প্রয়োজনে শুক্রবারও স্কুল-কলেজ খোলা রাখা হবে -শিক্ষামন্ত্রী

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০১ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০১ মে ২০২৪, ১২:০৯ এএম

প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিখন ঘাটতি মেটাতে প্রয়োজনে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও স্কুল-কলেজ খোলা রাখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

তিনি বলেন, বাংলাদেশের একেক অঞ্চলের তাপমাত্রা একেক রকম। এখন উত্তরপূর্বাঞ্চল ও হাওর এলাকার তাপমাত্রা কম। তবে কিছুদিন পর অতি বৃষ্টিতে সেখানে বন্যা হলে পাঠদান বন্ধ রাখতে হবে। এজন্য প্রয়োজনে প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে সৃষ্ট ‘লার্নিং গ্যাপ’ কমাতে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও ক্লাশ-পরীক্ষা চালুর সিদ্ধান্ত আসতে পারে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক বিপর্যয়সহ বিভিন্ন ছুটির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শহরের চেয়ে প্রান্তিক শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। দাবদাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধে উচ্চ আদালত যে আদেশ দিয়েছে, তার অনুলিপি মন্ত্রণালয় পায়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী বলেন, আদালতের আদেশ তারা মানতে বাধ্য, কিন্তু সেজন্য আদেশ সম্পর্কে অবগত হতে হবে। আদালতের আদেশ অনুযায়ী বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে কি না তা খোলাসা করেননি শিক্ষামন্ত্রী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালতের সিদ্ধান্তের ওপরে আমরা শ্রদ্ধাশীল। তবে আমরা এ মুহূর্তে মন্তব্য করার অবস্থানে নেই। কারণ আমরা আদেশ দেখিনি, তাই মন্তব্য করব না। নীরবতাটা এক্ষেত্রে সম্মানের লক্ষণ, সম্মতি নয়। নির্দেশনা আসলে আমরা মেনে চলব।

শিক্ষামন্ত্রী জানান, আদেশের কপি না পেলেও সংবাদমাধ্যমে বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনাও করেছেন। তিনি বলেন, আমরা আপিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছিলাম। আসলে আদেশ কী হয়েছে, তা তো জানতে হবে। বুধবার আদালত বন্ধ। সে কারণে আপিলের আর সুযোগ নেই। আজকে সর্বশেষ সুযোগ ছিল, আমরা অপেক্ষমান ছিলাম।

গরমে স্কুল বন্ধ রাখতে আদালতের আদেশ আসার একদিন বাদে শিক্ষামন্ত্রী বলেন, ছুটির মত পরিচালনাগত সিদ্ধান্ত একটি বিশেষায়িত প্রক্রিয়া। এখানে অনেক অংশীজন থাকে। আবহাওয়া অধিদপ্তর আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে। সবার সাথে আলোচনা করে পরিকল্পনা নিতে হয়। নির্বাহী কার্যক্রমের অংশ হিসেবে অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিই। আবহাওয়া অধিদপ্তর থেকে সুনির্দিষ্ট জেলার কথা বলা হয়েছে। এটি একটি বিশেষায়িত কার্যক্রম। কিছু জেলায় তাপমাত্রা কমবে, কোথাও বাড়বে- এটি নির্বাহী বিভাগের পরিচালনাগত বিষয়। এর সঙ্গে অনেকে সম্পৃক্ত। সেখানে স্বতঃপ্রণোদিত নির্দেশনা আমরা যদি পেয়ে যাই, তাহলে পরিচালনার বিষয় কঠিন হয়ে যায়। সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে। কিন্তু আমার অভিমতটা তো প্রকাশ করতে পারি। অভিমতটা হল- এটি একান্তই নির্বাহী এখতিয়ার।

আদালতের আদেশে যে দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, গণমাধ্যমে দেখলাম ইংরেজি মাধ্যমের ও লেভেল, এ লেভেল স্কুল খোলা থাকবে। এসব প্রতিষ্ঠানে প্রভাবশালী, ধনশালী ব্যক্তিরা সন্তানদের পড়াশোনা করতে পাঠান। আর প্রান্তিক পর্যায়ে যাদের বাবা-মা মাঠে-ঘাটে ঘাটে কাজ করেন, এদেশের অর্থনীতি-সমাজকে চালিয়ে রেখেছেন; তাদের সন্তানরা পাঠদান কার্যক্রম করতে পারবে না- দৃশ্যতা এটি বৈষম্যমূলক পরিস্থিতি তৈরি করবে। এটি দুঃখজনক।

তিনি বলেন, সামগ্রিক শিক্ষাব্যবস্থার জন্য কেবল প্রভাবশালী, ধনী ও রাজধানীকেন্দ্রিক অভিভাবক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের কথা বিবেচনায় নিলে চলবে না। ঢাকার সঙ্গে অন্য জেলাগুলোর পার্থক্যও বিবেচনায় নিতে হবে। সিলেটে এখন বৃষ্টি হচ্ছে। বন্যা হলে তারা স্কুলে যেতে পারবে না। তখন কিন্তু ঢাকা শহরে কোনো সমস্যা হবে না। শিক্ষা মন্ত্রণালয় গত দুইদিন বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে বললেও অনেক প্রতিষ্ঠান ক্লাস নিয়েছে। এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যারা মানছেন না, তাদের বিষয়ে আমরা দেখব।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাত: ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা

ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদাত: ইরানের সর্বোচ্চ নেতার শোকবার্তা

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঐতিহাসিক ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

মাগুরার শ্রীপুরে আওয়ামী লীগের দু’নেতার সমর্থকদের সংঘর্ষ বাড়ি-ঘর ভাঙচুর-লুটপাট

কক্সবাজার ও নাইক্ষংছড়ির চার উপজেলায় নির্বাচন সম্পন্ন -রাজু, সাঈদী, তালেব ও তোফায়েল চেয়ারম্যান নির্বাচিত

কক্সবাজার ও নাইক্ষংছড়ির চার উপজেলায় নির্বাচন সম্পন্ন -রাজু, সাঈদী, তালেব ও তোফায়েল চেয়ারম্যান নির্বাচিত

কে এম হাবীব জামানের ৩য় মৃত্যুবার্ষিকী কাল

কে এম হাবীব জামানের ৩য় মৃত্যুবার্ষিকী কাল

ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী

ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্ভাবনী নির্বাচন অনুষ্ঠানে অর্থ প্রতিমন্ত্রী

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ডিসেম্বরে

নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু ডিসেম্বরে

গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৩০ জনের বেশি ফিলিস্তিনি নিহত

৪ভাগে বিভাক্ত কেশবপুরের আওয়ামী লীগ,১৫বছর পর এক মঞ্চে

৪ভাগে বিভাক্ত কেশবপুরের আওয়ামী লীগ,১৫বছর পর এক মঞ্চে

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক আয়োজিত মিট অ্যান্ড গ্রিট

অস্ট্রেলিয়া বাংলাদেশ হেলথ ফোরাম ইনক আয়োজিত মিট অ্যান্ড গ্রিট

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের শক্তিতে বিশ্বাসী : ডেপুটি স্পিকার

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে এসে আটক-৩

কোম্পানীগঞ্জে জাল ভোট দিতে এসে আটক-৩

কুমিল্লায় শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কুমিল্লায় শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইউজিসি

পরিচ্ছন্ন ক্যাম্পাস প্রতিষ্ঠায় সহযোগিতা করবে ইউজিসি

অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

অস্ট্রেলিয়ায় উন্মোচিত হলো বিওয়াইডি সিলায়ন ৬

টিপু হত্যা মামলায় আশরাফসহ ৩৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২০ জুন

টিপু হত্যা মামলায় আশরাফসহ ৩৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ ২০ জুন

দ. কোরিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত

দ. কোরিয়ার সেনাবাহিনীর প্রশিক্ষণ গ্রেনেড বিস্ফোরণে একজন নিহত

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে অনিয়ম তদন্তের নির্দেশ হাইকোর্টের

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে অনিয়ম তদন্তের নির্দেশ হাইকোর্টের

এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান

এ বছর রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছেন ২০ শিল্প প্রতিষ্ঠান