মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

ওসির সাথে চেয়ারম্যান-মেম্বারের সখ্যতার অভিযোগ

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ১২:০৫ এএম

ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনাকে কেন্দ্র করে হাফেজ দুই ভাইকে পিটিয়ে হত্যায় জড়িত ইউপি চেয়ারম্যান ও মেম্বার ১১ দিনেও গ্রেফতার না হওয়ায় স্থানীয় পুলিশের উপর সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হলেও পুলিশ-র‌্যাবের বিশেষ অভিযানে ধরা না পড়ায় নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অথচ খুন বা যানবাহন পুড়ানোর মত অনেক ক্লু’লেস বা বহু পুরাতন মামলায় জড়িতদের আইনের আওতায় আনছেন পুলিশ-র‌্যাব কর্মকর্তারা। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেও কেন দু’জন হাফেজকে হত্যার মত অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না তা মানতে পারছেন না সাধারন মানুষ। দুই ভাইকে পিটিয়ে হত্যায় মুলপরিকল্পনাকারী ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসের সাথে মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের সখ্যতা দীর্ঘ দিনের। ঘটনার পর ২৪ ঘন্টা ওই দু’জন ওসির সাথে যোগাযোগ রক্ষা করে ছিলো বলে অভিযোগ রয়েছে। তিনি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করে পালাতে সাহায্য করেছিলেন বলেও অভিযোগ। ১১ দিন অতিক্রান্ত হলেও এলাকায় উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরসহ সারাদেশের সাধারন মানুষের মধ্যে উদ্বেগ-আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে হাজার হাজার মানুষ। একপর্যায়ে পরিস্থিতি অস্বাভাবিকে রূপ নেয়, নিয়ন্ত্রণে হিমশিম খায় প্রশাসন। রাস্তায় গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে দীর্ঘ সাত ঘণ্টা পর বিকেল চারটার দিকে পরিস্থিতি সম্পন্ন নিয়ন্ত্রণে আসে। এতে পুলিশের ছোড়া গুলি ও টিয়ারশেলে ১৫ জন বিক্ষোভকারী আহত হন।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা গতকাল ইনকিলাবকে বলেন, দুই সহোদর হত্যাসহ অন্য শ্রমিকদের ওপর হামলার যিনি নেতৃত্বে ছিলেন- তিনিই (চেয়ারম্যান)আবার পুলিশ নিয়ে চষে বেরিয়েছেন আসামিদের গ্রেফতারে। আবার জনতার কাতারে মিলে তিনি সেবকও হবার চেষ্টা করেছেন। এমন একজন ভয়ঙ্কর এবং ঠান্ডা মাথার ক্রিমিনাল ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামানকে সহজে গ্রেফতার করা যে সম্ভব নয় সেটিই স্বাভাবিক। যার রয়েছে একদিকে রাজনৈতিক প্রভাব, রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সখ্যতা, এছাড়া রয়েছে অঢেল অর্থ। অথচ এরকম একজন অপরাধীর গতিবিধির ওপর শুরু থেকেই নজর না রেখে তাকে পালাতে সময় দেয়া হলো দীর্ঘ ১১ দিন। স্থানীয়দের শঙ্কা ইতিমধ্যে হয়তো ভারতে পালিয়ে গেছেন অভিযুক্ত চেয়ারম্যান-মেম্বার।
পুলিশের ওপর মহলের কর্মকর্তারা বলেছেন, দুই সহোদর হত্যার অভিযুক্ত চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন স্বভাবজাত অপরাধী। কোথায় কখন কীভাবে লুকিয়ে থাকতে হয়, সেটি তিনি ভালো জানেন।” তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। স্থানীয়দের মতে, অভিযুক্ত মেম্বারের ভারতে অনেক স্বজন রয়েছেন। তিনি অনায়াসে সেখানে অবস্থান করতে পারবেন। আর চেয়ারম্যান তপনের রয়েছে অর্থ। দুই ভাইকে হত্যার পর মেম্বারের সাথে পালিয়ে যাবার পরিকল্পণাও হয়তো আগেই করে রেখেছিলেন তিনি। হত্যার ফুটেজ প্রকাশ্যে এলে তারা গা ঢাকা দেন সহজে।

দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনার সঙ্গে জড়িত ইউপি চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান ও ইউপি সদস্য অজিত কুমার বিশ্বাসকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তাদের গ্রেপ্তারে এলিট ফোর্স র‌্যাব কী ধরনের উদ্যোগ গ্রহণ করেছে জানতে চাইলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের নতুন পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন, র‌্যাবের ইনটেলিজেন্স উইং বিষয়টি নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর অংশ হিসেবে র‌্যাব এ ঘটনায় কাজ করছে। অচিরেই এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। দুই ভাইকে পিটিয়ে হত্যার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা হচ্ছে সাইবার জগতে। যারা অপচেষ্টা করছে তাদের শনাক্ত করা হয়েছে কি না জানতে চাইলে কমান্ডার আরাফাত বলেন, একটা অপরাধ সংঘটনের পর অপচেষ্টা বা ধামাচাপা দেয়ার চেষ্টা হতে পারে। অপরাধী গ্রেপ্তার হলেই সব বেরিয়ে আসবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা ইনকিলাবকে বলেন, পরিস্থিতি শান্ত হয়ে গেছে সে কথা বলা যাবে না। এ ধরনের পরিস্থিতিতে যে কোনো ঘটনাপ্রবাহ ভিন্ন দিকে মোড় নিতে পারে। আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যাতে কোনো ঘাটতি তৈরি না হয় সেজন্য পুলিশের পাশপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরাও কাজ করছে। তবে ঘটনার ১১ দিন পরেও মুল জড়িতরা গ্রেফতার না হওয়ায় প্রশ্নের সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। যত দ্রুত জড়িতরা ধরা পড়বে তত দ্রুত পরিস্থিত শান্ত হবে। মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের সাথে চেয়ারম্যান- মেম্বারের সখ্যতার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

পুলিশ ও র‌্যাব সূত্রে জানা গেছে, ফরিদপুরের মধুখালীতে দুই শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় আলোচনায় আসা ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন আগে থেকেই নানা কারণে আলোচিত-সমালোচিত। দখল, চাঁদাবাজিতে তার নাম এসেছে বারবার। ভুক্তভোগীরা বলছেন, এলাকায় নিজস্ব একটি বলয় আছে তার। তাদেরকে দিয়েই প্রতিষ্ঠা করেছিলেন নিয়ন্ত্রণ। দখলবাজিতে কেউ প্রতিবাদ করলেই চালাতেন নির্যাতন। মধুখালী থানার ওসি মিরাজ হোসেনের সেল্টারেই চলত এসব। সালিশ করেও টাকা আদায়ের অভিযোগ মিলেছে তপনের বিরুদ্ধে। ২০২৩ সালের ৪ মে সরকারের আশ্রয়ণ প্রকল্পে বাধা ও ইউএনওকে মারধরের ঘটনায় বরখাস্তও হয়েছিলেন। পরে উচ্চ আদালতের আদেশে ফিরে পান পদ। কয়েক মাস আগে মধুখালীর ইউএনওর ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন চেয়ারম্যান তপন। তাকে বরখাস্তও করে স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু জামিনে বের হয়ে আবার শুরু করেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে ফরিদপুরের ডিসি কামরুল আহসান তালুকদার বলেন, চেয়ারম্যান আসাদুজ্জামান তপন একজন স্বভাবজাত অপরাধী। কোথায় কখন কীভাবে লুকিয়ে থাকতে হয়, সেটি তিনি ভালো জানেন। তিনি আত্মগোপনে যাওয়ার আগে মোবাইল ফোন রেখে গেছেন। এর আগে আমরা মাগুরায় তার অবস্থান শনাক্ত করি। কিন্তু যখন তাকে ধরার জন্য অভিযান চালানো হয়, তখন যশোরে পালিয়ে যান। এরপর যশোরেও তাকে ধরতে অভিযান চালানো হলেও পাওয়া যায়নি।

পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, একটি ভিডিও ফুটেজে ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপন ও ইউপি সদস্য অজিত কুমার সরকারকে ঘটনায় জড়িত থাকতে দেখা গেছে। তারা এখন পলাতক আছে, আমরা তাদের খুঁজছি। খুব দ্রুতই তাদের আমার গ্রেপ্তার করব। তবে কীভাবে আগুন লেগেছে সে বিষয়ে আজও পুলিশ কিছু জানায়নি। প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল রাতে ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীর কৃষ্ণনগর গ্রামে একটি কালিমন্দিরের কালিমূর্তিতে আগুনের ঘটনা ঘটে। এতে মন্দির সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের টয়লেট নির্মাণকাজের নির্মাণ শ্রমিকদের সন্দেহ করে মারধর শুরু করে কয়েক তরুণ। পরে উত্তেজিত এলাকাবাসীকে জানানো হয়, তারা মন্দিরে আগুন দিয়েছে। এ ঘটনায় সহোদর দুই ভাই আরশাদুল ও আশরাফুলের নিহত হন। তবে পুলিশ জানিয়েছেন, মন্দিরে আগুন দেওয়ার ঘটনায় শ্রমিকদের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ,গুজরাটের বিদায়

জর্ডানে যৌথ সামরিক মহড়া

জর্ডানে যৌথ সামরিক মহড়া

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে চীন-রুশ প্রেসিডেন্টের বিনিময় খুব গুরুত্বপূর্ণ

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

টোলের নামে চাঁদাবাজিতে বাড়ছে নিত্যপণ্যের দাম : সাঈদ খোকন

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

মাইজিপি অ্যাপেই খোলা যাচ্ছে বিকাশ অ্যাকাউন্ট

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

আ.স.ম আবদুর রবকে দেখতে গেলেন মির্জা ফখরুল

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

২৫ দিনেও ধরতে পারেনি সেই ইউপি চেয়ারম্যান-মেম্বার

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যবসায় প্রবেশপথ হবে বাংলাদেশ-তুরস্ক

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

লৌহজংয়ে সমলয় পদ্ধতিতে যন্ত্রের মাধ্যমে ধান কর্তন উদ্বোধন

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

মোরেলগঞ্জে যুবকের গলায় রশি পেচানো লাশ উদ্ধার

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

ফিলিস্তিনকে মুক্ত করতে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

অবৈধভাবে গাছ কাটার অভিযোগ

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

সকল শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নই এ সরকারের লক্ষ্য

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষক সমিতির

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ইন্দুরকানী উপজেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

শোক সংবাদ

শোক সংবাদ

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি

পটিয়ায় আইন-শৃঙ্খলার চরম অবনতি

ইসরায়েলি ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

ইসরায়েলি ও ভারতীয় পণ্য আমদানি বন্ধের দাবি ইসলামী আন্দোলনের

জেগে উঠল আগ্নেয়-দানব মাউন্ট ইবু! আকাশে পাঁচ কিলোমিটার ছড়াল ছাই

জেগে উঠল আগ্নেয়-দানব মাউন্ট ইবু! আকাশে পাঁচ কিলোমিটার ছড়াল ছাই