সংহতি জানিয়ে সারাদেশে ফিলিস্তিনের পতাকা উত্তোলন

গণতন্ত্রের মোড়লদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে : ছাত্রলীগ

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

০৭ মে ২০২৪, ১২:০৭ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ১২:০৭ এএম

ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে দেশব্যাপী ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সংহতি সমাবেশ করেছে ছাত্রলীগ। এরই অংশ হিসেবে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সমাবেশ করেছে সংগঠনটি। কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা শেষে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একটি সমাবেশ করেন ছাত্রলীগ।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ছাত্রলীগ নেতাকর্মীর ফ্রি ফ্রি ফ্যালেস্টাইন স্লোগানে মুখরিত করে তোলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
সমাবেশে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আমরা দেখেছি যারা গণতন্ত্রের মোড়ল, বাকস্বাধীনতার সার্টিফিকেট দেয়, যারা বলে দেয় কোন দেশটি গণতান্ত্রিক আর কোন দেশটি অগণতান্ত্রিক তাদের মুখোশ কিভাবে উন্মোচিত হয়ে গেছে। আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৪০টির বেশি বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন চলমান রয়েছে সেখানে আড়াই হাজারের অধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। আন্দোলন করার জন্য শিক্ষার্থীদের ওপর বহিষ্কারাদেশ নেমে এসেছে।

তিনি বলেন, শুধু স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধয়নরত বাংলাদেশী শিক্ষার্থী মায়মুনাকে বহিষ্কারের আওতায় নিয়ে আসা হয়েছে। শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে শিক্ষকের পাঁজরের হাড় ভেঙে দেয়া হয়েছে। পৃথিবীর যেকোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যারা নিপীড়ন করে আমরা তাদের ধিক্কার জানাই।

ছাত্রলীগ সভাপতি আরো বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবচেয়ে বেশি জানে গণহত্যার বেদনা কত বেশি। ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ ছাত্রলীগ একটি অন্যতম সংগঠন যেটি সবচেয় বেশি গণহত্যার শিকার হয়েছে। আমরা সেই অতীত অভিজ্ঞতা থেকে জানি এই যুদ্ধের বেদনা কত তীব্র, আমরা জানি স্বাধীনতার জন্য মানুষের আকাক্সক্ষা কত বেশি শক্তিশালী। সে কারণে আমরা মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে দেশে আন্দোলন গড়ে তুলেছিলাম। মানবতাবিরোধী অপরাধের বিচার আমরা নিশ্চিত করতে পেরেছি ।

সাদ্দাম বলেন, আমরা মনে করি ফিলিস্তিনে যারা গণহত্যা চালাচ্ছে, নারী ও শিশুদের ওপর অত্যাচার চালাচ্ছে তারাও একই সঙ্গে যুদ্ধাপরাধে অভিযুক্ত, তারাও মানবতাবিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত। আন্তর্জাতিক অপরাধ আদালতে তাদেরকে অভিযুক্ত করে এই মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, আমরা গাজায় অবিলম্বে যুদ্ধ বিরতি চাই। জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদের জরুরি প্রস্তাবের ভিত্তিতে আগ্রাসনবাদী শক্তি ফিলিস্তিনের মানচিত্রের যতটুকু দখল করেছে সেই দখলদার শক্তির কাছ থেকে আমরা ফিলিস্তিনের নিরাপত্তা, নিশ্চয়তা ও স্বাধীনতা চাই।

ছাত্রলীগ সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, আজকে বাংলাদেশ ছাত্রলীগের যে বাঁধ ভাঙ্গা গণজোয়ার তা সেই গাজা উপত্যকায় গিয়ে লাগবে এবং গাজা উপত্যকা থেকে সকল অন্যায়, অবিচার, অপশাসন ভেসে যাবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিলেন, বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত- শোষক আর শোষিত; আমি শোষিতের পক্ষে। জাতির পিতার হাতে গড়া সংগঠন আমরাও জানিয়ে দিতে চাই সারা বিশ্বের শোষিত, নিপীড়িত মানুষের পক্ষে থাকবো, অত্যাচারিত মানুষের পক্ষে থাকবো।

সমাবেশে বক্তব্য শেষে ছাত্রলীগ সভাপতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে ‹শান্তির জন্য স্মারকলিপি› শীর্ষক একটি লিখিত বার্তা পাঠ করেন। এ সময় আরও বক্তব্য রাখেন ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মুস্তাফিজের অভাব বোধ করেছে দল: চেন্নাই অধিনায়ক

মুস্তাফিজের অভাব বোধ করেছে দল: চেন্নাই অধিনায়ক

১৭ মন্ত্রী-এমপির স্বজনরা চেয়ারম্যান প্রার্থী : টিআইবি

১৭ মন্ত্রী-এমপির স্বজনরা চেয়ারম্যান প্রার্থী : টিআইবি

ভারতের মুসলিম জনসংখ্যা কি সত্যিই বিস্ফোরিত হয়েছে?

ভারতের মুসলিম জনসংখ্যা কি সত্যিই বিস্ফোরিত হয়েছে?

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম স্ট্রাটেজি প্রণয়নের কাজ শুরু

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম স্ট্রাটেজি প্রণয়নের কাজ শুরু

বাজার থেকে এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

বাজার থেকে এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

কোহলির যে কথায় মুগ্ধ আফ্রিদি

কোহলির যে কথায় মুগ্ধ আফ্রিদি

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

জাতিকে সঠিক পথে পরিচালিত করতে উলামায়ে কেরামগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

জাতিকে সঠিক পথে পরিচালিত করতে উলামায়ে কেরামগণকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : মাওলানা রফিকুল ইসলাম খান

মূল খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফর

মূল খেলোয়াড়দের ছাড়াই দক্ষিণ আফ্রিকার ওয়েস্ট ইন্ডিজ সফর

ব্যাংকে কি মাফিয়া, মাস্তানরা ঢুকবে? রিজভী

ব্যাংকে কি মাফিয়া, মাস্তানরা ঢুকবে? রিজভী

কানাডায় তেল ও গ্যাস খাতের কোম্পানির ‘বিশেষ উপদেষ্টা হয়েছেন সাজ্জাদ রশিদ

কানাডায় তেল ও গ্যাস খাতের কোম্পানির ‘বিশেষ উপদেষ্টা হয়েছেন সাজ্জাদ রশিদ

কালশীর পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

কালশীর পুলিশ বক্সে আগুন দিলো অটোরিকশাচালকরা

যে ভাবে নিখোঁজ হলেন এমপি আনার

যে ভাবে নিখোঁজ হলেন এমপি আনার

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কঠোর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

ফুলবাড়ীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন

ফুলবাড়ীতে চোরাই গরু উদ্ধার, গ্রেফতার তিন

এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক

এআই দিয়ে তৈরি কনটেন্ট আলাদা করবে টিকটক

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা : ইশরাক

এক পা জেলে রেখেই রাজনীতি করি আমরা : ইশরাক

মানসিক ট্রমায় ভুগছেন বিএনপি নেতারা : ওবায়দুল কাদের

মানসিক ট্রমায় ভুগছেন বিএনপি নেতারা : ওবায়দুল কাদের