তাপমাত্রায় পাতের ওপর ট্রেনের ঘর্ষণের ফলে তাপমাত্রা আরো বেড়ে গেলে পাত বেঁকে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়

গরমে বেঁকে যাচ্ছে রেললাইন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ মে ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:০৮ এএম

তীব্র গরমে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। আবহাওয়া অফিসের ভাষায় এটা অতি তাপপ্রবাহ। রেল পাত বেঁকে যাওয়ায় স্বাভাবিকভাবে চলকে পারছে না ট্রেন। রেলওয়ের পাতের স্বাভাবিক তাপমাত্রা গ্রহণের সক্ষমতা ৫০ ডিগ্রি সেলসিয়াস। এর চেয়ে ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকলে রেললাইনের পাত বেঁকে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। বিশেষ করে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে সূর্ঘের টানা তাপ পেলে তাপদাহে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এ তাপমাত্রায় রেলের পাতের ওপর ট্রেনের ঘর্ষণের ফলে তাপমাত্রা আরও বেড়ে গেলে পাত বেঁকে যাওয়ার সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়। কিন্তু বাংলাদেশের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে গড়ে ৮ ডিগ্রি সেলসিয়াস কম থাকার পরেও মাঝেমধ্যে বেঁকে যাচ্ছে রেলপথ।
অতিরিক্ত তাপমাত্রায় গাজীপুরের পূবাইলে রেললাইন বেঁকে গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে পূবাইলের আড়িখোলা এলাকায় ঢাকা-নরসিংদী রুটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রেললাইন মেরামত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে টঙ্গী স্টেশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ ছোটন শর্মা বলেন, অতিরিক্ত তাপমাত্রায় আড়িখোলা এলাকার একাধিক স্থানে রেললাইন বেঁকে গেছে। এ ঘটনার পর ডাবল লাইনের অন্য একটি লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক আছে। রেললাইন মেরামতের কাজ চলছে।
টঙ্গী জংশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, অতিরিক্ত গরমে আড়িখোলা এলাকায় অন্তত ১০ ফুট রেললাইন বেঁকে যায়। তখন কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কচুরিপানা, কাঁদামাটি ও পানি দিয়ে বেঁকে যাওয়া অংশের তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করেছেন। মেরামতের পর দুটি ট্রেন ঘটনাস্থল দিয়ে গন্তব্যে গেছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে বাইপাস রেলওয়ে স্টেশনে রেললাইনের পাত বেঁকে গিয়ে একটুর জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর ট্রেন কপোতাক্ষ এক্সপ্রেস। পরে দুই ঘণ্টা ধরে রেললাইনের ওপর পানি ঢেলে বেঁকে যাওয়া পাত স্বাভাবিক করা হয়। যেদিন এই ঘটনা ঘটে সেদিন ওই অঞ্চলের তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরের ৪ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর স্টেশনের কাছে অন্তত ১৫ ফুট রেললাইন বেঁকে যায়। এছাড়া গত বছরও এই সময়ে ঢাকা-চট্টগ্রাম রেললাইনে পরপর দুই দিন পাত বেঁকে যাওয়ার ঘটনা ঘটেছিল।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, পুরোনো মেয়াদোত্তীর্ণ লাইন হওয়ায় বেঁকে যাচ্ছে রেলের পাত। অনেক রেললাইনের সিøপারে নাট-বল্টু নেই, আবার কোথাও ক্লিপ নেই কিংবা ক্লিপের পরিবর্তে সুতো পেঁচিয়ে রাখা হয়েছে, যাতে নাট খুলে না পড়ে। কিছু জায়গায় চুরি হয়ে গেছে ফিশপ্লেট। অন্যদিকে কাঠের তৈরি পুরোনো লাইনগুলোতে পচে গেছে সিøপার। ফলে পুরো রেললাইন হয়ে গেছে নড়বড়ে।
রেললাইনে এ ধরনের নানা সমস্যা সারা দেশেই আছে। বছরের অন্য সময় জোড়াতালি দিয়ে রেললাইনগুলো চালানো গেলেও এপ্রিল থেকে জুনে মাসে বাঁধে বিপত্তি। এ সময় তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে গিয়ে ঘটে দুর্ঘটনা।
রেল সূত্র জানিয়েছে, সারা দেশে এখন রেলপথ আছে তিন হাজার ৯৩ কিলোমিটার। আর রেললাইন আছে চার হাজার ৪৩৮ কিলোমিটার। রেল মন্ত্রণালয়ের ২০২২-২৩ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ বছরে নতুন করে ৮৪৩ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়েছে। সে হিসেবে বাকি রেলপথ পুরনো। পুরনো রেলপথের বড় অংশের রেললাইন ব্রিটিশ আমলে নির্মাণ করা। বর্তমানে দেশের রেলপথ দুই অঞ্চলে বিভক্তপূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল। দুই অঞ্চল মিলে এক হাজার কিলোমিটার রেললাইন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। কিছু কিছু রেললাইন আছে যেটি ৩০ বছরেও সংস্কার হয়নি। বেশির ভাগ লাইনের অর্থনৈতিক আয়ুষ্কাল শেষ হয়ে গেছে। আবার কোনটির শেষ হওয়ার পথে।
রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের পাঁচটি করে জেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, বেশির ভাগ লাইনে বড় ধরনের সমস্যা রয়েছে। লাইনে পর্যাপ্ত পাথর না থাকা, সিøপারের নিচ থেকে মাটি সরে যাওয়া, ফিশপ্লেট ও নাট-বল্টু না থাকাসহ নানা সমস্যায় জর্জরিত দেশের রেললাইনগুলো।
পূর্বাঞ্চল রেলওয়ের অধীনে আছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-নোয়াখালী, ঢাকা-সিলেট ও ময়মনসিংহ-চট্টগ্রাম রেলপথ, যার পরিমাণ ১ হাজার ৩৩৩ কিলোমিটার। এ অঞ্চলে রেললাইন আছে ২ হাজার ১৫১ কিলোমিটার।
রেলের ২০২৩ সালের সমীক্ষা মতে, পূর্বাঞ্চলের ১৬ জেলায় লাইনের সমস্যা বেশি। চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর ও ঢাকায় রেলপথে এসব সমস্যা রয়েছে। অন্যদিকে রেলের পশ্চিমাঞ্চলে জেলা বিবেচনায় রাজশাহী, ঢাকা, রংপুর ও খুলনা বিভাগের ২৩ জেলায় সমস্যা বেশি রয়েছে। এর মধ্যে শুধু ঢাকাণ্ডচিলাহাটি-পঞ্চগড় ও রাজবাড়ী-ঢাকা রুটের রেললাইনে কংক্রিট সিøপার আছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, রেললাইন বেঁকে যাওয়ার ক্ষেত্রে নতুন ও পুরনো লাইনের মধ্য একটা পার্থক্য থাকে। নতুন-পুরনো লাইনের কথা মাথায় রেখেই নিরাপত্তা বিবেচনায় গতি কমানোর নির্দেশনা দেওয়া হয়। লাইন পুরনো হলে গতি যা থাকে তার থেকে অর্ধেক করে দেওয়া হয়।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বান্দরবানে আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের এক নারী সদস্য কে ২ কোটি ৭০ লক্ষ টাকার আফিম সহ আটক

বান্দরবানে আন্তর্জাতিক আফিম পাচারকারী চক্রের এক নারী সদস্য কে ২ কোটি ৭০ লক্ষ টাকার আফিম সহ আটক

হামাসের হাতে মার খাওয়ায় ইসরাইলের নিন্দা জানালেন পেন্টাগনের শীর্ষকর্তা

হামাসের হাতে মার খাওয়ায় ইসরাইলের নিন্দা জানালেন পেন্টাগনের শীর্ষকর্তা

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে স্ট্রক করে একজনের মৃত্যু

রাজবাড়ীতে ভোট কেন্দ্রে স্ট্রক করে একজনের মৃত্যু

সাতক্ষীরার আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারীকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

সাতক্ষীরার আশাশুনি থানার ওসি বিশ্বজিৎ অধিকারীকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি

রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

রাইসির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাবার পথে যুবককে কুপিয়ে জখম, আটক ১

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট কেন্দ্রে যাবার পথে যুবককে কুপিয়ে জখম, আটক ১

প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিওধারণ করায় সাংবাদিকদের উপর হামলা, আহত ১০

প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিওধারণ করায় সাংবাদিকদের উপর হামলা, আহত ১০

কাপ্তাইয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে, উপস্থিত কম

কাপ্তাইয়ে শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ চলছে, উপস্থিত কম

ভিসানীতির অধীনে সাবেক সেনাপ্রধানকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

ভিসানীতির অধীনে সাবেক সেনাপ্রধানকে মার্কিন নিষেধাজ্ঞা দেওয়া হয়নি : পররাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীর ৩ উপজেলার সবকেন্দ্রে ভোটারের দুর্ভিক্ষ

নোয়াখালীর ৩ উপজেলার সবকেন্দ্রে ভোটারের দুর্ভিক্ষ

নেটওয়ার্কিং স্ট্রেটেজি: একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক গড়ার উপায়

নেটওয়ার্কিং স্ট্রেটেজি: একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক গড়ার উপায়

রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ৫

রামগঞ্জে ভোটকেন্দ্র দখলের চেষ্টা, আটক ৫

কুড়িগ্রামে জাল ভোট দিতে এসে ধরা খেলো রিকশাওয়ালা

কুড়িগ্রামে জাল ভোট দিতে এসে ধরা খেলো রিকশাওয়ালা

প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিওধারণ করায় সাংবাদিকদের উপর হামলা, আহত ১০

প্রকাশ্যে ভোট দেয়ার ভিডিওধারণ করায় সাংবাদিকদের উপর হামলা, আহত ১০

নেতানিয়াহুর গ্রেফতারি চাওয়ার নেপথ্যে ছিলেন আমাল ক্লুনিও

নেতানিয়াহুর গ্রেফতারি চাওয়ার নেপথ্যে ছিলেন আমাল ক্লুনিও

জয়ে আশাবাদি আশরাফ, রয়েছে ফলাফল ছিনিয়ে নেওয়ার শঙ্কা

জয়ে আশাবাদি আশরাফ, রয়েছে ফলাফল ছিনিয়ে নেওয়ার শঙ্কা

পশ্চিমাদের নিরাপত্তা গ্যারান্টির প্রতি আফ্রিকার দেশগুলোর কেন আস্থা নেই?

পশ্চিমাদের নিরাপত্তা গ্যারান্টির প্রতি আফ্রিকার দেশগুলোর কেন আস্থা নেই?

রইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েও পায়নি ইরান

রইসির হেলিকপ্টার বিধ্বস্তের পর যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েও পায়নি ইরান

অবসরের পর চুরির দায়ের কাঠগড়ায় টেনিস তারকা

অবসরের পর চুরির দায়ের কাঠগড়ায় টেনিস তারকা

বেঙ্গালুরুতে রাতভর উদ্দাম পার্টি, মাদকের নেশায় উল্লাস বিধায়ক-নায়িকাদের!

বেঙ্গালুরুতে রাতভর উদ্দাম পার্টি, মাদকের নেশায় উল্লাস বিধায়ক-নায়িকাদের!