র্যাব পরিচয়ে তুলে নেয়ার ১৬ মাস পর বাড়ি ফিরলেন রহমত
২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ এএম
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বৈরাচারী সরকারবিরোধী পোস্ট করায় ২০২৩ সালের আগস্টের ২৯ তারিখ রাত সোয়া ১২টার দিকে র্যাব পরিচয়ে বাড়িতে মায়ের সামনে থেকে রহমত উল্লাহ নামের এক যুবককে তুলে নিয়ে যায়। তখনই স্বজনরা কারণ জানতে চাইলে বলা হয় জিজ্ঞাসাবাদের জন্য নেয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হবে।
ভুক্তভোগী যুবক ঢাকার ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের মৃত রবের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রহমত উল্লাহ সবার ছোট। পেশায় একজন ইলেকট্রিশিয়ান। ওই সময় থানা পুলিশ এ বিষয়ে কোনো অভিযোগও নিতে চায়নি। পরে রহমত উল্লাহ মা মমতাজ বেগম স্থানীয় এক সাংবাদিকের সহায়তায় গত বছরের ৭ অক্টোবর ধামরাই থানায় একটি সাধারণ ডাইরি করেন। ওই সময় স্বজনদের সাভার নবীনগর র্যাব ক্যাম্প বা ঢাকায় র্যাবের হেডকোয়ার্টারে খোঁজ নিতে বলেন থানা পুলিশ। এরপর সাভার নবীনগর র্যাব-৪, ঢাকা র্যাব হেডকোয়ার্টার, ডিবি অফিস, ধামরাই থানার দারে দারে ঘুরেও রহমত উল্লাহ’র কোনো খোঁজ পায়নি স্বজনরা। কিন্তু দিন সপ্তাহ মাস এমনকি প্রায় ১৬টি বছর পেরিয়ে যায়। কোনো সন্ধানই পায়নি স্বজনরা।
জানা যায়, দীর্ঘ ১৬ মাস গুম থাকার পর গত ২১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ভুক্তভোগী রহমত উল্লাহ’র বড় ভাই ওবায়দুল্লাহ-কে ফোন করে জানায় যে রহমত উল্লাহ তাদের কাছে আছেন। পরে ভগ্নিপতি মশিউর রহমানকে সাথে নিয়ে ভাইকে আনতে যান ওবায়দুল্লাহ। রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে পৌঁছানোর পর আইনি প্রক্রিয়া শেষে শনিবার রাতেই রহমত উল্লাহকে তার ভাই ও স্বজনদের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে রোববার নিজ বাড়ি ধামরাইয়ে রহমত উল্লাহকে নিয়ে আসা হয়।
রহমত উল্লাহ’র বড় ভাই ওবায়দুল্লা বলেন, শনিবার দুপুরের দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি ফোন দেন। ফোন দিয়ে তিনি আমার সম্পর্কে জানতে চান। আমার ভাইয়ের সম্পর্কে জানতে চান। তখন বলি যে আমার ভাইকে তো প্রায় দেড় বছর আগে র্যাব পরিচয়ে এসে তুলে নিয়ে গেছে কিন্তু এখনো কোনো খোঁজ খবর পাচ্ছি না। পরে তিনি আমাকে বলেন যে আপনার ভাই আমাদের কাছে আছে আপনারা এসে নিয়ে যান। পরে সেখানে গিয়ে জানতে পারি যে আমার ভাইকে ভারতে পাঠানো হয়েছিলো। পাসপোর্ট না থাকায় ভারতের জেলে দেয়া হয়েছিলো। শনিবার আমার ভাইসহ মোট ১৪ জনকে ভারতের বিএসএফ একটি নদী পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে চাঁপাইনবাবগঞ্জের একটি রেল স্টেশনে এসে বাকি ১৩ জন তাদের ঠিকানামত চলে যায়। আমার ভাই সেখানেই বসে থাকে কিছুক্ষণ। তারপর লোকজন পরামর্শ দিয়ে পুলিশের কাছে যেতে বলেন। পুলিশের কাছের যাওয়ার পরই আমাদের জানানো হয়। পরে আমরা গিয়ে আমার ভাইকে নিয়ে আসি।
রহমত উল্লাহ’র মা মমতাজ বেগম বলেন, আমার বাবা কে নিয়ে যাওয়ার পর অনেক খোঁজাখুঁজি করেছি। প্রশাসনের ধারে ধারে ঘুরেছি। কিন্তু তারা কিছুই বলে নাই। ধামরাই থানায় দেড় মাস পর জিডি নিছে। এখন আমার বাবাকে ফিরে পাইছি আমি খুশি। আল্লাহর কাছে শুকরিয়া। তবে রহমতুল্লাহ স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না।
ভুক্তভোগী রহমত উল্লাহ বলেন, আমাকে চোখ বেঁধে বাড়ি থেকে নিয়ে যায়। কখন কোথায় নিয়ে গেছে কিছুই বলতে পারবো না। বাংলাদেশে কয়েক মাস রাখার পর ভারতে পাঠিয়ে দেয়া হয়েছিল। সেখানেই এত দিন ছিলাম। আমার তেমন কিছুই মনে পড়ছে না।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার সাংবাদিকদের বলেন, রহমত উল্লাহ নামের এক তরুণ গত শনিবার দুপুরের পর রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে আশ্রয় নেন। এরপর রহমত উল্লাহ তার পরিচয় দিয়ে এক বছর চার মাস আগে গুম হওয়ার বিষয়টি জানান। তাকে এক বছর আগে র্যাব পরিচয়ে বাড়ি থেকে তুলে নেয়া হয়। এরপর তিনি ঘুম থেকে উঠে দেখেন সে ভারতের কোনো এক জায়গায় অবস্থান করছেন। বিনা পাসপোর্টে ভারতে যাওয়াতে তাকে ওই দেশের পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন। গত শনিবার তাকেসহ ১৪ জনকে একটি নদী পার করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে সে প্রায় সাত কিলোমিটার হেঁটে মানুষদের কাছে জিজ্ঞেস করে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এসে আশ্রয় নেন। পরে তার বাড়িতে খবর দেয়া হলে তার বড় ভাই ও ভগ্নিপতি আসলে তাদের কাছে রহমত উল্লাহকে বুঝিয়ে দেয়া হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
লে. জেনারেল মাইনুলকে বিদেশ যেতে বাধা
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা
"স্বপ্ন রুরাল ফাউন্ডেশন: তরুণদের হাত ধরে সমাজ বদলের এক নতুন যাত্রা"
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই হাজারো ঘর, শিশুসহ নিহত দুজন
সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
নিখোঁজের ৬ দিন পর বিক্রয় কর্মীর লাশ উদ্ধার
চাঁদপুরে জাহাজে ৭ খুন একজনের বাড়ী ফরিদপুর গেরদা ইউনিয়নে