ঈদযাত্রা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ

শেষ সময়ে ব্যস্ত মহাসড়ক

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম


আগামীকাল পবিত্র ঈদুল আজহা। নাড়ির টান আর প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। নির্দিষ্ট গন্তব্যে যেতে বাস টার্মিনালগুলোতে ইতোমধ্যে যাত্রীদের ঢল নেমেছে। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, শনিবার সকাল থেকে সড়ক পথে মানুষের চাপ চোখে পড়ার মতো। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যারা মূলত বেসরকারি চাকরি করেন তারাই ঢাকা থেকে বাড়ি ফিরছেন। শনিবার বাধ্যতামূলক অফিসে হাজিরা দিতে হবে, তাই কোনরকম হাজিরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনেকে। আর সরকারি চাকরিজীবীদের অধিকাংশই শুক্র-শনিবার সরকারি ছুটি থাকায় আগেই নিজ নিজ গন্তব্যে পাড়ি জমিয়েছেন।

সরেজমিনে দেখা গেছে, ঈদকে কেন্দ্র করে যারা ঢাকা ছাড়ছেন, তাদের অধিকাংশই সন্তান পরিবার নিয়ে বাস টার্মিনালে এসেছেন। আবার কেউ কেউ সমবয়সীদের সঙ্গে কেউবা একাই এসেছেন। কর্মব্যস্ত এসব মানুষের যেন সময় নেই। কত দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারেন সেই তাড়া দেখা গেল সবার মাঝে। যাত্রাপথে ভোগান্তি হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গন্তব্যের উদ্দেশ্য যাত্রা করতে পেরে বেশ খুশি তারা।

মহাখালী বাস টার্মিনালে ঢুকতেই ময়মনসিংহগামী একটি পরিবহনের কাউন্টারে দেখা গেলো যাত্রীদের উপচে পড়া ভিড়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কেউ কেউ টিকিটের জন্য ২০ থেকে ৩০ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে আছেন। এরপর কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহন কাউন্টারে গিয়েও দেখা যায় যাত্রীদের দীর্ঘ লাইন। তাদের প্রত্যেকেই ঢাকা থেকে কিশোরগঞ্জ ফিরছেন। একইচিত্র দেখা গেছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও টাঙ্গাইলগামী বাসগুলোর কাউন্টারেও।

মাহফুজ নামে এক যাত্রীর সঙ্গে কথা হলে তিনি বলেন, ঈদের আগে জামালপুর রোডে প্রচুর যানজট হয়, যাত্রীদের ভিড় দেখে মনে হচ্ছে এরকমটাই হবে। কাউন্টার এসে দেখি প্রচুর মানুষের ভিড়। যে সময়ে কাউন্টার এসেছি, অনেক দূর চলে যাওয়ার কথা। কিন্তু গাড়ির এখনো সিরিয়ালে আছি।

অনন্যা পরিবহনের টিকেট কাউন্টারে দায়িত্বরত এক কর্মী বলেন, পুরোদমে ঈদের ছুটি শুরু হওয়ায় ঢাকা ছাড়ছে মানুষ। ভোর ৫টা থেকেই যাত্রীরা কাউন্টারে আসতে শুরু করছেন। প্রতিটি বাসই একদম পূর্ণ হয়ে যাচ্ছে। তবে কিশোরগঞ্জ থেকে আসা বাসগুলোর এখন সিট ফাঁকা রেখেই ঢাকায় ঢুকছে।

সায়েদাবাদ বাস টার্মিনাল ও জনপথের মোড়ে আন্তঃজেলা বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে, যাত্রীদের ভিড়। প্রায় প্রতিটি কাউন্টারেই টিকিট নিয়ে চলছে দরদাম। দরকষাকষির মাধ্যমে বিক্রি হচ্ছে টিকিট। যাত্রীরা অভিযোগ করে বলেন, ঈদ এলেই ভাড়া বেড়ে যায়। দু-একটি পরিবহন ছাড়া কোথাও টিকিটের সংকট নেই। তবুও কিছু পরিবহন মূল ভাড়ার চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশিতে টিকিট বিক্রি করছে। বেশিরভাগ পরিবহন দ্বিগুণের বেশি দামে টিকিট বিক্রি করছে। একসঙ্গে তিন-চারজন গেলে দামাদামি করে কিছু টাকা কম নিচ্ছে।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে শিল্প অধ্যুষিত গাজীপুর থেকে লাখো গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ঈদ যাত্রায় শামিল হয়েছেন। এতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। এ অবস্থায় চন্দ্রা পয়েন্ট ও চান্দনা চৌরাস্তায় যানবাহন চলাচল করছে ধীর গতিতে। যাত্রীদের অভিযোগ, পরিবহন সঙ্কটকে কাজে লাগিয়ে বেশি ভাড়া আদায় করছে গণ পরিবহন সংশ্লিষ্টরা।

এদিকে, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে সেই পুরনো দৃশ্য। টিকিটের জন্য দীর্ঘ লাইন। গতকাল সকাল থেকেই কমিউটার ট্রেনের টিকিট পেতে কাউন্টারের সামনে লাইনে অপেক্ষা করছেন হাজারও মানুষ। কমিউটার টিকিট কাউন্টার থেকে মানুষের লাইন গিয়ে পৌঁছেছে পার্কিং এরিয়া পর্যন্ত। একইরকমভাবে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকিট পেতেও যাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

ঢাকা রেলওয়ে স্টেশনে সরেজমিনে ঘুরে এই চিত্র দেখা যায়। দীর্ঘ লাইন দাঁড়িয়ে হলেও ঈদ করতে বাড়ি যেতে চান যাত্রীরা। ঢাকা থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৮টি কমিউটার ট্রেন দেশের বিভিন্ন স্থানে নিয়মিত যাতায়াত করে। এইসব ট্রেনের টিকিট যাত্রা শুরুর আগে বেসরকারি কাউন্টার থেকে দেওয়া হয়ে থাকে। অন্যদিকে বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরুর ২ ঘণ্টা আগে ট্রেনের মোট আসনের ২৫ শতাংশ টিকিট স্ট্যান্ডিং হিসেবে বিক্রি করা হয়।

সকালে কথা হয় আন্তঃনগর ট্রেনের কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীদের সঙ্গে। তারা বলেন, বসার সিট না পেলেও তারা দাঁড়িয়ে হলেও বাড়ি যেতে চান। তবে তারা অনেকেই জানেন না আন্তঃনগর ট্রেনের শুধু শোভন শ্রেণির ২৫ শতাংশ টিকিট দেওয়া হবে। এতে অনেকে ফিরেও গেছেন টিকিট না পেয়ে।

তিতাস কমিউটার ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া যাবেন কালাম। তিনি বলেন, তিতাস ট্রেনের টিকিটের কোনও লিমিট নাই। এরা যতক্ষণ পারবে টিকিট বিক্রি করে যাবে। তবে অনেক সময় পাওয়া না পাওয়ার একটা বিষয় থাকে। এখন একটা স্ট্যান্ডিং টিকিট পেলেই হলো।

ঈদ যাত্রার চতুর্থ দিনে সকাল থেকে রাত পর্যন্ত ২টি স্পেশাল ট্রেনসহ মোট ৬৯ জোড়া ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার। তিনি বলেন, আশা করছি এই ট্রেগুলোর মাধ্যমে সারাদিন এক থেকে দেড় লাখ মানুষ ঢাকা ছাড়তে পারবেন।

মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, গত ১২ জুন থেকে এবারের পবিত্র ঈদুল আজহার যাত্রা শুরু হয়েছে। গত তিন দিনে ঢাকা থেকে দেশের বিভিন্ন স্থানের গন্তব্যে যে সকল ট্রেন আমরা পরিচালনা করেছি সে সকল ট্রেনের যাত্রীরা তাদের নিজ নিজ গন্তব্যে নিরাপদে এবং ভোগান্তিহীন ভাবে পৌঁছাতে পেরেছেন।

তিনি বলেন, সকাল থেকে বেশ কয়েকটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। সবগুলো ট্রেন নির্দিষ্ট সময়ে স্টেশন ত্যাগ করেছে। যাত্রী সাধারণ আমাদের ব্যবস্থাপনায় অনেকটা আনন্দিত হয়েছে। আমরা এবার বিনা টিকিটে ভ্রমণ করার প্রবণতাটা একটু কম দেখেছি। যাত্রী সাধারণ সচেতন হয়েছেন। বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি, ডিএমপি, র‌্যাব এবং বাংলাদেশের অন্যান্য সকল বাহিনী গুলো তারা সম্মিলিতভাবে আমাদের সহযোগিতা করেছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ভোগান্তিহীন নিরাপদ ঈদ যাত্রা উপহার দিতে পেরেছি। এখনো পর্যন্ত কোনো ধরনের শিডিউল বিপর্যয় বা বিলম্বিতা বলেন সবকিছু এড়িয়ে অত্যন্ত নিরাপদে মানুষ নির্দিষ্ট সময়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

টিকিট কালোবাজারি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারা জানেন বাংলাদেশের রেলওয়ের টিকিটের পরিমাণ চাহিদার তুলনায় যোগান অপ্রতুল বা আমরা আমাদের সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা ৩৩ হাজার ৫০০ আন্তঃনগর এর টিকিট বিক্রি করতে পেরেছি এর বাইরে যাওয়ার কোনো সুযোগ আমাদের ছিল না। কিন্তু এই ৩৩ হাজার ৫০০ টিকিটের বিপরীতে চাহিদা ছিল ব্যাপক। প্রায় ৪ থেকে ৫ লাখ মানুষ ঢাকা ছাড়তে চেয়েছিল এই আন্তঃনগর ট্রেনে। বেশিরভাগ যাত্রী হয়তো অনলাইনে টিকিট কাটতে পারেননি। যারা পেরেছেন তারা তো যেকোনোভাবে বাড়িতে পৌঁছাতে পেরেছেন। এখন এই টিকিটগুলো পাওয়ার জন্য এই যে ব্যাপক চাওয়া এই চাহিদাকে পুঁজি করে এক শ্রেণীর প্রতারক চক্র টিকিট প্রিন্ট আউট করে, এডিট করে বিভিন্নভাবে অনেককে প্রতারিত করেছেন। তাদেরকে র‌্যাব ধরেছে। বিশেষ করে এই প্রথম টিকিট কালোবাজির ক্ষেত্রে ভুয়া টিকিট কিনে প্রতারিত হয়েছে এমন কোন অভিযোগ আমাদের কাছে আসেনি।

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে গত কয়েক দিনের তুলনায় ঈদে ঘরমুখো যাত্রীদের ভিড় বেড়েছে। এ স্টেশনে চাপ রয়েছে যাত্রীদের। স্টেশনের ভেতরে প্রবেশে মূল ফটকেই করা হচ্ছে কড়াকড়ি চেকিং। টিকেট ছাড়া যাত্রীদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এদিকে যারা ভুয়া টিকেট ও একই টিকেটে দিয়ে একাধিক যাত্রী প্রবেশ করানোর চেষ্টা করছেন যাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিচ্ছেন স্টেশন কর্তৃপক্ষ। প্রবেশ ফটকে ঈদে ঘরমুখো যাত্রীদের প্রচ- ভিড়। স্টেশনের ভেতরেও যাত্রীদের চাপ রয়েছে। কিন্তু এবার স্টেশনের ভেতরে কোনো হকার থাকতে দেখা যায়নি। ভেতরে রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও স্টেশন কর্তৃপক্ষের টিটিই সদস্যদের সার্বক্ষণিক নজরদারি থাকতে দেখা গেছে। যাত্রীরা তাদের নির্ধারিত ট্রেনের জন্য প্লাটফর্মে অপেক্ষা করছেন। কেউ একাই যাচ্ছে, আবার কেউ পরিবার সঙ্গে নিয়ে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশনের ট্রাভেলিং টিকিট এগজামিনাররা (টিটিই) জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ২৫-৩০ জন যাত্রীকে আটক করে জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে কেউ ভুয়া টিকেট দিয়ে স্টেশনে প্রবেশ করার চেষ্টা করেছে, কেউ একই টিকেট ব্যবহার করে অন্য যাত্রী ঢোকার সময় ধরা পড়ে। এছাড়া যাদের টিকেট সঠিক আছে তাদের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না।###

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

সাংবাদিক রিজুর ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ

লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আ.লীগ : কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণকালে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

লুটপাট করে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে আ.লীগ : কোম্পানীগঞ্জে ত্রাণ বিতরণকালে সিলেট জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা: আইজিপি

দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে ব্যবস্থা: আইজিপি

আগামীকাল ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আগামীকাল ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

এমবাপের স্বরূপে ফেরার অপেক্ষায় ফ্রান্স

এমবাপের স্বরূপে ফেরার অপেক্ষায় ফ্রান্স

বগুড়ায় জোড়া খুনের মামলায় রিমান্ডে প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু

বগুড়ায় জোড়া খুনের মামলায় রিমান্ডে প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে

পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’