ডিবির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য

ভদ্রবেশে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মিল্টন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৮ মে ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৮ মে ২০২৪, ১২:০৯ এএম

মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মে জড়িত থাকার তথ্য রেবিয়ে আসছে ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে। প্রতিবন্ধী, ভবঘুরে, বাকপ্রতিবন্ধী, অন্ধ ও অসুস্থ বৃদ্ধদের আশ্রমে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে সমাজের ধনাঢ্য মানুষের কাছে অর্থ সহায়তার মাধ্যমে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। মিল্টনের ব্যাংক হিসাবে প্রতি মাসে সহায়তা হিসাবে জমা পড়তো ৫০ লাখ টাকা। ডিবির জিজ্ঞাসাবাদে কোটি কোটি টাকার সম্পদ, নানা অপকর্ম ও অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মিল্টন সমাদ্দার। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে একাধিক ব্যক্তিকে মারধর করা হতো আশ্রমের ভেতরে নিজস্ব বন্দিশালা। সেখানে রয়েছে লাঠিসোটা ও পাইপসহ মারধরের নানা উপকরণ। চুন থেকে পান খসলেই তার লাঠিয়াল বাহিনী হামলে পড়তো।

আইন ও অপরাধ বিষয়ক গবেষক মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ইতোমধ্যে মিল্টনের আসল চেহারা জনগণ টের পেয়ে গেছে। মানবিকতার আড়ালে তিনি যা এতদিন করেছেন তাতে যে কারোরই গা শিউরে ওঠার মতো বিষয়। ভদ্রবেশে তিনি ‘সিন্ডিকেট’ ভিত্তিক অপরাধ করেই চলছিলেন। ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রম ঘিরেই ভয়াবহ প্রতারণার জাল বিস্তার করেন মিল্টন। প্রকৃতপক্ষে মিল্টন যা প্রচার করেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি সিন্ডিকেটভিত্তিক ভদ্রবেশেী অপরাধ তিনি করেছেন। লাশ দাফন করার যে হিসাব দিচ্ছেন, তাতেও আছে বিরাট গরমিল। সবচেয়ে ভয়ংকর হলো, মিল্টনের বিরুদ্ধে রয়েছে অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ যেমন কিডনী বিক্রির অভিযোগ। মিল্টন সমাদ্দারের ব্যক্তিজীবনেও নৈতিকতা বা মানবিকতার বালাই নেই। কিশোর বয়স থেকেই ছিল অর্থের লোভ। প্রতিবেশী, চিকিৎসক কিংবা সাংবাদিকরা বিভিন্ন সময় তার কাছে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছেন। এমনকি নিজের জন্মদাতা পিতাকেও বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জনগণের প্রত্যাশা- ভদ্রবেশে ও সুসংঘটিতভাবে যে ফৌজদারী অপরাধ মিল্টন করেছেন তার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হোক যাতে ভবিষ্যতে এ রকম ভয়াবহ অপরাধ আর কেউ না করে। মিল্টনের শাস্তি হোক অন্য অপরাধীরদের জন্য দৃষ্টান্তস্বরূপ বলে মন্তব্য করেন তিনি।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশীদ ইনকিলাবকে বলেন, মিল্টন সমাদ্দার ডিবির জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। তার দেয়া তথ্য খতিয়ে দেখা হচ্ছে। মানবিক মুখোশের আড়ালে নানা অপকর্মে জড়িত থাকার তথ্য রেবিয়ে আসছে তার জবান থেকে। মিল্টন সমাদ্দারের একটি ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৮৫ লাখ টাকা রয়েছে। তার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে।

ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দারকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এতে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন। তার বিষয়ে ব্যাপক তদন্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

মিরপুরের একটি মাদরাসার পরিচালক অভিযোগ করে বলেন, মিল্টন এক সময় বাসা ভাড়া শোধ করতে পারতেন না। এখন তিনি এগুলো করে কোটি কোটি টাকার মালিক। দামি গাড়িতে চড়েন। আমরা শুনেছি আড়ালে তিনি মানুষের অঙ্গপ্রত্যঙ্গ চুরি করেন। তিনি আরও বলেন, রাস্তা থেকে মানুষ তুলে আনার পর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যাদের কিডনিসহ গুরুত্বপূর্ণ অঙ্গ ভালো থাকে, তাদের যথাযথ চিকিৎসা করানো হয়। তাদের জন্য ভালো খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। এরপর সুস্থ হলে তাদের অঙ্গপ্রত্যঙ্গ নেওয়া হয়। সুস্থ মানুষ কিন্তু কিছুদিন পরে দেখি মারা যান।

স্থানীয়দের অভিযোগ, মিল্টনের সাভারের আশ্রমের পাশের জমির মালিক শামসুদ্দিন চৌধুরী। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির অভিযোগ- বহুদিন ধরে এ জমির দিকে মিল্টনের নজর রয়েছে। ঈদুল ফিতরের আগের দিন পরিবারসহ জমি দেখতে গেলে মিল্টনের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মিল্টন আশ্রমের মধ্যে পরিবারের সবাইকে আটকে নির্যাতন করে। স্থানীয়রা জানান, আশ্রম পার্শ্ববর্তী বাসিন্দারা মিল্টন সমাদ্দারের ভয়ে তটস্থ। অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চান না। কারণ আশ্রমের কর্মচারীরা মিল্টনের লাঠিয়াল বাহিনী হিসাবে কাজ করে। তাদের মাধ্যমে মিল্টন জমি দখল, স্থানীয়দের ভয়ভীতি ও নির্যাতন করে আসছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ফেনীতে বজ্রপাতে প্রাণ হারাল শিক্ষার্থী

ফেনীতে বজ্রপাতে প্রাণ হারাল শিক্ষার্থী

সামাজিক সুরক্ষার সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে -ডা. দীপু মনি

সামাজিক সুরক্ষার সুবিধাভোগী বাছাইয়ে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে -ডা. দীপু মনি

ব্রিটেনে ধনকুবেরদের তালিকায় শীর্ষে হিন্দুজা, রাজাকে টপকালেন সুনাক!

ব্রিটেনে ধনকুবেরদের তালিকায় শীর্ষে হিন্দুজা, রাজাকে টপকালেন সুনাক!

মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

মেরিনড্রাইভ সড়কে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন

ইসরাইলে বিস্ফোরক পাঠাচ্ছে ভারত! অস্ত্র বোঝাই জাহাজ আটকাল স্পেন

পায়রা বন্দরের সঙ্গে সড়ক ও রেলের কানেকটিভিটি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

পায়রা বন্দরের সঙ্গে সড়ক ও রেলের কানেকটিভিটি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ

কাশ্মীরে ফারুক আবদুল্লার সভায় ছুরি হাতে তাণ্ডব আততায়ীর

কাশ্মীরে ফারুক আবদুল্লার সভায় ছুরি হাতে তাণ্ডব আততায়ীর

ইতালি কি ইথিওপিয়াকে ঔপনিবেশিক শোষণের ক্ষতিপূরণ দেবে?

ইতালি কি ইথিওপিয়াকে ঔপনিবেশিক শোষণের ক্ষতিপূরণ দেবে?

সরকার নানা কায়দায় বিরোধী নেতাকর্মীদের নির্যাতন শুরু করেছে: মির্জা ফখরুল

সরকার নানা কায়দায় বিরোধী নেতাকর্মীদের নির্যাতন শুরু করেছে: মির্জা ফখরুল

কালশীতে রিকশাচালক-পুলিশের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ

কালশীতে রিকশাচালক-পুলিশের সংঘর্ষে পথচারী গুলিবিদ্ধ

ইউরোপিয়ান সোশ্যাল বিজনেস ট্যুরে প্রফেসর ইউনূস

ইউরোপিয়ান সোশ্যাল বিজনেস ট্যুরে প্রফেসর ইউনূস

মুস্তাফিজের অভাব বোধ করেছে দল: চেন্নাই অধিনায়ক

মুস্তাফিজের অভাব বোধ করেছে দল: চেন্নাই অধিনায়ক

১৭ মন্ত্রী-এমপির স্বজনরা চেয়ারম্যান প্রার্থী : টিআইবি

১৭ মন্ত্রী-এমপির স্বজনরা চেয়ারম্যান প্রার্থী : টিআইবি

ভারতের মুসলিম জনসংখ্যা কি সত্যিই বিস্ফোরিত হয়েছে?

ভারতের মুসলিম জনসংখ্যা কি সত্যিই বিস্ফোরিত হয়েছে?

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান

গাজায় যুদ্ধাপরাধের তদন্ত দাবি করেছে জর্ডান

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম স্ট্রাটেজি প্রণয়নের কাজ শুরু

পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম স্ট্রাটেজি প্রণয়নের কাজ শুরু

বাজার থেকে এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

বাজার থেকে এসএমসি প্লাসের সব ইলেক্ট্রোলাইট ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

কোহলির যে কথায় মুগ্ধ আফ্রিদি

কোহলির যে কথায় মুগ্ধ আফ্রিদি

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান

ভারতীয় ভাতাপ্রাপ্ত এজেন্সীগুলো দেশে বেপরোয়া হয়ে উঠেছে: রাশেদ প্রধান