‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ সরিয়ে দেয়া হয়েছে
২১ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম | আপডেট: ২১ নভেম্বর ২০২৪, ১২:০১ এএম
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানিতে ইনসানিয়াত বিপ্লবের কৌঁসুলি বলেছেন, সংবিধানের ১৫তম সংশোধনীর মাধ্যমে সংবিধানের প্রস্তাব ও মূল অবয়বকে পরিবর্তন, পরিমার্জন, সংযোজন ও বিয়োজন করা হয়েছে।
গতকাল বুধবার বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর ডিভিশন বেঞ্চে রুলের শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। তিনি আরো বলেন, সংবিধানের প্রস্তাবনা থেকে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’কে সরিয়ে দেয়া হয়েছে। সংবিধানে অনুচ্ছেদ ৭ক ও ৭খ সংযোজন করে জনগণের চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার মৌলিক অধিকার ভঙ্গ করে সংবিধানের বিরোধিতা পোষণ করাকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে চিহ্নিত করে জনগণের বিরুদ্ধে শাস্তির বিধান করেছে। অনুচ্ছেদ ১৪২- কে খর্ব করে গণভোটের অধিকার নষ্ট করা হয়েছে। অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে ১৫তম সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়। এর ফলে তিনটি ব্যর্থ অগণতান্ত্রিক নির্বাচন পরিলক্ষিত হয়। জনগণের ভোট ক্ষমতা কেড়ে য়া নিয়ে, একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রাখা হয়। রাজনৈতিক স্বার্থে সংবিধানে ৪ক অনুচ্ছেদ, ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তফসিল সংযোজন করা হয়।
তিনি বলেন, পার্লামেন্ট সংবিধানের দ্বারা তৈরি। তাই সংবিধানের মৌলিকত্ব ও মূল ভিত্তি পরিবর্তন করার ক্ষমতা পার্লামেন্টের নেই। এছাড়াও ৫ম ও ৮ম সংশোধনীর মামলায় সুপ্রিম কোর্টের দেয়া রায়কে অবজ্ঞা করে এই ধরণের শোষণমূলক সংবিধান প্রণয়ন করেছে বিগত ফ্যাসিবাদী সরকার। জনস্বার্থ পরিপন্থি এই সংশোধনীর ফলে দেশের জনগণের অধিকার খর্ব হয়েছে, যার ফলশ্রুতিতে এসেছে জুলাই বিপ্লব।
এ সময় অন্যতম রিটকারী ‘সুজন’ সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের পক্ষে সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া, বিএনপির পক্ষে সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল উপস্থিত ছিলেন। জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে অ্যাডভোকেট আব্দুর রউফ ও অ্যাডভোকেট ইশরাত হাসান শুনানি করেন। সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো: আসাদ উদ্দিন। আজ (বৃহস্পতিবার) পরবর্তী শুনানির তারিখ ধার্য রয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না-এই মর্মে জারিকৃত রুলে পক্ষভুক্তভুক্ত হয় ‘ইনসানিয়াত বিপ্লব’। নিবন্ধিত এ রাজনৈতিক দলটির চেয়ারম্যান ইমাম হায়াত।
এর আগে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিএনপির পক্ষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পক্ষভুক্ত হন।
গত ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের তৎকালিন ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। ড. বদিউল আলম মজুমদারের করা রিটের প্রেক্ষিতে এ রুল জারি করেন হাইকোর্ট।
উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম
সবচেয়ে কম মূল্যে বাংলাদেশকে বিদ্যুৎ দিচ্ছে নেপাল: নেপাল রাষ্ট্রদূত
আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ংকর পরিকল্পনা করছে: যুক্তরাষ্ট্র জাগপা
উত্তরায় মা ও শিশুর গায়ে এসিড ছুড়ে স্বর্ণালংকার লুট
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ট্রলারসহ ১৬ ভারতীয় জেলে আটক