সোমবার থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি
৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪, ১২:১২ এএম
সোমবার থেকে সচিবালয়ে সীমিত আকারে সাংবাদিকদের প্রবেশের অনুমতি দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। রোববার সচিবালয়ের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য তিন হাজারের বেশি কার্ড দেয়া হয়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকতার আড়ালে অনেক অসাংবাদিক এসব কার্ড ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। নিরাপত্তার স্বার্থে এই কার্ডগুলো পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি। পেশাদার সাংবাদিকদের অবশ্য এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই বলে জানান তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সোমবার থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। তালিকা অনুযায়ী আগামী ১৫ দিন অস্থায়ী পাস দিয়ে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন। এরপর থেকে স্থায়ী পাস নিয়ে তারা প্রবেশ করতে পারবেন।
এদিন রোববার সাড়ে ১২টার দিকে সচিবালয় কাভার করা সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব এবং মাসউদুল হকের নেতৃত্বে একটি ২১ সদস্যের প্রতিনিধিদল স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সাংবাদিকদের জন্য নতুন করে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করবে সরকার। এ উদ্যোগ বাস্তবায়ন করবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য অধিদপ্তর। এছাড়া এই কার্ড ডিজিটাল করার পরিকল্পনা রয়েছে সরকারের। উল্লেখ্য, সাংবাদিকদের সব ধরনের প্রবেশ পাস বন্ধ থাকায় তারা রোববার সচিবালয়ে প্রবেশ করতে পারেননি। তাই সকাল থেকেই সচিবালয় এক নম্বর গেটের সামনে জড়ো হন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।
সূত্র জানায়, ইতোমধ্যে অস্থায়ী পাসের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত বিশেষ সেল। সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম বলেন, আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।
তিনি আরও বলেন, এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নাম্বারে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন। এ পাস ১৫ দিন, ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে বলেও জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশ্ন: পবিত্র কুরআন কাদের জন্য সুপারিশ করবে?
অবতরণের আগে ঠিক কী করেছিলেন অভিশপ্ত বিমানের পাইলট?
ইংল্যান্ডে টুখেল অধ্যায় শুরু
আত্মহত্যা ও ইসলাম
দেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)
এসএফসি (আর্মি) ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত
ভারত উপমহাদেশে মুসলিম সভ্যতার জাগরণে আবুল হাসান আলী নদভির শিক্ষাচিন্তা
আমরা বিনতে আব্দুর রহমান ঃ হাদিসের জগতের এক মহিয়সী নারী
সৈয়দপুরে জমি সংক্রান্ত দ্বন্দ্বে বাড়ীতে হামলা ও লুটপাট থানায় আভিযোগ
খালেদ এবার হাসনাতকে বললেন, মাস্তানি দেখাবেন? পেলেন যে সমুচিত জবাবও
মানিকগঞ্জে পুরস্কার পেলেন পুলিশের তিন ট্রাফিক কর্মকর্তা
রাবির দুই সহকারী প্রক্টরের নিয়োগ ঘিরে বিতর্ক, যোগদান থেকে বিরত
প্রাক্তনদের দুবাই ট্রিপ
আট বছর আইনি লড়াই শেষ করলেন ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলি
লোক নাট্যদলের (বনানী) নতুন কার্যনির্বাহী পরিষদ
রাবিতে পোষ্য কোটা বিতর্ক: ১ শতাংশ নির্ধারণ, সম্পূর্ণ বাতিলের দাবি শিক্ষার্থীদের
নতুন নাটকে ইরফান-বৃষ্টি
১২ মাসে ১২ গান প্রকাশের রেকর্ড
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে কনসার্টের অর্থ প্রদান