সমাজীকেই কেন দরকার?

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম

‘আওয়ামী পুনর্বাসন’-এর অভিযোগ অন্তর্বর্তীকালীন সরকারের পিছু ছাড়ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সেখ বসির উদ্দিন এবং মোস্তফা সরয়ার ফারুকীকে উপদেষ্টা করার ঘটনায় বিতর্ক তুঙ্গে ওঠে। সেই বিতর্ক স্তিমিত হতে না হতেই অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্ভুক্ত হলেন আরেক বিতর্কিত ব্যক্তি। তিনি হলেন অ্যাডভোকেট এহসানুল হক সমাজী। পদবি যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘বিশেষ প্রসিকিউটোরিয়াল উপদেষ্টা’। কিন্তু সরকারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় আবির্ভূত হবেনÑ এটি বলার অপেক্ষা রাখে না। একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞ আইনজীবী হিসেবে পেশাদারিত্বের আবরণ সৃষ্টি করতে পেরেছেন বটে। কিন্তু তাতে ঘোচেনি তার আওয়ামী পরিচয়। যেসব আইনজীবী অ্যাডভোকেট এহসানুল হক সমাজীর রাজনৈতিক মতাদর্শের কথা জানেন, তারা শুরু থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন। ৫ আগস্ট জুলাই-আগস্ট রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার সমাজীকে নিয়োগ প্রশ্নে অনেকটা ভ্রুক্ষেপহীন। যেকোনো মূল্যে যেন সমাজীকেই চাই। জানা গেছে, ভারতীয় মদদপুষ্ট বহুল বিতর্কিত দুটি দৈনিক পত্রিকা সমাজীকে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর ঠাঁই করিয়ে দিতে প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে। এর অংশ হিসেবে বারবার কাছে টানা হচ্ছে তাকে। ফৌজদারি আইনে দক্ষ অনেক সিনিয়র আইনজীবী থাকা সত্ত্বেও তাকেই কেন বারবার নিয়োগ দেয়া হচ্ছেÑ এ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ও সন্দেহ। কাদের স্বার্থ হাসিলে সরকারের দরকার পড়ছে সমাজীকে?
বলা বাহুল্য, ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। ১৯ দিনের মাথায় অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগ দেয়া হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে। আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয় তাকে এ নিয়োগ দেয়। এ ঘটনায় ক্ষুব্ধ হন আওয়ামী আমলে জেল-জুলুম নির্যাতনের শিকার ঢাকা বারের আইনজীবীরা। গত ২৮ আগস্ট প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েন তারা। মিছিল হয়। ‘আওয়ামী দালাল’ আখ্যায়িত করে সমাজীকে ধাওয়াও দেন তারা। কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। নিয়োগ বাতিলে আল্টিমেটাম দেন আইনজীবীরা। ঢাকা বার নেতারা অভিযোগ তোলেন, মূলত আওয়ামী লীগের নেতাকর্মীদের সুবিধা দেয়ার জন্যই তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। সমাজী সুযোগ-সন্ধানী। ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ সরকারের প্রেতাত্মা। আইনজীবীদের কোনো নির্বাচনে কখনোই নির্বাচিত হতে পারেননি বলেও উল্লেখ করেন তারা।
উল্লেখ্য, এহসানুল হক সমাজীর পিতা মোজাম্মেল হক সমাজী ছিলেন শেখ মুজিবের ঘনিষ্ঠ সহযোগী। ১৯৭৩ সালে চাটমোহর চলনবিল অঞ্চল থেকে নির্বাচিত আ.লীগের এমপি ছিলেন। ১৯৭৬ সালে সংঘটিত সামরিক ক্যুর সঙ্গে সংশ্লিষ্টতার দায়ে তাকে গ্রেফতার কর হয়। সামরিক ট্রাইব্যুনালে মোজাম্মেল হক সমাজীর পাঁচ বছর কারাদণ্ড হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়েই ১৯৭৯ সালে কারামুক্ত হন এহসানুল হক সমাজীর পিতা। এহসানুল হক সমাজী মোজাম্মেল হক সমাজীর প্রথম স্ত্রী খুরশিদ জাহান বেগমের বড় সন্তান। এহসানুল হকের আরেক ভাইও আ.লীগ নেতা।
ঢাকা বারের প্রতিবাদী আইনজীবীরা জানান, এহসানুল হক সমাজী ভারত সমর্থিত ওয়ান-ইলেভেন সরকার সময়ে (২০০৭-০৯) পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। মামলা পরিচালনা করেন দুদকের পক্ষে। বেগম খালেদা জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলায় জিয়া পরিবারের সদস্যদের জামিনের তীব্র বিরোধিতা করেন। বিচারে তাদের শাস্তি দেয়ার পক্ষে যুক্তি তুলে ধরতেন।
এমন তীব্র প্রতিবাদের মুখে এহসানুল হক সমাজী প্রধান পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। আপাত রণেভঙ্গ দেয় আইন মন্ত্রণালয়। বিতর্কের মুখে ২৯ আগস্ট নিয়োগ বাতিল করে তার।
পরে সমাজীকে ১৮ নভেম্বর দেখা যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে তিনি হাসিনার আইনমন্ত্রী আনিসুল হকসহ একাধিক আসামির পক্ষে আইনি লড়াই চালাতে উপস্থিত হন। এ সময় ট্রাইব্যুনালের উদ্দেশে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, এহসানুল হক সমাজী প্রসিকিউশনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাচ্ছেন মর্মে আমরা জেনেছি। তাই তিনি আসামি পক্ষে লড়তে পারেন না।
এ সময় এহসানুল হক সমাজী ট্রাইব্যুনালে বলেন, আমি এখনো অফিসিয়ালি কিছু জানতে পারিনি। জানার পর সিদ্ধান্ত নেবো। তাছাড়া আমাকে যে নিয়োগ দেয়া হচ্ছেÑ মর্মে উল্লেখ করা হয়েছে, আমি সেই পদে কাজ করতে সম্মত কিনা সেই বিষয়টিও রয়েছে। তখন দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠনে সার্চ কমিটি কাজ করছে। সংস্থাটির কমিশনার হিসেবে সমাজী নিয়োগ পাচ্ছেনÑ এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সেই ‘নিয়োগ’ বাস্তব রূপ লাভ করে গত ১৮ ডিসেম্বর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রসিকিউশন টিমের ‘স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজার’ নিয়োগ করা হয় তাকে। জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সমাজীর এ নিয়োগও বিতর্কের জন্ম দিয়েছে। আইনজ্ঞরা এটিতে সমাজীর ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ দেখছেন। কারণ জুলাই-আগস্ট অভ্যুত্থানে সংঘটিত হত্যার মামলায় গ্রেফতার আ.লীগ নেতা কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের পক্ষে শুনানি করেন। সাবের হোসেন চৌধুরীর জামিন শুনানি করেন তিনি। যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটেরও আইনজীবী তিনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অ্যাডভোকেট আনিসুল হকসহ একাধিক আসামির পক্ষের কৌঁসুলি হিসেবে দাঁড়িয়েছিলেন। অভ্যুত্থান-পূর্ব অবস্থায়ও তিনি বহু আওয়ামী নেতার আইনজীবী ছিলেন।
অভ্যুত্থানকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে এখন। ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদ সদস্যসহ দোসররা এ মামলার আসামি। শেখ হাসিনাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে অনুযায়ী ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ১১ নভেম্বর চিঠি দিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা নিশ্চিত করা, বিচারকদের নিরাপত্তা ও প্রটোকল, আসামি হাজির করা, আসামি কারাগারে নেয়া, কারাকর্তৃপক্ষকে আদেশ-নির্দেশনার মতো দায়িত্বগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে এ মন্ত্রণালয় স্পেশাল প্রসিকিউটোরাল অ্যাডভাইজার নিয়োগ দিয়েছে। এ ক্ষেত্রে ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ হয়েছে কি-না জানতে চাওয়া হয় অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ ইকতেদার আহমেদের কাছে। জবাবে তিনি বলেন, এটি তো অবশ্যই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। তিনি (সমাজী) অভ্যুত্থানোত্তর বাংলাদেশে ছাত্র-জনতা হত্যাকারীদের পক্ষের আইনজীবী ছিলেন। মোরাল এবং এথিক্যাল গ্রাউন্ডেই এ পদে নিয়োগ গ্রহণ করা তার উচিত হয়নি।
অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা জজ মো. মঈদুল ইসলাম মতে, বিপ্লবোত্তর পরিস্থিতিতে স্বৈরাচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের যে উদ্যোগ সেখানে কনফ্লিক্ট অব ইন্টারেস্ট হয়েই যায়। স্বৈরাচার উৎখাত হয়েছে। সেই উৎখাত আন্দোলনে বহু মানুষ হতাহত হয়েছেন। এখন স্বৈরাচারীদের অপরাধের বিচার শুরু হয়েছে। তাই স্বৈরাচারী ধ্যান-ধারণা পোষণ করেন এমন কাউকেই এ ধরনের নিয়োগ দেয়া সরকারের উচিত হয়নি। তিনি বলেন, যে আইনজীবীদের নীতি-আদর্শ বলে কিছু নেই সেরকম আইনজীবী পছন্দ করার ক্ষেত্রে সরকারের আরো বিবেচনা করা উচিত ছিল।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না: দ্য ইকোনমিস্টকে ড. ইউনূস
কুমারখালীতে রাতের আঁধারে সড়কের অর্ধশতাধিক গাছ কর্তন
বাংলাদেশের গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন
ধামরাইয়ে ২টি ড্রেজার মেশিন জব্দ
আরও

আরও পড়ুন

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প

সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প

আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ

আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ

মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়

নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়

ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু

ঘনকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি সার্ভিস চালু

গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে

গাজায় যুদ্ধবিরতির আলোচনা চূড়ান্ত পর্যায়ে

কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি

কনসার্ট মঞ্চে স্বৈরাচার হাসিনার বিচার দাবি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও   ১৪ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৪ ফিলিস্তিনি

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘনকুয়াশায় আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী

আওয়ামী লীগ যা করেছে, বিএনপি তার বিপরীত কাজ করে সুন্দর সমাজ গড়বে: ইয়াকুব চৌধুরী

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো

রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে শীর্ষে আতলেটিকো