রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে হারিছ চৌধুরীকে
০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম
বিএনপি’র মরহুম নেতা হারিছ চৌধুরীর দাফন হবে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। পরিবার তার পছন্দসই কবরস্থানে তাকে দাফন করতে পারবেন। তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা। তাই রাাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নের নির্দেশ দিয়েছে আদালত। সাভারে ‘মাহমুদুর রহমান’ নামে দাফনকৃত ব্যক্তিই হারিছ চৌধুরী-ডিএনএ টেস্ট রিপোর্ট দাখিলের পর বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মুবিনা আসাফের ডিভিশন বেঞ্চ এ নির্দেশ দেন।
হারিছ চৌধুরীর কন্যা ব্যারিস্টার সামিরা তানজিনের পক্ষে ব্যারিস্টার মাহদীন চৌধুরী গতকাল বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে তার লাশ তুলে ডিএনএ টেস্ট করা হয়। টেস্টে তার ডিএনএ পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা হিসেবে হারিছ চৌধুরীকে দাফন করতে বলা হয়েছে।
ব্যারিস্টার মাহদীন চৌধুরী বলেন, ছদ্মবেশে থাকা সেই ‘মাহমুদুর রহমান’ই হারিছ চৌধুরী। ডিএনএ টেস্টে সেটি প্রমাণিত হয়েছে। কবর থেকে উত্তোলনকৃত হারিছ চৌধুরীর লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। সেখান থেকে সিলেটের কানাইঘাটে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এর আগে, গত ৫ সেপ্টেম্বর তার কন্যা ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের তৎকালিন ডিভিশন বেঞ্চ হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে কবর থেকে লাশ তুরে ডিএনএ টেস্ট করার নির্দেশ দেন।
২০২১ সালে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, ওই বছরের ৪ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক নেতা হারিছ চৌধুরীকে ‘মাহমুদুর রহমান’ পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়।
সামিরা তানজিন বলেন, সদ্য বিদায়ী স্বৈরাচার সরকারের গোয়েন্দা বিভাগ একটি নাটক রচনা করে বাবার ইন্তেকালকে প্রশ্নবিদ্ধ করেছে। মিডিয়া একটার পর একটা রিপোর্ট করেছে। হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে নাকি ধোঁয়াশা কাটছে না। এ নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে সেটা ডিটারমিন করার জন্য এ রিট করেছি। আমার বাবার ইন্তেকাল নিয়ে সন্দেহ থাকবে সন্তান হিসেবে এটি খুব মর্মান্তিক, কষ্টদায়ক। এখনো মানুষ জিজ্ঞেস করে সত্যিই কি মারা গেছেন? আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত নিরাশ করেননি।
সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে ‘মাহমুদুর রহমান’ নামে কবর দেয়া আবুল হারিছ চৌধুরীর পরিচয় নির্ধারণে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর তার নামে কেন ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে না এবং তার নামে ইন্টারপোলের রেড নোটিশ কেন প্রত্যাহার করা হবে না, একইসঙ্গে তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ জেলায় বীর মুক্তিযোদ্ধার যথাযথ সম্মান দিয়ে কেন কবরস্থ করা হবে না এই মর্মে রুল জারি করা হয়।
স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, রেজিস্ট্রার জেনারেল (জন্ম ও মৃত্যু), সিআইডির পরিচালক, ঢাকা জেলার পুলিশ সুপার ও সাভার মডেল থানার ওসিকে রুলের জবাব দিতে বলা হয়।
প্রসঙ্গত: ২০০৭ সালে ভারত সমর্থিত ওয়ান-ইলেভেন সরকার গঠনের পর হারিছ চৌধুরী সস্ত্রীক তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার দর্পনগরে যান। রাত ১২টার পর তার ব্যক্তিগত সহকারী আতিক মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘণ্টা পর যৌথ বাহিনী হারিছের বাড়িতে হানা দেয়। কিন্তু তার আগেই তিনি সটকে পড়েন। কিছুদিন সিলেটে লুকিয়ে থাকার পর ওই বছরের ২৯ জানুয়ারি জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে চলে যান। ভারতের আসামের করিমগঞ্জ জেলার বদরপুরে তার নানাবাড়ি। সেখানেই তিনি ওঠেন। পরবর্তীতে প্রচার করা হয় যে, হারিছ চৌধুরী বিদেশ পালিয়ে গেছেন। অনেক সংবাদ মাধ্যম এমন দাবিও করেন যে, তিনি লন্ডনে রয়েছেন। কিন্তু ২০২১ সালে জানাযায়, হারিছ চৌধুরী বাংলাদেশেই ছিলেন। রাজধানীর প্রাণকেন্দ্রে পান্থপথের একটি ফ্ল্যাটে ‘মাহমুদুর রহমান’ নাম ধারণ করে একাই বসবাস করতেন। এ ফ্ল্যাটেই তিনি অসুস্থ অবস্থায় ইন্তেকাল করেন। আওয়ামীলীগ সরকারের গোয়েন্দা চোখ ফাঁকি দিয়ে কিভাবে হারিছ চৌধুরী ঢাকায় আত্মগোপনে ছিলেন-এ নিয়ে সৃষ্টি হয় চাঞ্চল্য।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন