ওয়াশিংটনে লেখক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র তানজিরের ইন্তেকাল
১৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরী এবং সাবেক ব্যাংকার সুরাইয়া খানমের একমাত্র পুত্র তানজির রেজা চৌধুরীর নামাজে জানাজা গত শনিবার বেলা সাড়ে ১১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ শেষে তানজিরের লাশ লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, হার্ট অ্যাটাকে তানজির রেজা চৌধুরী গত শুক্রবার সকালে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ নরশোর হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৩৯ বছর। মৃত্যুকালে তানজির স্ত্রী এটর্নি সুরাইয়া রহমান ও মা-বাবাসহ অনেক আত্মীয়-স্বজন রেখে যান।
তানজির রেজা চৌধুরীর নামাজে জানাজায় সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি অংশ নেন। এছাড়াও বিপুল সংখ্যক বিদেশিও সমবেদনা জানাতে জেএমসিতে উপস্থিত হন। জেএমসিতে তার লাশ আনার পর শেষবারের মতো তাকে দেখার সময় তাঁর মা-বাসহ অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এসময় বাবা মাহমুদ রেজা চৌধুরী পুত্রের কফিনের পাশে দাঁড়িয়ে বিশেষ দোয়া করেন। এরপর জানাজা নামাজের পূর্বে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং একমাত্র পুত্রের জন্য দোয়া কামনা করেন। এরপর জেএমসি’র ইমাম ও খতিব মির্জা আবু জাফর বেগ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এদিকে মাহমুদ রেজা চৌধুরী জানান, কয়েক সপ্তাহ আগে তানজির স্বস্ত্রীক থাইল্যান্ড বেড়াতে যায়। সেখানে অসুস্থবোধ করলে দ্রুত নিউইয়র্ক ফিরে আসে। পরবর্তীতে তানজির চিকিৎসকদের দ্বারস্থ হয় এবং শরীর খারাপ বোধ করলে চিকিৎসকের পরামর্শে লং আইল্যান্ডের নর্থশোর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার হার্টে একটি ৯০ ভাগ এবং অপরটি শতভাগ ব্লক ধরা পড়লে তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়। এরপর হাসপাতালে সপ্তাহ খানেক থাকার পর চিকিৎসকরা তাকে বাসায় বেড রেস্টে থাকার পরামর্শ দিয়ে হাসপাতাল থেকে রিলিজ করে দেয়। গত ১৪ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত তানজিরের শারীরিক অবস্থা স্ট্যাবল ছিলো। এদিন মাহমুদ রেজা চৌধুরী স্বস্ত্রীক পুত্রকে দেখতে তার লং আইল্যান্ডের বাসায় দেখতে যান এবং দীর্ঘ সময় মা-বাবা পুত্রের সাথে সময় কাটান। এটাই ছিলো পুত্র তানজিরের সাথে মা-বাবার শেষ দেখা ও কথা। এর পরদিন শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে পুত্রবধু এটর্নি সুরাইয়া রহমান জরুরি ফোনকলে জানান যে, তানজিরের অবস্থা খারাপ এবং তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শোক প্রকাশ : কমিউনিটির পরিচিত মুখ, বিশিষ্ট লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মাহমুদ রেজা চৌধুরীর পুত্র বিয়োগে নিউইয়র্কের বিভিন্ন বাংলা মিডিয়ার সম্পাদক, সাংবাদিক, কবি-লেখক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আ. লীগ নেতা হানিফের সাম্রাজ্য দেশ-বিদেশে সম্পদের পাহাড়
‘সবার চোখেই সাদা পোশাকের রঙিন স্বপ্ন’
দাবি মিটিয়ে অমিতের আরেকটি সেঞ্চুরি
হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ডিবি পুলিশ ও প্রেমিকার পরিবার- অভিযোগ স্বজনদের
না.গঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ৯৬ জন আক্রান্ত
অক্টোবরে সড়কে প্রাণ গেছে ৩৭৭ জনের : বিআরটিএ
সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষনা করবে কিনা তা জনগণই নির্ধারণ করবে ____সারজিস আলম
সংবিধান সংস্কার কমিশনের সাথে পেশাভিত্তিক সংগঠনের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত
নির্বাচনী রোডম্যাপ ছাড়া দেশে স্বস্তি ফিরবে না : বুলু
সড়ক নিরাপদে পদক্ষেপ নিচ্ছে ডিএনসিসি
ভূমিতে তদারকি ও সমন্বয় সাধনের নির্দেশনা
খেলাপি ঋণ বেড়ে ২,৮৪,৯৭৭ কোটি টাকা
আদালত থেকে পালিয়ে যাওয়া সেই আসামির বিরুদ্ধে মামলা, সাময়িক বরখাস্ত দুই পুলিশ সদস্য
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
ঢাবি ছাত্রদলের ৬ নেতাক অব্যাহতি
বিশ্বনবীর (সা.) আদর্শই বিশ্বমানবতার একমাত্র মুক্তির পথ
টঙ্গীতে বিএনপি নেতাদের হুঙ্কারে ঝুট নিয়ে বেকায়দায় কারখানা কর্তৃপক্ষ
অটোরিকশার যাত্রী ব্যাংক কর্মকর্তা নিহত- অটোচালক আহত
আশুলিয়ায় হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৯
হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ডিবি পুলিশ ও প্রেমিকার পরিবার -অভিযোগ স্বজনদের