ঢাকা   মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | ১০ পৌষ ১৪৩১
বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশিরা

যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ

Daily Inqilab কূটনৈতিক সংবাদদাতা

২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মিনিস্টার টিউলিপ সিদ্দিকেরও।

সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় যুক্তরাজ্যে তাকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কর্মকর্তারা। মূলত দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দল তাকে এই জিজ্ঞাসাবাদ করে। ব্রিটিশ এই সংবাদমাধ্যমটি বলছে, বাংলাদেশে একটি পারমাণবিক শক্তি প্রকল্প থেকে নিজের পরিবারকে প্রায় ৪ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করতে সহায়তা করার অভিযোগে মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় ও নৈতিকতা দল মন্ত্রী টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে।

টিউলিপ সিদ্দিক ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য, তিনি ইকনোমিক সেক্রেটারি টু দি ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতি সামাল দেওয়া। তবে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তার খালা ও বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার সাথে একটি দুর্নীতির চুক্তিতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অবশ্য টিউলিপ সিদ্দিককে গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এই খবরটি সামনে আসে রোববার। অভিযোগ অনুযায়ী, রূপপুরের এই প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন (৩৯০ কোটি) পাউন্ড সরিয়ে নেয় শেখ হাসিনার পরিবার ও তার মন্ত্রীরা।

সানডে টাইমস রোববার তাদের প্রতিবেদনে জানায়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের বন্ধু এবং তার নির্বাচনী এলাকার পাশের আসন হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেইট আসনের প্রতিনিধিত্ব করেন তিনি। সংবাদমাধ্যমটি বলছে, দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ সামনে আসার পর টিউলিপ সিদ্দিক দেশটির মন্ত্রিপরিষদ অফিসের ন্যায় এবং নৈতিকতা দলের (পিইটি) প্রতিনিধির সাথে বৈঠকে যোগ দিতে সম্মত হন। গত বৃহস্পতিবার পিইটি’র ওই কর্মকর্তা টিউলিপ সিদ্দিকের অফিসে যান। পরে ওই কর্মকর্তার কাছে ১০ বিলিয়ন পাউন্ডের রূপপুর প্রকল্পের দুর্নীতির সাথে তার জড়িত থাকার অভিযোগের বিষয়ে জবাব দেন টিউলিপ।
প্রসঙ্গত, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করেছিলেন, যেখানে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় পড়েছেন টিউলিপ সিদ্দিক।

দুদক শেখ হাসিনার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সিনিয়র বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশে মোট ২০ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে স্বৈরশাসক হিসেবে দেখা হয়, তার সরকার কঠোরভাবে ভিন্নমত দমন করত।

ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়ার পর থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগ তুলছে। জুলাই-অগাস্টে আন্দোলন চলাকালে ‘মানবতার বিরুদ্ধে অপরাধে’ জড়িত থাকার অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। হাজারেরও বেশি আন্দোলনকারী নিহত হয় ওই আন্দোলনে। হাসিনার পাশাপাশি সাবেক সরকারের বেশ কয়েকজন মন্ত্রীসহ আরও ৪৫ জনের বিরুদ্ধেও একই অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে, যাদের অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, দুদক গত সপ্তাহে টিউলিপ সিদ্দিক (৪২), তাঁর মা শেখ রেহানা (৬৯) ও খালা শেখ হাসিনার (৭৭) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে। শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী। তিনি ১৫ বছর প্রধানমন্ত্রীর পদে থাকার পর গত আগস্টে ক্ষমতাচ্যুত হন। বাংলাদেশের হাইকোর্ট অভিযোগ অনুসন্ধানের জন্য দুদককে নির্দেশ দেন।

টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের সদস্যরা ভুয়া কোম্পানি ও মালয়েশিয়ার একাধিক ব্যাংক হিসাবের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে চার বিলিয়ন পাউন্ড যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাচার করেছেন বলে অভিযোগের (রিট) ওপর শুনানি নিয়ে বাংলাদেশের হাইকোর্ট এ আদেশ দেন। সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দপ্তর ১০ নম্বর ডাউনিং স্ট্রিট বলেছে, টিউলিপ সিদ্দিকের ওপর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আস্থা রয়েছে। টিউলিপ সিদ্দিক তাঁর দায়িত্ব চালিয়ে যাবেন।

দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে বলা হয়, অর্থ আত্মসাতে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন টিউলিপ সিদ্দিক। তিনি বলেছেন, অভিযোগের ব্যাপারে এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেনি। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির কর্মকর্তারা এসব অভিযোগকে ‘মিথ্যা’ বলে বর্ণনা করেছেন। তাঁরা বলেছেন, শেখ হাসিনার বিরোধীরা রাজনৈতিক কারণে এসব অভিযোগ এনেছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম মেইল অন সানডে জানিয়েছে, টিউলিপ সিদ্দিক ও অন্যদের সঙ্গে সম্পর্কিত ‘তথ্যগত প্রমাণ’ (ডকুমেন্টারি এভিডেন্স) সংগ্রহ করছেন পাঁচজন তদন্ত কর্মকর্তা। এ বিষয়ে টিউলিপ সিদ্দিকসহ অন্যদের বক্তব্য জানানোর জন্য তদন্তকারীরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাঁদের চিঠি দিতে পারেন।

পত্রিকাটি বলেছে, দুদক বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশনের মাধ্যমে টিউলিপ সিদ্দিককে চিঠি পাঠাবে। নাম প্রকাশ না করা কর্মকর্তারা পত্রিকাটিকে বলেছেন, অভিযোগের বিষয়ে ওই সব ব্যক্তির বক্তব্য পেলে তদন্ত কর্মকর্তারা বিষয়টি মূল্যায়ন করবেন যে তাঁদের বিরুদ্ধে প্রাথমিক তথ্যবিবরণী (এফআইআর) দায়ের করবেন কি না।

এফআইআর হলে টিউলিপ সিদ্দিক একজন সম্ভাব্য সন্দেহভাজন আসামি হবেন। আর এতে বাংলাদেশি পুলিশ তাঁকে গ্রেফতারের ক্ষমতা পাবে। দুদকের এক কর্মকর্তা বলেন, ‘তদন্ত অনুসন্ধান পর্যায়ে রয়েছে। তদন্ত শেষ হলে আমরা সবাইকে চিঠি পাঠাব। জবাব দেওয়ার জন্য তাঁকে (টিউলিপ সিদ্দিক) ডাকা হবে।

ব্রিটিশ গণমাধ্যম বলছে, মন্ত্রী হিসেবে টিউলিপ সিদ্দিকের যেসব দায়িত্ব রয়েছে, তার মধ্যে আছে যুক্তরাজ্যের আর্থিক খাতে দুর্নীতি-জালিয়াতি বন্ধ করা। তিনি যদি বাংলাদেশের তদন্ত কর্মকর্তাদের সহযোগিতা না করেন, তাহলে তা বাংলাদেশি কর্তৃপক্ষকে যুক্তরাজ্য সরকারের দেওয়া সাম্প্রতিক প্রতিশ্রুতিকে ক্ষুণœ করবে। কারণ, শেখ হাসিনা সরকারের কর্মকর্তাদের চুরি করা বিপুল অর্থ পুনরুদ্ধারে সহায়তার ব্যাপারে সম্প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষকে প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য। বাংলাদেশের দুর্নীতিবিরোধী তদন্তকে ‘সমর্থন’ দিতে গত অক্টোবরে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) তদন্তকারীরা বাংলাদেশ সফর করেছিলেন।

যুক্তরাজ্যের বিরোধী দল কনজারভেটিভ পার্টির (টোরি পার্টি) এক সংসদ সদস্য (এমপি) দেশটির পার্লামেন্টারি স্ট্যান্ডার্ডস কমিশনারকে চিঠি লিখে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করার দাবি জানিয়েছেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টি বলেছে, এ বিষয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে কেউ যোগাযোগ করেনি। আর তিনি অভিযোগগুলোকে পুরোপুরি অস্বীকার করেছেন।

টিউলিপের কারণে যুক্তরাজ্যে বিশ্বাসযোগ্যতা হারাবে বাংলাদেশিরা
এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ৪ বিলিয়ন পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগের খবর যুক্তরাজ্যের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

গত কয়েকদিন ধরেই কমিউনিটির বিভিন্ন পত্রিকা, সভা সমাবেশ ও আচার অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটি। তারা বলছেন, এতে ব্রিটেনে বাংলাদেশিরা বিশ্বাসযোগ্যতা হারাবে। এটি বাংলাদেশি কমিউনিটির রাজনীতিবিদদের জন্যও নেতিবাচক প্রভাব ফেলবে।

টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিবিদ ছাড়াও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে। এমন পরিস্থিতিতে কমিউনিটির বেশিরভাগ মানুষই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আবার টিউলিপের পদত্যাগের দাবিতে বিক্ষোভের ডাকও দিয়েছেন কেউ কেউ। তবে টিউলিপ ভক্তরা বলছেন, এটি বর্তমান সরকারের একটি প্রতিহিংসামূলক অপপ্রচার। যদিও এরই মধ্যে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিপরিষদ অফিসের নৈতিকতা বিষয়ক একটি দল। তবে তার আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার টিউলিপের ওপর আস্থা থাকার কথা ব্যক্ত করেছেন।

এ বিষয়ে কমিউনিটির অন্যতম মুখপত্র ‘বাংলা সংলাপ’-এর সম্পাদক মো. মোশাহিদ আলী বলেন, এ ঘটনায় ব্রিটেনে বাংলাদেশিদের সুনাম ক্ষুণœ হয়েছে। এতে ভবিষ্যতে ব্রিটেনের রাজনীতিতে বাংলাদেশিদের যে একটা সম্ভাবনা রয়েছে তা নষ্ট হবে। ব্রিটিশরাসহ অন্যান্য দেশ বা কমিউনিটি আমাদের ওপর আস্থা হারাতে পারে। ব্রিটিশ সরকারের উচিত বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া। যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেকও মনে করেন রূপপুর বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতির সঙ্গে তার পুরো পরিবার জড়িত। তার বরখাস্ত এখন সময়ে দাবি। ব্রিটেন প্রবাসী সাংবাদিক কায়ছারুল ইসলাম সুমন মনে করেন, অভিযোগটি বাংলাদেশি কমিউনিটির জন্য অত্যন্ত লজ্জাজনক। এই পরিবারটি বাংলাদেশের মতো ব্রিটেনেও কলঙ্কিত রাজনীতি শুরু করেছে। এত কিছুর পর টিউলিপ সিদ্দিকের মন্ত্রী পদে থাকা নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। উইট ইস্টের টোরি এমপি জো রবার্টসন বলেছেন, এটি স্পষ্ট যে অভিযোগ গুরুতর ও এ তদন্তের ফলে সিদ্দিক তার মন্ত্রী পদে বহাল থাকবেন কিনা সেটি জানা প্রয়োজন।

লন্ডন সূত্র জানায়, এ বছর যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লড়ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত অন্তত ৩৪ প্রার্থী। এদের মধ্যে টিউলিপ ছাড়াও জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আরও তিন রাজনীতিবিদ। তারা হলেন- রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আপসানা বেগম। এরা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। তাদের মধ্যে রুশনারা টানা পঞ্চমবারের মতো, টিউলিপ ও ড. রূপা টানা চতুর্থবারের মতো এবং আপসানা টানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হন। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচনেও দেশটিতে অনেক বাংলাদেশি নির্বাচিত হয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১০টি ইউনিট
‌‘খা. মা.’ নোংরা শব্দ পাঠ্যপুস্তকে! কীভাবে অন্তর্ভুক্ত হলো প্রশ্ন আসিফ মাহতাবের
আরও

আরও পড়ুন

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে  কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা

লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে  ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে

চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী  ফরিদপুর গেরদা ইউনিয়নে