সোমবার থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম
সোমবার থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার সচিবালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য তিন হাজারের বেশি কার্ড দেয়া হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার আড়ালে অনেক অসাংবাদিক এসব কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তার স্বার্থে এই কার্ডগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। পেশাদার সাংবাদিকদের অবশ্য এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।
এদিন রোববার সাড়ে ১২টার দিকে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে একটি ২১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, সাংবাদিকদের সব ধরনের প্রবেশ পাস বন্ধ থাকায় তারা রোববার সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। তাই সকাল থেকেই সচিবালয় এক নম্বর গেটের সামনে জড়ো হন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
সূত্র জানায়, ইতোমধ্যে অস্থায়ী পাসের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত বিশেষ সেল। সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বলেন, আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।
তিনি আরও বলেন, এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। এ পাস ১৫ দিন, ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে বলেও জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আলফাডাঙ্গায় আওয়ামী লীগের মেয়র আলী আকসাদ ঝন্টুর দুর্নীতির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
মাদারীপুরের কালকিনিতে ছাত্রদল-যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
যশোরে মাহফিলে অসংখ্যা মানুষের স্বর্ণলংকার মোবাইল খোয়া, থানায় জিডির হিড়িক
মাদারীপুরে ছাত্র আন্দোলনে হামলাকারী সেই ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার
জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ঘরে ছোট ভাইয়ের হামলার অভিযোগ
‘নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, আগের সংসদ ছিল ভুয়া’
কালীগঞ্জে ছাত্রদলের কম্বল বিতরণ
মাদারীপুরে ছাত্র আন্দোলনে হামলাকারী সেই ছাত্রলীগ নেতা ফয়সাল গ্রেফতার
বিএনপি কৃষকদের ভাগ্য উন্নয়নে কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করবে - সাইদ সোহরাব
সৈয়দপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা
২৪ এর অভ্যুত্থানের পরই ৭২ এর সংবিধান বাতিল হয়ে গেছে: সারোয়ার তুষার
নকলায় সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর ১৪তম মৃত্যু বার্ষিকী পালিত
চন্দ্রঘোনা তরুন সংঘের নক আউট ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের মাধ্যমেই পেয়েছি নতুন বাংলাদেশঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব
দেশপ্রেমিক হতে হলে বক্তৃতা দিয়ে নয় কর্মে প্রমাণ করতে হবে-ডাঃ জাহিদ হোসেন
টেকনাফে কোস্ট গার্ডের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে নিহত ১
আটঘরিয়ায় প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করে বিপাকে অবসরপ্রাপ্ত প্রকৌশলী
ব্রিটিশ এমপি রূপাকে সুষ্ঠু ভোটের আশ্বাস দিলেন প্রধান উপদেষ্টা
মনিরামপুরে ধান সিদ্ধ করা চুলার আগুনে প্রাণ গেল শিশুর
বাঘায় ছাত্রলীগের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ