রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় প্রবাসী আয় রেমিট্যান্স-যোদ্ধারাই দেশের রিয়েল হিরো -প্রফেসর আবু আহমেদ রিজার্ভ ২০ বিলিয়ন ছাড়াল অর্ধ-বার্ষিক প্রতিবেদন হিসাবে প্রবৃদ্ধি ২৬.৭ শতাংশ নভেম্বর থেকে ডিসেম্বর মাসে প্রবৃদ্ধি ২৭.৯ শতাংশ নভেম্বরে আয় এসেছে ২২০ কোটি ডলার

ঘুচছে অর্থনৈতিক সঙ্কট

Daily Inqilab হাসান সোহেল

২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ এএম

 

ধারাবাহিকভাবে বাড়ছে প্রবাসী আয় বা রেমিট্যান্স। জুলাই বিপ্লবের পর আয়ে ধাক্কা খেলেও তা আবারো গতি পেয়েছে। ধারাবাহিকভাবে আয়ের গতি বেড়ে নভেম্বর মাসে দেশে এসেছে ২৬ হাজার ৪০০ কোটি টাকা। যা দেশের সঙ্কটময় বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বাড়াতে সহায়তা করছে। ইতোমধ্যে তা বেড়ে (গ্রস রিজার্ভ) দাঁড়িয়েছে ২৪,১৬৬ দশমিক ৯৪ মিলিয়ন ডলারে, যা ২০ বিলিয়ন ডলারের অধিক। বিপি-৬ হিসাবে গতকাল পর্যন্ত হয়েছে ২০,১৬৬ দশমিক ৯৪ মিলিয়ন। অথচ দেশে মার্কিন ডলার নিয়ে সঙ্কট তৈরি হওয়ায় ২০২২ সালে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। একাধিক পণ্যের ওপর শতভাগ মার্জিন আরোপের পাশাপাশি ব্যাংক থেকে ঋণসুবিধা প্রদান বন্ধ করে দেয়া হয়। এখন পরিস্থিতির উন্নতি হওয়ার ফলে তা তুলে নিয়েছে সংস্থাটি। এদিকে এলসি খোলা এবং বিল পেমেন্ট বর্তমানে স্বাভাবিক ধারায় থাকার পরও রিজার্ভ ঠিক থাকায় অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমদ ও গভর্নর ড. আহসান এইচ মনসুরের আর্থিক খাতে যুগান্তকারী বিভিন্ন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন আর্থিক খাতের বিশ্লেষকরা।
চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় নতুন উচ্চতার দিকে যাচ্ছে। নভেম্বরের তুলনায় ডিসেম্বর মাসে ২৭ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অর্ধ-বার্ষিক প্রতিবেদনেও চলতি বছরে অনন্য উচ্চতায় উঠেছে প্রবাসী আয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে গতকাল সোমবার জানা গেছে, চলতি বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৩ হাজার ১৪৫ মিলিয়ন। অন্যদিকে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত প্রবাসী আয় আসে ১০ হাজার ৩৭৮ মিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদনের হিসাবে ২৬ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান প্রফেসর আবু আহমেদ বলেছেন, বর্তমানে দেশের চারদিকে যে চাকচিক্য তা অভিবাসীদের রেমিট্যান্সের কারণে হয়েছে। তাদের প্রেরিত অর্থ বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করছে। এসব রেমিট্যান্স-যোদ্ধারাই দেশের রিয়েল হিরো। রেমিট্যান্সে প্রণোদনা আরো বাড়ানো উচিত বলে মনে করেন বিশিষ্ট এই অর্থনীতিবিদ।
বাংলাদেশে ব্যাংকের তথ্য মতে, চলতি ডিসেম্বর মাসে ২১ দিনে দেশে এসেছে ২৪ হাজার কোটি টাকার বেশি। মাসের শেষে তা আরো বেড়ে তিন বিলিয়ন ডলার হওয়ার সম্ভাবনা। অতীতের সব রেকর্ড ভেঙে নতুন উচ্চতার দিকে ছুটছে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো এই আয়। প্রবাসী আয়ের ধাক্কায় দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়ে ২০ বিলিয়নে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে যা বেড়েছে দেড় বিলিয়ন ডলারের বেশি। আর এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে পৌনে এক বিলিয়ন ডলার। রিজার্ভের প্রধান দুই উৎস রফতানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাড়ায় অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচক বাড়ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে গত রোববার জানা গেছে, চলতি ডিসেম্বরের ২১ দিনে ২০০ কোটি ৭৩ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে। যা, দেশীয় মুদ্রায় ২৪ হাজার কোটি টাকার বেশি (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। সে হিসাবে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে ৯ কোটি ৫৫ লাখ ডলার বা এক হাজার ১৪৫ কোটি টাকা। গত নভেম্বর মাসে ছিল প্রায় ২২০ কোটি মার্কিন ডলার বা ২৬ হাজার ৪০০ কোটি টাকা। চলতি ডিসেম্বরে তা নতুন উচ্চতার আভাস দিচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬১ কোটি ৩১ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে সাত কোটি ৭৩ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩১ কোটি ১৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, নভেম্বর মাসে প্রবাসী আয়ে এসেছে প্রায় ২২০ কোটি ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা হিসাবে) যা প্রায় ২৬ হাজার ৪০০ কোটি টাকা। বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা নভেম্বরে পাঠিয়েছেন ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। প্রতিদিন গড়ে এসেছে সাত কোটি ৩৩ লাখ ডলারের বেশি।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার। প্রবাসী আয় আগস্টে এসেছে ২২২ কোটি ৪১ লাখ ৫০ হাজার ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৪০ কোটি (২ দশমিক ৪০ বিলিয়ন) ডলার এবং নভেম্বরে মাসে এসেছে ২২০ কোটি (২ দশমিক ২০ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স।
২০২৩-২৪ অর্থবছরে দুই হাজার ৩৯২ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রার যার পরিমাণ দুই লাখ ৮২ হাজার কোটি টাকা। রেমিট্যান্সের অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ। দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এসেছিল ২০২০-২১ অর্থবছরে, দুই হাজার ৪৭৭ কোটি ডলার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ
অযোগ্য হবেন হাসিনা?
উত্তরবঙ্গে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে
প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে: ড. ইউনূস
প্রকৃত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংবাদ করুন: প্রেস সচিব
আরও

আরও পড়ুন

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া

একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে

একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে

তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত

তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত

ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ

‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর

‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ

২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত

মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি

মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি

আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ

আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ

অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না

অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না

হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু

হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু