ঢাকা   বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১
উপজেলা নির্বাচনে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্ত দেবেন শেখ হাসিনা

মন্ত্রী-এমপির স্বজনরা এখনো ভোটে

Daily Inqilab আল হেলাল শুভ

৩০ এপ্রিল ২০২৪, ১২:১৩ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ১২:১৩ এএম

উপজেলা নির্বাচনে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত উপেক্ষা করে সারা দেশে এখনো ঠাঁয় দাঁড়িয়ে রয়েছেন এমপি-মন্ত্রীদের স্বজনরা। দলীয় হাইকমান্ডরে কঠোর নিদের্শনাও আমলে নিচ্ছেন না তারা। স্থানীয় সূত্রে জানা গেছে, দলের হাইকমান্ডের নিদের্শনা অমান্য করে দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অর্ধডজন এমপি-মন্ত্রীর স্বজনরা মাঠে রয়ে গেছেন। এ দিকে আজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠকের দিকে দলের এমপি-মন্ত্রীদের স্বজনসহ দলের সকল স্তরের নেতা-কর্মীরা তাকিয়ে রয়েছেন যে আওয়ামী লীগের সভাপতি এ বিষয়ে সিদ্ধান্তের জন্য। আওয়ামী লীগের একধিক নেতা জানিয়েছেন, দলীয় কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের বৈঠকেই এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন দলীয় সভাপতি শেখ হাসিনা। ওই সিদ্ধান্তের বিষয়ে তাঁকিয়ে রয়েছেন তারা।

নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ ৩০ এপ্রিল। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে যেসব উপজেলায় নির্বাচন হবে, সেখানে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ২১ এপ্রিল। ভোট গ্রহণ ২১ মে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, বার বার দলের কেন্দ্রীয় হাইকমান্ডের কঠোর বার্তা শর্তেও এখনো পর্যন্ত মাঠ ছাড়েননি এমপি-মন্ত্রীদের স্বজনে। যারা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছেন। ফলে ভোট নিয়ে তৃণমূল আওয়ামী লীগে একটি শঙ্কা রয়েই যাচ্ছে যে, সুষ্ঠু ভোট হবে কীনা? প্রভাবমুক্তভাবে ভোটাররা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে খোদ ক্ষমতাসীন দলের তৃণমূলের নেতা-কর্মীদের ভেতরে।

স্থানীয় দলীয় সূত্রগুলো জানিয়েছে, উপজেলা নির্বাচনে অংশ গ্রহণকারী একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, দলের নিদের্শনা অমান্য করে এমপি-মন্ত্রীদের আত্মীয় স্বজন শুধু প্রার্থীই হচ্ছেন না, তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেন নির্বাচিত হয়, সেজন্য নানাভাবে প্রার্থীতা প্রত্যাহারের হুমকি-ধামকি দিচ্ছেন। এ নিয়ে দলীয় সভানেত্রীর কাছে অভিযোগ দিয়েছেন একাধিক প্রার্থী। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ দিনের সরকারি সফর শেষে গতকাল দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা হবে। ওই সভায় এমপি-মন্ত্রীদের নিদের্শ অমান্যকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা হবে বলে দলের একাধিক নেতা জানিয়েছেন।

দ্বিতীয় ধাপে দলের নিদের্শনাকে অমান্য করে প্রার্থী হয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়নের ভগ্নিপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। এ জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে এমপি নয়নের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ভগ্নিপতি অধ্যক্ষ মামুনকে প্রার্থী করতে প্রভাব রয়েছে স্থানীয় এমপি। এজন্য একটি সমাঝোতা বৈঠকও করেছেন। সেখানে চেয়ারম্যান পদে শুধুমাত্র এমপি নয়নের ভগ্নিপতি মামুনুর রশিদ ও ভাইস চেয়ারম্যান পদে মারুফ বিন জাকারিয়াকে মনোনীত করা হয়। গত শুক্রবার ওই সভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী করার সিদ্ধান্ত হলেও সেটা আর বাস্তবায়ন হয়নি। মনোনয়নপত্র জমাদানের শেষদিন পর্যন্ত রায়পুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই উপজেলায় অন্য এক প্রার্থীদের অভিযোগ, এমপি নয়ন দলীয় সিদ্ধান্ত না মেনে তার ভগ্নিপতি মামুনুর রশিদকে একক প্রার্থী করতে চেয়েছেন। যদিও দলের নির্দেশনা অনুযায়ী মামুনুর রশিদ প্রার্থী হতেই পারেন না। তিনি বলেন, দলীয় প্রভাবমুক্ত রাখতে নির্বাচনে মন্ত্রী-এমপিদের পরিবারের সদস্যদের প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত দিলেও আমাদের এমপি মহোদয় নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করছেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, কুমিল্লা সদর দক্ষিণে প্রার্থী হয়েছে গোলাম সারোয়ার। তিনি কুমিল্লা-১০ আসনের এমপি সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ভাই। এ উপজেলা সুষ্ঠু ভোট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অন্য প্রার্থীরা। তারা বলছেন, নির্বাচনী এলাকায় এমপি-মন্ত্রীদের প্রভাব থাকবেই। ফলে সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিতে আসতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

নরসিংদীর পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের স্বজন (স্ত্রীর বড় ভাই) মো. শরীফুল হক। নরসিংদীর শিবপুরের এমপি সিরাজুল ইসলাম মোল্লার স্ত্রী ফেরদৌসি ইসলাম শিবপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন নজরুল মজিদ মাহমুদ স্বপন। তিনি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছোট ভাই। চেয়ারম্যান পদে নজরুল মজিদ মাহমুদ স্বপন ছাড়াও চারজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। নজরুল মজিদ মাহমুদ স্বপন সাংবাদিকদের বলেন, নির্বাচন করব বলেই মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দিয়েছি। মন্ত্রীর ভাই হিসেবে নয় নরসিংদী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি করে আসছি। আমি আমার অবস্থান থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি। তাছাড়া নির্বাচন না করার ব্যাপারে দলীয় কোনো লিখিত নির্দেশনা পাইনি। সে কারণে নির্বাচন করতে কোনও সমস্যা নেই বলেও দাব করেন তিনি।

নাটোর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল কালাম আজাদের ভাতিজা শামীম আহমেদ সাগর লালপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দ্বিতীয় ধাপের ভোটে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ভোট করছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদ ও ভাই মাহবুবুজ্জামান আহমেদ।
বগুড়ায় দ্বিতীয় ধাপে আদমদীঘি, দুপচাচিঁয়া ও কাহালু উপজেলায় ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম খান রাজু চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন জামিল হাসান দুর্জয়। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর বড় ভাই। গত ১৮ই এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় নেতা-কর্মীদের তার বাস ভবনে ডেকে হঠাৎ নির্বাচনের ঘোষণা দেন তিনি। এতে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে তৃণমূলের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন নঈম হাসান জোয়ার্দ্দার। তিনি চুয়াডাঙ্গা-১ আসনের এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের ভাতিজা।

ঠাকুরগাঁও সদর উপজেলায় সংরক্ষিত নারী সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগরওয়ালের ছেলের বউ প্রিয়া আগরওয়াল মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মাঠ রয়েছেন আব্দুল সালাম মল্লিক। তিনি বরিশাল আসন-৬ (বাকেরগঞ্জ) এর এমপি মেজর জেনারেল (অব) আবদুল হাফিজ মল্লিকের আপন ছোট ভাই। ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল সালাম মল্লিকের দাবি তিনি স্থানীয় বা কেন্দ্রী আওয়ামী লীগে তার কোনো পদ নেই। ফলে নির্বাচন দিয়ে সরে দাঁড়ানোর প্রশ্নই আসেনা। আর এতে দলের সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল ইসলাম চৌধুরী নাদেল ইনকিলাবকে বলেন, আসলে এ বিষয়ে গতকাল (আজ) দলীয় কেন্দ্রীয় কমিটির বৈঠকে আলোচনা হবে। এ বিষয়ে আমাদের দলের দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের দিকেই আমরা তাকিয়ে রয়েছি। এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে সাংগঠনিক ও আগামী দিনের দিবস কেন্দ্রীক কর্মসূচিগুলো নিয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হবে না প্রবাসী প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

শি-পুতিন যৌথ সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে

শি-পুতিন যৌথ সংবাদ সম্মেলনে যা বলা হয়েছে

শপথ নিয়েছেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী

শপথ নিয়েছেন সিঙ্গাপুরের নতুন প্রধানমন্ত্রী

উন্নত বিশ্বকে কার্বন নি:সরণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে : পরিবেশমন্ত্রী

উন্নত বিশ্বকে কার্বন নি:সরণ কমানোর দিকে মনোযোগ দিতে হবে : পরিবেশমন্ত্রী

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কমবে অসংক্রামক রোগের প্রকোপ

বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বমানের টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

রুশ সেনা অগ্রসর হচ্ছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে: পুতিন

রুশ সেনা অগ্রসর হচ্ছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে: পুতিন

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রাম বন্দর একটি সময়ে পৃথিবীর অন্য কোন দেশে এর কার্যক্রম পরিচালনা করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চট্টগ্রাম বন্দর একটি সময়ে পৃথিবীর অন্য কোন দেশে এর কার্যক্রম পরিচালনা করবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাশিয়া ‘আগ্রহ’ দেখালে ইউক্রেন আলোচনায় বসতে পারে: ব্লিঙ্কেন

রাশিয়া ‘আগ্রহ’ দেখালে ইউক্রেন আলোচনায় বসতে পারে: ব্লিঙ্কেন

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে রেল ক্রসিংয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

কুমিল্লায় স্কুলে যাওয়ার পথে রেল ক্রসিংয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

আড়াইহাজার থানার মামলায় সাবেক এমপি গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর

আড়াইহাজার থানার মামলায় সাবেক এমপি গিয়াসউদ্দিনের জামিন নামঞ্জুর

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

‘নো হেলমেট, নো ফুয়েল’ বাস্তবায়নে নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

সেøাভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা ইউরোপকে সহিংসতার প্রান্তে ঠেলছে মেরুকরণের রাজনীতি

সেøাভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যার চেষ্টা ইউরোপকে সহিংসতার প্রান্তে ঠেলছে মেরুকরণের রাজনীতি

রাজশাহীর চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজশাহীর চারঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পুতিনের এবারের চীন সফর কেন এত গুরুত্বপূর্ণ?

পুতিনের এবারের চীন সফর কেন এত গুরুত্বপূর্ণ?

ব্যারিস্টার নাজির আহমদ রচিত গ্রন্থ “যা দেখছি যা ভাবছি” ও “অনুভবের অলিন্দে ইসলাম” গ্রন্থের প্রকাশনা সিলেটে অনুষ্ঠিত

ব্যারিস্টার নাজির আহমদ রচিত গ্রন্থ “যা দেখছি যা ভাবছি” ও “অনুভবের অলিন্দে ইসলাম” গ্রন্থের প্রকাশনা সিলেটে অনুষ্ঠিত

বীমা শিল্পকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা -সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

বীমা শিল্পকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা -সিসিক মেয়র আনোয়ারুজ্জামান

চিপস কিনে দেননি স্বামী, বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী

চিপস কিনে দেননি স্বামী, বিবাহ বিচ্ছেদের মামলা করলেন স্ত্রী

হারানো জিনিস খুঁজে পাবেন এক চুটকিতে! আসছে নতুন ফিচার ‘গুগল অস্ত্র’

হারানো জিনিস খুঁজে পাবেন এক চুটকিতে! আসছে নতুন ফিচার ‘গুগল অস্ত্র’