উত্তরায় ভেঙে পড়লো অরক্ষিত বেইলি সেতু
২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
উত্তরা আব্দুল্লাহপুর চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের ঝুঁকিপূর্ণ ১টি বেইলি ব্রিজ গভীর রাতে ড্রাম ট্রাকসহ ভেঙে তুরাগ নদীতে পড়ে যায়। আবদুল্লাহপুর ট্রাফিক পুলিশ বক্সের টি আই মো. মাসুম ইনকিলাবকে জানান, রাত সাড়ে ৩ টার দিকে একটি ড্রামট্রাক বেইলি ব্রিজের ঝুঁকিপূর্ণ আব্দুল্লাহপুর অংশ ভেঙে তুরাগ নদীতে পরে যায়। রাত গভীর হওয়াতে সেখানে মানুষ চলাচল ছিল না, তাছাড়া গাড়ি চলাচল ও কম ছিলো। বড় ধরনের কোন হতাহত হয়নি।
বেইলি সেতুর সংস্থার ও মেরামত বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকল্প পরিচালক ফরহাদ হোসেন এ বিষয়ে খুব দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরবর্তী কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়। স্থানীয়রা বলেন,পাঠক প্রিয় দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২৩শে অক্টোবর বেইলি সেতুর করুণ দশা শিরোনামে সংবাদ প্রকাশের পর সেখানে কয়েক দিন কাজ করতে দেখা গেলেও অদৃশ্য কারণে কাজ শুরুর এক সপ্তাহ পর আবার ও কাজ বন্ধ হয়ে যায়। উত্তরা আব্দুল্লাহপুরের বেইলি সেতু ভেঙ্গে পড়ার ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আব্দুল্লাহপুর ব্রীজের উপর নির্মিত ৪টি বেইলি সেতুর মধ্যে ২টি বিআরটি প্রকল্পের এবং ২টি সড়ক ও জনপদ বিভাগের। এখানকার ২টি ব্রিজ নষ্ট হয়ে গেলে সেখানে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর ফলে যানবাহনের পাশাপাশি সেখানে পথচারী চলাচলে চরম অসুবিধা সৃষ্টি হয়।
সড়ক ও জনপথ বিভাগের এক্সেন শরিফুল ইসলাম ইনকিলাবকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে গাড়ি উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন, পাশাপাশি বেইলী ব্রিজটি উঠানোর চেষ্টা করছেন। ইজতেমা মাঠের সড়ক বন্ধ থাকায় এই ব্রিজের ওপর ভারী যান বাহনের চাপ বেড়ে যায়। ভারী যান বাহনের চাপে এ দুর্ঘটনা ঘটে। কবে নাগাদ নতুন ব্রিজ বসানো হবে জানতে চাইলে তিনি বলেন, সড়ক ও জনপদ কর্তৃপক্ষ এই ব্রিজটিতে ভারী যানবাহন চলাচল নিষেধ করার পরও জোরপূর্বক এ ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে। ফ্লাই ওভার চালু হওয়ার পরও এ ব্রিজে ভারি যান চলাচল করায় তারা কয়েকবার এটি বন্ধ করে দিয়েছেন। পরবর্তীতে সাধারণ মানুষ চলাচলের সুবিধার্থে এটি খুলে দেওয়া হয়েছে। এ ছাড়াও এই ব্রিজটি খুলে ফেলার জন্য বিআইডব্লিউটিএর চাপ রয়েছে।এ সময় তিনি আরো বলেন, ভেঙে পরা ব্রিজ উঠানোর পর নতুন ব্রিজ বসানোর বিষয়ে অফিসিয়াল মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে টঙ্গী গাজীপুর, সাভার, আশুলিয়ার যাত্রীবাহী গণপরিবহন ঢাকা সিটিতে প্রবেশের একমাত্র সড়ক তুরাগ নদীর উপর তৈরি করা এই বেইলি সেতু। এই বেইলি সেতুর ওপর দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ঢাকার বাইরে চলাচল করে। যানবাহন ছাড়াও উত্তরা আব্দুল্লাহপুর ও টঙ্গী এলাকার মানুষ চলাচলের একমাত্র সড়ক এটি।
আব্দুল্লাহপুর টঙ্গী এলাকার বাসিন্দারা বলেন, এই সড়কে বিআরটি প্রকল্পের কাজ শুরু হওয়ার পর পর জরুরি ভিত্তিতে আব্দুল্লাহপুর চৌরাস্তায় তুরাগ নদীর উপর বেইলি সেতু নির্মাণ করা হয়। আমরা নিরুপায়, ব্যবসায়ীক কাজে প্রতিদিন টঙ্গী বাজার যেতে হয়। মুদি দোকানের মালা মালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যাওয়া আসার বিকল্প রাস্তা না থাকায় ঝুঁকি নিয়ে তাদেরকে এই বেইলি সেতু দিয়ে চলাচল করতে হয়। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়
ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু
গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে
কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি
ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী
রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো
জেসুসের জোড়া গোলের রাতে আর্সেনালের বড় জয়
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ