হঠাৎ বেড়েছে অপরাধ
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
সাম্প্রতিক সময়ে হঠাৎ করেই বেড়ে গেছে বিভিন্ন ধরনের অপরাধ। চুরি-ছিনতাই-খুন যেন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে ছিনতাই বেড়েছে আশঙ্কাজনক হারে। রাতে ও ভোরে চলাচল করতে মানুষ ভয় পাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। পুলিশের ওয়েবসাইট সূত্রমতে, গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সারাদেশে ২০৫টি ডাকাতি, দস্যুতা বা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৪৬৪টি, আর খুনের মামলা হয়েছে দুই হাজার ২৩৭টি। এ সময় পর্যন্ত ঢাকায় খুনের অভিযোগে মামলার সংখ্যা ৩৭৯টি। আর ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে যথাক্রমে ৬৫ ও ১৫টি। এছাড়া ঢাকার বিভিন্ন বাসাবাড়িতে চুরির অভিযোগে মামলা হয়েছে ৩৪০টি। যদিও প্রকৃতপক্ষে এর সংখ্যা আরো বেশি। অনেক ভুক্তভোগীই অতিরিক্ত ঝামেলা এড়াতে পুলিশের শরণাপন্ন হতে চান না।
জানতে চাইলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর গত রাতে ইনকিলাবকে বলেন, এরকম ঘটনা আগেও ঘটেছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাম্প্রতিক সময়ে অপরাধ-প্রবণতা বৃদ্ধির পেছনে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র রয়েছে কি-না, যারা দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে অপরাধ করাচ্ছে অথবা অপরাধ দমনে পুলিশ ব্যর্থ কি-না, এমন প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, যখন একটি সুনির্দিষ্ট বিষয় উত্থাপিত হয় তখন সে বিষয়টিকেই গুরুত্ব দেয়া হয়। পুলিশ এসব বিষয় মাথায় রেখে সবগুলো ঘটনার তদন্ত করছে। তবে আসল সত্য হলোÑ অপরাধ কখনো বাড়ে আবার কখনো কমে। ৫ আগস্টের পরে বলা হয়েছিলÑ পুলিশের মনোবল ভেঙে গেছে, এছাড়া থানার ক্ষয়ক্ষতির কারণে পুলিশের পুরোপুরি কার্যক্রমে ফিরে আসতে একটু সময় লাগবে। এখন তো কোনো সমস্যা নেইÑ এ প্রসঙ্গে তিনি বলেন, অপরাধ কিভাবে কমিয়ে আনা যায় সেটিই পুলিশের মূল লক্ষ্য। সাম্প্রতিক সময়ে অপরাধের যে সব ঘটনা ঘটেছে এসব ঘটনার প্রধান অভিযুক্তরা গ্রেফতার হয়েছে। সবগুলো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের টহল বাড়ানো, চেকপোস্ট বসিয়ে তল্লাশিসহ বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। তিনি বলেন, পুলিশের মনোবল আর আগের মতো নেই; বরং পুলিশের মনোবল ফিরে এসেছে।
ঢাকায় প্রতি রাতে ছিনতাই ও চুরি প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান ইনকিলাবকে বলেন, আসলে মামলার সংখ্যা দিয়ে বাস্তব চিত্র মেলানো যাবে না। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে খুনের বিষয়ে যে সব মামলা হয়েছে এসব ঘটনা মামলার তারিখ থেকে অনেক আগের। তিনি বলেন, গত নভেম্বর মাসে ২০টি ছিনতাই এবং চলতি মাসের গতকাল পর্যন্ত ২৭টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অনেক ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। যারা কিশোর বয়সের। অপরাধীরা প্রতিদিন ধরা পড়ছে। জনমনে আতঙ্ক হওয়ার কিছু নেই। আমাদের জনবল যা আছে তা দিয়ে জনসাধারণকে সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করছি।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম নাজমুস সাকিব গত রাতে ইনকিলাবকে বলেন, সমাজে যখন আকস্মিক একটি পরিবর্তন আসে তখন মানুষ সহজে খাপ খাইয়ে নিতে পারে না। এই পরিবর্তনের সাথে মানুষের ইতিবাচক ও নেতিবাচক পরিবর্তনও দেখা দেয়।
জুলাই বিপ্লবে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে সাধারণ মানুষ তাদের ওপর সংক্ষুব্ধ। পুলিশ তার সক্ষমতা ও মনোবল হারিয়েছে। পুলিশের এ দুর্বলতার কারণে সুযোগসন্ধ্যানী গ্রুপ অপরাধে জড়িয়ে পড়েছে। অপরাধীরা অপরাধ করার আগে চিন্তা করে তার পার পাবে কি-না। যেহেতু এ সময়ে পুলিশ তাদের ক্যাপাসিটি হারিয়েছে। আর এ সুযোগটি কাজে লাগাতে চাচ্ছে অপরাধীরা। আকস্মিক পরিবর্তন সমাজে বিশৃঙ্খলার উত্থান ঘটে। তবে পুলিশ যতক্ষণ না পর্যন্ত তার অরিজিনাল রুলস অনুযায়ী দায়িত্ব ও সক্ষমতায় ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত সুযোগসন্ধ্যানী চক্র অপরাধ করার চেষ্টা করবে। আর এ চেষ্টারই বাস্তব চিত্র আজকের অপরাধ বৃদ্ধির প্রবণতা।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৮ আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ ছিল আইনশৃঙ্খলা রক্ষা। অভ্যুত্থানের পর পুলিশ থানা থেকে পালিয়ে যাওয়ায় অপরাধ দমন কার্যক্রমে স্থবিরতা এসেছিল। নতুন সরকার ঢাকায় পুলিশের জনবলে ব্যাপক পরিবর্তন এনেছে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ডিএমপি কমিশনার পদে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি।
পুলিশ কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, এখন অপরাধের ঘটনা নিয়ে বেশি আলোচনা হচ্ছে। এ কারণে মানুষের মধ্যে আতঙ্ক বেশি তৈরি হচ্ছে। এ বছরের আগস্ট মাসে পুলিশি কার্যক্রম একেবারেই ভেঙে পড়েছিল। এখনো পুলিশি কার্যক্রম পুরো স্বাভাবিক হয়নি। সাধারণ মানুষ বলছে, পুলিশের মনোবল পুরোপুরি ভেঙে যাওয়ায় সাধারণ জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গত ৫ আগস্ট থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সাড়ে চার মাসে ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন সাতজন। সর্বশেষ ১৮ ডিসেম্বর মেয়র হানিফ উড়ালসড়কে নিহত হন কামরুল হাসান। এর আগে ১৫ ডিসেম্বর ঢাকার মগবাজারে হাবিব উল্লাহ নামের এক তরুণ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন।
গণআন্দোলনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে বেশি অবনতির কারণে গত ২ নভেম্বর স্থানীয় বাসিন্দারা থানার সামনে বিক্ষোভও করেন। এরপর সেনাবাহিনী, পুলিশ ও র্যাব যৌথ অভিযান শুরু করে। ছিনতাইয়ের মামলার তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে ঢাকায় সর্বাধিক তিনটি করে ছিনতাই মামলা হয়েছে মোহাম্মদপুর, খিলগাঁও, হাতিরঝিল ও শাহজাহানপুর থানায়। দুটি করে ছিনতাই মামলা হয়েছে হাজারীবাগ, মিরপুর ও শাহআলী থানায়। একটি করে ছিনতাই মামলা হয়েছে ১৬টি থানায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাকে সেখানের একটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটে। সম্প্রতি ঢাকার রাস্তায় দিনদুপুরে ধারালো অস্ত্র (চাপাতি) হাতে ছিনতাইয়ের একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে।
গত বৃহস্পতিবার ফিল্মি স্টাইলে ঢাকার কেরানীগঞ্জে ব্যাংক ডাকাতির চেষ্টা করে কয়েক যুবক। বেলা ১১টায় কেরানীগঞ্জ চুনকুটিয়া জিনজিরা শাখার রূপালী ব্যাংকে প্রবেশ করে যুবকরা খেলনা পিস্তল দেখিয়ে ব্যাংক কর্মচারীদের জিম্মি করে ১৮ লাখ টাকা লুট করার চেষ্টা করে। বিষয়টি আঁচ করতে পেরে স্থানীয়রা ব্যাংকের গেট বাইরে থেকে লক করে দেন। একই সাথে তারা মাইকে ডাকাত পড়ার বিষয়টি ঘোষণা দেন। পরে সেনাবাহিনী-পুলিশ এসে ভবনটি ঘিরে ফেলে। বিপাকে পড়ে আত্মরক্ষায় ডাকাতরা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তবে এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ।
গত ১১ নভেম্বর ভোরে যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছিনতাইকারীর কবলে পড়েন একটি পোশাক কারখানার মালিক আলী হোসেন। বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন সচিবালয়ের উল্টো দিকে চীনা নাগরিক লিজিং (৩২) ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীরা তার গলায় থাকা সোনার চেইন নিয়ে যায়।
মতিঝিল থানায় গত ২৪ নভেম্বর হওয়া একটি মামলার এজাহার বলছে, পুলিশ সদর দফতরে কর্মরত কনস্টেবল সোহেল রানা ২২ নভেম্বর ভোরে রাজারবাগ পুলিশ লাইন্সের মুক্তিযুদ্ধ জাদুঘরের সামনে ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা কনস্টেবল সোহেলের পেটে ছুরি চালিয়ে মুঠোফোন ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। গত ৩০ নভেম্বর পশ্চিম রামপুরার বাসিন্দা হোসনে আরা বেগমের বাসায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছয় ব্যক্তি প্রবেশ করে। তারা হোসনে আরার স্বামী আবদুল বাশার চৌধুরীকে মারধর করে আলমারিতে রাখা ৪০ হাজার ডলার, নগদ ১১ লাখ টাকা, ১০ ভরি সোনার গয়না লুট করে নিয়ে যায়। ১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে আরেকটি ডাকাতির ঘটনা ঘটেছে রাজধানীর আদাবরে। মামলার এজাহার বলছে, গত ২৮ নভেম্বর আদাবরের একটি বাসায় গিয়ে ডাকাতরা চার লাখ টাকার মালামাল লুট করে। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনে ঢাকা মহানগরে সর্বাধিক ৯টি করে চুরির মামলা হয়েছে ভাটারা ও শাহবাগ থানায়। ছয়টি করে মামলা হয়েছে উত্তরা পূর্ব, শেরেবাংলা নগর, কলাবাগান, পল্লবী ও মোহাম্মদপুর থানায়। পাঁচটি করে মামলা হয়েছে গুলশান, কামরাঙ্গীরচর, হাতিরঝিল ও মিরপুর থানায়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো বাসাবাড়িতে চুরির ঘটনা ঘটছে। ভুক্তভোগীরা চোটখাটো বিষয়ে মামলা করেন না।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চাঁদাবাজি, ছিনতাই বেড়েছে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব চাঁদাবাজের তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। শিগগিরই তালিকা ধরে অভিযান শুরু করা হবে। তিনি বলেন, মোবাইল ছিনতাই বেড়েছে। তাই রাস্তা-ঘাটে বের হলে সবাইকে সচেতন হয়ে চলাচল করতে হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে