কোরবানি পশুর জমজমাট বেচাকেনা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম

শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাট। ঢাকার সবগুলো হাটেই কোরবানির পশুর জমজমাট বেচাকেনা। বিশেষ করে মাঝারী গরুর চাহিদা বেশি অধিকাংশ হাটে। কোরবানির ঈদ কেন্দ্র করে রাজধানীর দুই সিটি করপোরেশনে অস্থায়ী আর স্থায়ী পশুর হাট বসেছে ২০টি। গত বৃহস্পতিবার থেকে এসব হাটে আনুষ্ঠানিক পশু বিক্রি শুরু হলেও গত শুক্রবার ও গতকাল শনিবার ছুটির দিনে জমে উঠেছে হাটগুলো। আজ আরও বেশি বিক্রির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। ঈদের ছুটি শুরুর প্রথম দিনে জমজমাট বেচাকেনা হওয়ায় খুশি বিক্রেতারাও। তাদের দাবি, বড় গরুর ন্যায্য দাম বলছে না কেউ। বড় গরু নিয়ে অনেকটা চিন্তিত বিক্রেতারা। তারা জানান, গো-খাদ্যের দাম বেড়েছে দ্বিগুণ। সে তুলনায় গরুর দাম বাড়েনি। এলাকাভিত্তিক এসব হাটে ঘুরে ঘুরে সাধ্যের মধ্যে ভালো কোরবানির পশু কিনতে চাচ্ছেন অনেকেই।

ঈদের আগে রাজধানীর পশুর হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক গরু তুলেছেন বেপারিরা। দেশের নানা প্রান্তের বড় বড় খামার এবং গৃহস্থ বাড়িতে লালন-পালন করা গরু পশুর হাটগুলোতে আনা হয়েছে কোরবানির জন্য। গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন হাট ঘুরে জানা গেছে, মাঝারী গরু বেশি বিক্রি হচ্ছে। এক লাখ ২০ থেকে এক লাখ ৫০ হাজারের মধ্যে দারুন গরু মিলছে। ফলে সকাল থেকে গরুর বিক্রি বেড়েছে। হাটে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নড়াইল, বগুড়া ও পাবনা থেকে অনেক বেপারী গরু নিয়ে এসেছেন। গতকাল রাত থেকে বিক্রি বেড়েছে বলে জানান বেপারীরা। কমলাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে ইত্তেফাক মোড়, স্টেডিয়াম পেরিয়ে মানিকনগর, ধলপুর সিটি পল্লি পর্যন্ত সারি সারি গরু বাঁধা। এই হাটে আটটি গরু নিয়ে এসেছেন এক বিক্রেতা। ওজনে প্রতিটি গরুই ১২ থেকে ১৪ মণ। দাম হাঁকিয়েছেন ৬ লাখ থেকে ৮ লাখ টাকা করে। তবে তার কোনো গরু এখন পর্যন্ত ৫ লাখ টাকার বেশি দাম ওঠেনি।

গোপীবাগের বাসিন্দা রুস্তম আলী জানান, কমলাপুর গরুর হাট বাসার কাছে। এখান থেকে তিনি এক লাখ ২৫ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছেন। ছেলেকে নিয়ে এসে নিজেই পছন্দ করে গরুটি কিনেছেন।

ঝিনাইদহ থেকে শফিকুল ১৪টি দেশি গরু এনেছেন। প্রতিটির ১ লাখ ৮০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত গরুর দাম চাচ্ছেন তিনি। কিন্তু ক্রেতারা ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা পর্যন্ত দাম বলছেন। তার দাবি, ক্রেতারা গত বছরের চেয়ে গরুর দাম বেশি বলছেন না। কিন্তু এ বছর গরুর ভুসি, চাল, ডাল, খড়, গম, ভুট্টা, খৈল, চিড়া সবকিছুর দাম দ্বিগুণ বেড়েছে। যে ধানের কুঁড়ার দাম গত বছর ছিল ১২ টাকা কেজি, এ বছর সেই কুঁড়া ২৮ টাকা কেজি। কিন্তু গরুর দাম ক্রেতারা যেভাবে বলছেন, এই দামে বিক্রি করলে লাভ তো দূরের কথা, আসলই থাকবে না।

রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলীতে গতকাল সকালের দিকে ক্রেতার ভিড়। হাটের প্রবেশপথ দিয়ে ঢুকতেই বড় গরু চোখে পড়বে। এর পরে মাঝারি গরু মিলবে হাটের মাঝে। তবে ছোট গরু খুঁজতে হলে যেতে হবে গাবতলী হাটের শেষ দিকে। হাটে সব আকারের গরু আছে। তবে বেশি উঠেছে মাঝারি ও বড় গরু।
শাহজাহানপুর হাটে সন্ধ্যায় ঘুরে দেখা যায়, বিকেলের চেয়ে এই পশুর হাটে ক্রেতার সংখ্যা বেড়েছে। তবে তাদের অনেকেই গরুর দাম বেশি অভিযোগ করছেন। একজন সরকারি কর্মকর্তা বলেন, এতদিন অফিসের চাপের সঙ্গে বাসায় গরু রাখার জায়গা ছিল না। তাই আজকেই হাটে আসা। তবে গতবছরের চেয়ে এ বছর গরুর দাম তুলনামূলক বেশি।

এক ব্যবসায়ী বলেন, সবকিছুর দামের সঙ্গে গরুর দামও বেড়েছে। কিন্তু কোরবানি হচ্ছে ত্যাগের প্রতীক। তাই দাম বেশি হলেও গরু কিনতে হবে। কিন্তু বাসায় গরু কিনে নিয়ে রাখার জায়গা নেই। বাড়িওয়ালা বলে দিয়েছেন কোরবানির এক দিন আগে ছাড়া যেন গরু না আনা হয়। তাই বাজারে এসে দামদর করছি।

মেরাদিয়া হাটের মসজিদ মার্কেটের পাশে গরু নিয়ে বসেছেন মানিকগঞ্জের বেপারি আনোয়ার। তিনি বলেন, প্রায় তিন দিন হলো এই হাটে আসা, ২৮টি গরুর মধ্যে মাত্র ৭টি গরু বিক্রি হয়েছে। গত বার এমন সময়ে আমার প্রায় সব গরুই বিক্রি হয়ে গিয়েছিল। তবে এবার ক্রেতারা আসেন, দাম শুনে চলে যান। গরুর দাম এক-দেড় লাখ টাকা চাইলে কাস্টমার সত্তর, আশি হাজার টাকা বলে চলে যায়। এত টাকা হাতে রেখে তো আমরা দাম চাই না।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বগুড়ায় জোড়া খুনের মামলায় রিমান্ডে প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু

বগুড়ায় জোড়া খুনের মামলায় রিমান্ডে প্রখ্যাত শ্রমিক নেতা সৈয়দ কবির আহম্মেদ মিঠু

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

বঙ্গবন্ধু সেতুতে একদিনে প্রায় ৩ কোটি টাকা টোল আদায়

পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে

পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে খালেদা জিয়াকে

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’

ডানপন্থিদের সাফল্যে উদ্বেগ জার্মানিতে

ডানপন্থিদের সাফল্যে উদ্বেগ জার্মানিতে

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

চৌদ্দগ্রামে পানিতে পড়ে আরও এক শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে পড়ে আরও এক শিশুর মৃত্যু

আবারো ইসরাইল-সংশ্লিষ্ট দুটি জাহাজে হুথিদের হামলা

আবারো ইসরাইল-সংশ্লিষ্ট দুটি জাহাজে হুথিদের হামলা

সম্পর্ক পুনঃস্থাপনে আলোচনা করবে সম্মত ইরান ও বাহরাইন

সম্পর্ক পুনঃস্থাপনে আলোচনা করবে সম্মত ইরান ও বাহরাইন