ভ্যাপসা গরমের পাশাপাশি বৃষ্টিপাত : সর্বোচ্চ বর্ষণ বগুড়ায় ৮০ মি.মি. সর্বোচ্চ তাপমাত্রা সীতাকু-ে ৩৭.৮ ডিগ্রি : ঘন ঘন লোডশেডিং যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ

সাগরে লঘুচাপ ঘনীভূত হলে ঘূর্ণিঝড় ‘রেমাল’

Daily Inqilab শফিউল আলম

২৩ মে ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ মে ২০২৪, ১২:০২ এএম

দেশের অনেক জায়গায় বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা সহনীয় অবস্থায় রয়েছে। আবার বৃষ্টি নেই এমন অনেক এলাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। অনেক এলাকায় রাতের ‘সর্বনিম্ন’ তাপমাত্রা ২৬ থেকে ২৮ ডিগ্রির ঘরে। এর ফলে দিনে-রাতে কোথাও নেই স্বস্তি। উচ্চতাপের সঙ্গে পাল্লা দিয়ে ঘন ঘন লোডশেডিং যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বগুড়ায় ৮০ মি.মি.। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকু-ে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। গতকাল বুধবার আবহাওয়া বিভাগের বিশেষ বিজ্ঞপ্তিতে জানা গেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হতে পারে। আপাতত সমুদ্র বন্দরসমূহকে কোন সতর্ক সঙ্কেত দেখাতে হবে না। লঘুচাপ সংলগ্ন সমুদ্র এলাকা উত্তাল-অশান্ত রয়েছে। লঘুচাপের প্রভাবে বিশেষত দেশের উপকূলীয় অঞ্চলে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

সাধারণত এপ্রিল, মে ও জুন মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টি হয়ে থাকে। চলতি মে মাসের সমুদ্রে লঘুচাপ-নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে মর্মে আবহাওয়া বিভাগ দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায়। চলতি বছর ২০২৪ সালে বঙ্গোপসাগরে এখন পর্যন্ত নিম্নচাপ-ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি। বাংলাদেশ ও ভারতের আবহাওয়া বিভাগের আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আপাতত একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি যদি ধাপে ধাপে অর্থাৎ লঘুচাপ থেকে নিম্নচাপ এবং পরবর্তী সময়ে আরো শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তখন এর নাম হবে ‘রেমাল’। ‘রেমাল’ ওমানের দেয়া নাম। এটি আরবি শব্দ, যার অর্থ বালু। তাছাড়া ‘রেমাল’ নামে আফগানিস্তানে একটি শহর আছে।

আবহাওয়াবিদগণ বলছে, লঘুচাপটি যতক্ষণ পর্যন্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত এটির গতিবিধি অর্থাৎ কোনদিকে যাবে কিংবা আঘাত করবে সে সম্পর্কে পূর্বাভাস দেয়া সম্ভব নয়। লঘুচাপটি অন্তত তিনটি ধাপে ধাপে ঘনীভূত হলে আগামী সপ্তাহের মাঝামাঝি বা শেষ নাগাদ এটি সামুদ্রিক ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে। এরপর উপকূলে আঘাত বা আছড়ে পড়তে পারে। এর আগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি বঙ্গোপসাগরে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘রেমাল’ সৃষ্টি হলে তার সম্ভাব্য গতিপথ হতে পারে বাংলাদেশ, মিয়ানমার কিংবা ভারতের পশ্চিমবঙ্গ-উড়িষ্যা উপকূলীয় অঞ্চলের দিকে। আজ-কাল নাগাদ লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। পরে ২৬ থেকে ২৮ মে নাগাদ সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘রেমাল’-এ রূপ নিতে পারে। তবে লঘুচাপ সৃষ্টির একেবারেই প্রাথমিক পর্যায়ে এর গতিপ্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেয়া যায় না। ভারতের আবহাওয়া বিভাগ বলেছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠের উপরিভাগের বায়ুস্তরে একটি সাইক্লোনের ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এটি ক্রমেই উত্তর-পূর্ব দিকে চলমান থাকবে।

এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বগুড়ায় সর্বোচ্চ ভারী বর্ষণ ছাড়াও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে- নওগাঁয় ৬৭, সিরাজগঞ্জ ও সৈয়দপুরে ২৯, শ্রীমঙ্গলে ২০, ফরিদপুরে ১৯, কিশোরগঞ্জে ১৭, রংপুরে ৯, ঢাকা, পাবনা ও তেঁতুলিয়ায় ৪ মিলিমিটারসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে। তবে চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে তেমন বৃষ্টিপাত হয়নি।

সপ্তাহের আবহাওয়া পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, খুলনা, মংলা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, খেপুপাড়া ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে গরমে-ঘামে জনজীবনে অস্বস্তিভাব বৃদ্ধি পেতে পারে।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে।

আগামী শনিবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা, ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সে. কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব বিরাজমান থাকবে। এর পরের ৫ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সউদি আরবসহ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

সউদি আরবসহ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা

গাজায় হামাসের হামলায় ইসরায়েলের ৮ সেনা নিহত

গাজায় হামাসের হামলায় ইসরায়েলের ৮ সেনা নিহত

ঢাকা বোট ক্লাবের দায়িত্ব ছাড়লেন বেনজীর

ঢাকা বোট ক্লাবের দায়িত্ব ছাড়লেন বেনজীর

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মো‌দি

প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মো‌দি

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলো‌মিটার যানজট

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার যানবাহন পারাপার : টোল আদায় ৩ কোটি ৬৫ লাখ

২৪ ঘন্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৫১ হাজার যানবাহন পারাপার : টোল আদায় ৩ কোটি ৬৫ লাখ

নোয়াখালীতে নিজ ফার্মেসী থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

নোয়াখালীতে নিজ ফার্মেসী থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

কঙ্গনার চড়কাণ্ড নিয়ে যা বললেন স্বরা ভাস্কর

কঙ্গনার চড়কাণ্ড নিয়ে যা বললেন স্বরা ভাস্কর

দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল আজহা'র নামাজ অনুষ্ঠিত

দিনাজপুরে আজ রবিবার আগাম ঈদুল আজহা'র নামাজ অনুষ্ঠিত

কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপন: জীবন-শিমুলকে লিগ্যাল নোটিশ

কোকাকোলার বিতর্কিত বিজ্ঞাপন: জীবন-শিমুলকে লিগ্যাল নোটিশ

নেটিজেনের বিরুদ্ধে ১০০ কোটির মামলা রাবিনার

নেটিজেনের বিরুদ্ধে ১০০ কোটির মামলা রাবিনার

আগে দুই-তিন ঘণ্টা পেটাব, তারপর কথা: বুবলীর হুমকি

আগে দুই-তিন ঘণ্টা পেটাব, তারপর কথা: বুবলীর হুমকি

ফের ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট!

ফের ডিপফেক ভিডিওর শিকার আলিয়া ভাট!

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে বেবী নাজনীন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদে বেবী নাজনীন

স্কটল্যান্ডকে বিদায় করে ইংল্যান্ডকে নিয়েই সুপার এইটে অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে বিদায় করে ইংল্যান্ডকে নিয়েই সুপার এইটে অস্ট্রেলিয়া

উখিয়ায় 'আরএসও' সদস্যকে 'আরসা' সন্ত্রাসীর গুলি করে হত্যা

উখিয়ায় 'আরএসও' সদস্যকে 'আরসা' সন্ত্রাসীর গুলি করে হত্যা

স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৬ ক্যাচ মিস নিয়ে শোরগোল

স্কটল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়ার ৬ ক্যাচ মিস নিয়ে শোরগোল

মাঠে নেমেই ইয়ামালের ইতিহাস

মাঠে নেমেই ইয়ামালের ইতিহাস

৯ জনের মায়ামির নাটকীয় জয়

৯ জনের মায়ামির নাটকীয় জয়

'বৃষ্টি' ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইট স্বপ্ন উজ্জ্বল করল ইংল্যান্ড

'বৃষ্টি' ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইট স্বপ্ন উজ্জ্বল করল ইংল্যান্ড