জাকের মঞ্জিলে কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ওয়াজ মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরামগণ ছাড়াও বিশ্ব জাকের মঞ্জিলের খাদেমবৃন্দ শরিয়ত, তরিকত, মারেফত ও হকিকতের বিভিন্ন দিকের ওপর আলোকপাত করবেন। মাহফিলে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবীদগণ বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের জীবনাদর্শ নিয়েও অলোচনা করবেন।

পীর ছাহেবের ওফাত লাভের সময়কে নির্দিষ্ট করে রাত ১.৩৫টার আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শেষে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হবে। এ দরবার শরিফে পুনরায় রাত ৩টায় রহমতের সময় থেকে ফজরের নামাজের আজান পর্যন্ত কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং তরিকতের ফয়েজ প্রচারের পরে ফজরের নামাজের সুন্নত ও ফরজ নামাজ আদায় করা হবে। নামাজন্তে পুনরায় ফাতেহা শরিফ পাঠ ও দোয়া মোনাজাতের পরে ১শ’ বার দরুদ শরিফ, ৫শ’ বার লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ ও পুনরায় ১শ’ বার দরুদ শরিফ পাঠ করা হবে বিশ্ব জাকের মঞ্জিলে।

বুধবার সকালে ফজরের নামাজ আদায়সহ অজিফা সমূহ পালনের পরে পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ শেষে পীর ছাহেব হজরত মাওলানা শাহ সুফী সেয়দ খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেবের কবর জিয়ারতের নিয়তে পুনরায় ফাতেহা শরিফ পাঠন্তে আখেরি মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। তবে বুধবার দিনভরই ওয়াজ নসিহত, কোরআন তেলাওয়াত, জিকির এবং ওয়াক্তিয়া নামাজ অনুষ্ঠিত হবে।
ফাতেহা শরিফ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিলের পীর ছাহেবের আধ্যাতিক উত্তরসুরী ও বড় ছাহেবজাদা আলহাজ খাজা মাহফুজুল হক মুজাদ্দেদী ছাহেব সমবেত জাকেরান ও আশেকানবৃন্দকে সাক্ষাত প্রদানসহ নসিহত প্রদান করবেন বলেও জানা গেছে।

উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক হজরত খাজা বাকিবিল্লাহ (কু.ছে.আ.) ছাহেব এবং তার খলিফা হজরত মুজাদ্দেদ আলফেসানী (রা.) ছাহেবের তরিকায়ে নকসবন্দীয়া মুজাদ্দেদিয়া ছিলছিলার জমানার মহা ওলিয়ে কামেল ছিলেন হজরত মাওলানা শাহ সুফী সৈয়দ খাজাবাবা ফরিদপুরী কু.ছে. আজীজ ছাহেব। দীর্ঘ ৫৭ বছর আটরশীর বিশ্ব জাকের মঞ্জিল থেকে ইসলাম প্রচার করে ২০০১ সালের ৩০ এপ্রিল মধ্যরাতে তিনি ওফাত লাভ করেন। তিনি ছিলেন অধুনা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরের হজরত মাওলানা শাহসুফী খাজা ইউনুস আলী এনায়েতপুরী (কু. ছে. আ.) ছাহেবর একজন যোগ্য খলিফা।

আপন পীরের নির্দেশে বাংলা ১৩৫৪ সালে খাজাবাবা ফরিদপুরী (কু.ছে.আ.) ছাহেব পৈত্রিক নিবাস শেরপুরের পাকুরিয়া গ্রাম ছেড়ে আটরশীতে এসে ইসলাম প্রচার শুরু করেছিলেন। সে সময়ে মাত্র সাড়ে ৬ টাকায় ছনের ছাউনি ও সুপারীর খোলের বেড়া দেয়া একটি ঘর কিনে পীর ছাহেব ‘জাকের ক্যাম্প’ প্রতিষ্ঠা করে ইসলাম প্রচার শুরু করেন। পরে তা ‘জাকের মঞ্জিল’ থেকে কালের বিবর্তনে ‘বিশ্ব জাকের মঞ্জিল’ এ রূপ লাভ করে।

পীর ছাহেব যেদিন আটরশীতে প্রথম এসেছিলেন, তখন এখানের মুসলমানরা ইসলামের বিধান সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না। তারা ঈদ ও কোরবানীর দিন জমিতে যথারীতি কাজে যেতেন। অথচ পূজা-পার্বনে নতুন জামা কাপড় পড়ে প্রতিমা দর্শনে বের হত। পীর ছাহেব সেদিন থেকে জীবেন শেষ পর্যন্ত আল্লাহ ও রাসূলের বাণী প্রচার করে গেছেন। বিশ্ব জাকের মঞ্জিলে তার কবর জিয়ারতে সারা বছরই ধর্ম-বর্ণ নির্বিশেষ অগনিত মানুষ সমবেত হন।

ফাতেহা শরিফ উপলক্ষ্যে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব জেলা-উপজেলা থেকেও বিভিন্ন যানবাহনে বিপুল সংখ্যক জাকেরান ও আশেকান বিশ্ব জাকের মঞ্জিলে পৌঁছতে শুরু করেছেন। বরিশাল-ফরিদপুর মহাসড়কের পুকুরিয়া ও তালমা মোড় ছাড়াও ঢাকা-খুলনা মহাসড়কের এক্সপ্রেস ওয়ের মালিগ্রাম থেকে বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত যানবাহন ও মুসল্লিদের স্রোত সামাল দিতে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সি-িকেটের কারণে জনশক্তি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে

সি-িকেটের কারণে জনশক্তি খাত ধ্বংসের দ্বারপ্রান্তে

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ৫১তম এজিএম অনুষ্ঠিত

ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের ৫১তম এজিএম অনুষ্ঠিত

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

টসে জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

ফ্রিল্যান্সারদের ডলার যাচ্ছে বিটকয়েনে

ফ্রিল্যান্সারদের ডলার যাচ্ছে বিটকয়েনে

সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হলেন লরেন্স ওং

সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী হলেন লরেন্স ওং

রংপুরে কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

রংপুরে কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

কুষ্টিয়ায় কুলখানির আয়োজন নিয়ে দ্বন্দ্বের জেরে একজন নিহত

কুষ্টিয়ায় কুলখানির আয়োজন নিয়ে দ্বন্দ্বের জেরে একজন নিহত

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

এসবিএসি ব্যাংকের ১১তম বর্ষপূর্তিতে স্মার্ট ব্যাংকিং সার্ভিস উদ্বোধন

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

সিঙ্গাপুরে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্টের বিনিয়োগ রোডশো

ইউক্রেনের ১৬ হাজারেরও বেশি সাঁজোয়া যান ধ্বংস

ইউক্রেনের ১৬ হাজারেরও বেশি সাঁজোয়া যান ধ্বংস

ইসলামি দলগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

ইসলামি দলগুলোর প্রতি পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন

কোলকাতায় এখন মণিপাল হসপিটাল

কোলকাতায় এখন মণিপাল হসপিটাল

কাদের-চুন্নু জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়ে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা করেছে : কাজী মামুন

কাদের-চুন্নু জাতীয় পার্টিকে বিক্রি করে দিয়ে নেতাকর্মীদের ক্রীতদাস বানানোর চেষ্টা করেছে : কাজী মামুন

উইলসন ডিজিজের’ জিন থেরাপি দিচ্ছে বিএসএমএমইউ

উইলসন ডিজিজের’ জিন থেরাপি দিচ্ছে বিএসএমএমইউ

সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

সরকার জলবায়ু ঝুঁকি হতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সুরক্ষায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : পরিবেশমন্ত্রী সাবের চৌধুরী

আনন্দঘন পরিবেশে ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে উপায় এজেন্টদের সাক্ষাৎ

আনন্দঘন পরিবেশে ক্রিকেট আইকন মাশরাফি বিন মুর্তজার সঙ্গে উপায় এজেন্টদের সাক্ষাৎ

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের শুদ্ধাচার বাস্তবায়ন সংক্রান্ত নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ

ফ্রান্সের নরম্যান্ডির কাছে অতর্কিত হামলায় দুই কর্মকর্তা নিহত

ফ্রান্সের নরম্যান্ডির কাছে অতর্কিত হামলায় দুই কর্মকর্তা নিহত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন সাইদুর রহমান সজল

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন সাইদুর রহমান সজল