মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করার আহ্বান আরাফাতে অবস্থানের মধ্যদিয়ে ২০ লক্ষাধিক মুসলিমের হজ পালন

লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক

Daily Inqilab মুহাম্মদ সানাউল্লাহ

১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ১২:০৪ এএম


মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামের মিলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে অবস্থানের মাধ্যমে গতকাল ইসলামের ৫ম স্তম্ভ পবিত্র হজ আদায় করেছেন ২০ লক্ষাধিক মুসলিম। এর মধ্যে রয়েছেন বাংলাদেশের ৮৫ হাজার ২৫৭ জন। ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক।
লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল-হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল-মুলক, লা শারীকা লাক’- অর্থাৎ উপস্থিত ‘হে আমার আল্লাহ, উপস্থিত। উপস্থিত, তোমার কোনো অংশীদার নেই, উপস্থিত। নিশ্চয় সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব তোমার, তোমার কোনো অংশীদার নেই’- এই তালবিয়াহ উচ্চারণ ও মহান আল্লাহ তা‘আলার এককত্ব ও সার্বভৌমত্ব ঘোষণার মাধ্যমে আরাফাতের ময়দানকে প্রকম্পিত করে সুষ্ঠু ও নিরাপদে হজ পালন করলেন বিশ্বের প্রায় ২০০ দেশ থেকে সমবেত ভাগ্যবানরা। আগের রাত থেকে মোয়াল্লেমদের তত্ত্বাবধানে আরাফাতের ময়দানে আগমন শুরু হলেও গতকাল সূর্যোদয়ের পরও অনেকে আসেন। মসজিদের নামিরা ও জাবালে রহমতকে ঘিরে থাকা ২ কিলোমিটার দৈর্ঘ ও ২ কিলোমিটার প্রস্থের আরাফাত ময়দানে হজযাত্রীদের পদভারে এক মনোরম দৃশ্যের অবতারণা হয়। এক আল্লাহর মহত্ব বর্ণনা ও তার নির্দেশ পালনের মাধ্যমে এদিন হাজী সাহেবরা তার কাছেই নিজেদের সমর্পণ করে দেন।

মসজিদে নামিরায় হজের খুৎবা দেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতীব শায়খ মাহের বিন হামাদ আল-মুআইকিলী। হজের খুতবার অনুবাদ প্রচারিত হয়েছে বিশ্বের ৫০টি ভাষায়। খাদেমুল হারামাইন শরীফাইন বাদশা সালমান বিন আব্দুল আজিজের তত্ত্বাবধায়নে এটিই এখন পর্যন্ত হজের খুতবা অনুবাদের সবথেকে বড় প্রজেক্ট। হজের খুতবার বাংলা অনুবাদের দায়িত্বে ছিলেন সউদী আরবে অধ্যয়নরত বাংলাদেশের চার শিক্ষার্থী। তারা হলেন- ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব।

হজের খুতবায় মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল-মুয়াইকিলী বলেছেন, ইসলাম অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘কাউকে খারাপ নামে ডাকবে না। মুসলমানদের উচিত পরস্পরকে সৎকাজে সহযোগিতা করা, ইসলামের বিধি-বিধান মেনে চলার মাঝেই আছে সঠিক পথের দিশা। তিনি আরো বলেন, একে অপরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা ঠিক নয়, আল্লাহ বলেন, ন্যায়ের সঙ্গে সিদ্ধান্ত নিন, মদ ও জুয়া মন্দ কাজ।

মসজিদুল হারামের ইমাম হজের খুতবায় আরো বলেছেন, নিজের পিতা-মাতা এবং যে আপনার প্রতি দয়া ও সদ্ব্যবহার করেছে তার জন্য দোয়া করুন এবং দোয়া করুন এবং অন্যের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করুন, তাহলে ফেরেশতাও আপনার জন্য দোয়া করবেন।

খুতবায় ফিলিস্তিন প্রসঙ্গে তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের মুসলমানেরা যুদ্ধের কবলে। তারা বিপর্যস্ত। তাদের খাওয়ার পানি নেই, বিদ্যুৎ নেই, খাবার নেই, পৃথিবীর সবধরনের আরাম ও সুখ থেকে তারা বঞ্চিত। তাদের জন্য দোয়া করুন। বিশ্ব মুসলিমের কাছে এটা তাদের পাওনা।

তিনি বলেন, যারা ফিলিস্তিনিদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন, অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করছেন, তারাও দোয়ার হকদার। এছাড়াও যারা হজযাত্রীদের সেবা করছেন তারাও দোয়ার হকদার।

হজের খুতবায় তিনি আরো বলেন, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য এবং বিধান শুধুমাত্র আল্লাহর জন্য। আর যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে সে এমন জায়গা থেকে রিজিক পাবে যেখান থেকে সে কল্পনাও করতে পারবে না। তিনি বলেন, আল্লাহ তা‘আলা সবকিছুর মালিক। তিনি আমাদের জন্য রহমত হিসেবে কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন এমন একটি গ্রন্থ যার প্রতিটি আয়াত প্রজ্ঞায় পরিপূর্ণ। এই কোরআন মানুষকে সরল পথ দেখায়।

খুতবায় শায়েখ মাহের বিন হামাদ আল-মুআইকিলী বলেন, হে মানুষ, আল্লাহ ও তাঁর রাসুল (সা.)-এর আনুগত্য করো, কোরআনে বলা হয়েছে যে অন্যায় করবে আল্লাহ তাকে শাস্তি দেবেন। তিনি আরো বলেন, তাকওয়া মানুষকে সফলতা ও মুক্তি দেয়, তাকওয়া অবলম্বনকারীরা কিয়ামতের দিন দুঃখ-কষ্ট থেকে মুক্ত থাকবে। তিনি বলেন, আল্লাহ তা‘আলা হজরত মুহাম্মদ সা.-কে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। যারা নবীজি সা.-কে সম্মান করবে, ঈমান আনবে এবং আল্লাহ হেদায়েত স্বরূপ যে কোরআন নাজিল করেছেন তার বিধান মেনে চলবে তারাই সফল।

হজের খুৎবার পর এক আজানে দুই ইকামতে যোহর ও আসর নামাজ কসর করে আদায় করা হয়। নামাজ আদায়ের পর হাজী সাহেবরা তাদের নিজ নিজ তাঁবুতে অবস্থান করে সূর্যাস্ত পর্যন্ত কায়মনোবাক্যে মোনাজাত করেন।

প্রসঙ্গতঃ আরাফাতের ময়দানে হজযাত্রীদের খেদমতে সউদী আরবের প্রসিদ্ধ কোম্পানি ছাড়াও সরকারি এনজিও নানা ধরনের সেবা দিয়ে থাকে। সউদী স্বাস্থ্য মন্ত্রণালয়, মোবাইল কোম্পানিগুলো হাজীদের মাঝে বিতরণ করে ছাতা। বিভিন্ন কোম্পানি লাবাং, দুধ এবং মাল্টা, আপেল, ডালিমের জুস এবং পানি বিতরণ করে থাকে।

সূর্যাস্ত পর্যন্ত অবস্থানের পর হাজী সাহেবরা বাসে, ট্রেনে, ট্রাক বা পিক-আপে মুযদালিফায় রওনা দেন। ধনী-গরিব নির্বিশেষে হাজী সাহেবদের মসজিদে মাশআরিল হারাম কেন্দ্রিক মুযদালিফার খোলা প্রান্তরে পৌঁছে মাগরিব ও এশা আদায় করেন। তারা গতরাত সেখানেই কাটান। মুযদালিফা থেকে ৪৯টি কঙ্কর সংগ্রহ করেন হাজী সাহেবরা। এজন্য বিশেষ ধরনের ছোট ছোট পাথর ছড়িয়ে রাখা হয় পুরো মুযদালিফা জুড়ে। তবে অন্য যে কোনো স্থান থেকে হাজীরা এসব পাথর সংগ্রহ করতে পারেন।

আজ সূর্যোদয়ের পর আবার মিনায় ফিরে সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পূর্বে বড় জামারাতে ৭টি কঙ্কর নিক্ষেপ, কুরবানী সম্পন্ন করার পর মাথা মু-ন করে ইহরাম পরিত্যাগ করবেন হাজী সাহেবরা। সুযোগ বুঝে মক্কায় গিয়ে ফরজ তাওয়াফ করতে হবে ৩ দিনের মধ্যে। ১১ ও ১২ যিলহজও হাজী সাহেবদের সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর ৩টি জামারাতে ৭টি করে মোট ২১টি কঙ্কর নিক্ষেপ করতে হবে। যারা সংক্ষেপ করতে চান ১২ যিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করবেন। নইলে ১৩ যিলহজ সূর্য পশ্চিমাকাশে ঢলে যাওয়ার পর আবারও ৩টি জামারাতে ৭টি করে ২১টি কঙ্কর মেরে মিনা ত্যাগ করতে হবে।

পরিশেষে মক্কায় ফিরে বিদায়ের দিন বিদায়ী তাওয়াফের পূর্ব পর্যন্ত স্বাভাবিকভাবে প্রতি ওয়াক্তের নামাজ ও যত বেশি সম্ভব তাওয়াফে সময় কাটাবেন হাজী সাহেবরা। আল্লাহ তা‘আলা সকলকে সহীহ তরিকায় হজ পালন করে মাসুম বা গুনাহমুক্ত হওয়ার তাওফিক দান করুন। আমীন।

এ বছর হজে যোগ দেওয়ার সুযোগ পেয়েছেন বিশ লক্ষাধিক মুসলিম।
এদিকে বাংলাদেশ থেকে হজে অংশগ্রহণকারী ৮৫ হাজার হজযাত্রীর মধ্যে ১৭ জন ইন্তেকাল করেছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন মহিলা। হজ সমাপণ শেষে হজযাত্রীরা আগামী ২০ জুন থেকে দেশে ফিরতে শুরু করবেন। প্রথম দিন দুটি ফ্লাইটে সম্মানিত হাজীরা দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

ওয়ান ব্যাংক ইসলামী ব্যাংকিংসহ সব ধরণের সেবা দিয়ে সুনাম অর্জন করেছে

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

মারা গেছেন ৬০ জনের ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

আমিরাতে আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে বক্তারা

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

রাজবাড়ীতে ইউপি উপ-নির্বাচন নিয়ে বিরোধে আ.লীগের দু’গ্রুপের সংঘর্ষ-ভাংচুর , আহত ২০

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বৃষ্টির হুমকি

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বিসিপিএসকে কার্যকরী ভূমিকা রাখার তাগিদ প্রেসিডেন্টের

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

পদ্মা নদীতে তিন শিশুর সলীল সমাধি

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

বাংলাদেশের সামনে উজ্জীবিত আফগানিস্তান

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুলাউড়ায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের রেল যোগাযোগ নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক উদ্বেগ

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

আইজেনহাওয়ারের পরিণতি দেখে রুজভেল্ট-ক্রুরা শিক্ষা নিন: ইয়েমেন

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’

‘যুদ্ধ শুরু হলে ইসরাইলকে লক্ষ্য করে ৫ লাখ ক্ষেপণাস্ত্র ছুড়বে হিজবুল্লাহ’

ডানপন্থিদের সাফল্যে উদ্বেগ জার্মানিতে

ডানপন্থিদের সাফল্যে উদ্বেগ জার্মানিতে

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

ডিমলায় বুড়ি তিস্তা নদীর বাঁধ ভেঙে ১০ গ্রাম প্লাবিত

চৌদ্দগ্রামে পানিতে পড়ে আরও এক শিশুর মৃত্যু

চৌদ্দগ্রামে পানিতে পড়ে আরও এক শিশুর মৃত্যু

আবারো ইসরাইল-সংশ্লিষ্ট দুটি জাহাজে হুথিদের হামলা

আবারো ইসরাইল-সংশ্লিষ্ট দুটি জাহাজে হুথিদের হামলা

সম্পর্ক পুনঃস্থাপনে আলোচনা করবে সম্মত ইরান ও বাহরাইন

সম্পর্ক পুনঃস্থাপনে আলোচনা করবে সম্মত ইরান ও বাহরাইন

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সরিষাবাড়িতে ভ্যান চালক ও তার স্ত্রী হাসপাতালে মৃত্যু শয্যায়

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে সরিষাবাড়িতে ভ্যান চালক ও তার স্ত্রী হাসপাতালে মৃত্যু শয্যায়

মঠবাড়িয়ায় পিক আপের চাপায় গৃহবধূ ও শিশুর মৃত্যু আহত ৪

মঠবাড়িয়ায় পিক আপের চাপায় গৃহবধূ ও শিশুর মৃত্যু আহত ৪

ভারতের ২২ মৎস্যজীবীকে গ্রেপ্তার শ্রীলঙ্কার

ভারতের ২২ মৎস্যজীবীকে গ্রেপ্তার শ্রীলঙ্কার