দেশ পুনর্গঠনে আমাদের ভালো মানুষ দরকার :তারেক রহমান
২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম
জনগণের সমর্থন পাবার পরে দেশকেও পুনর্গঠন করতে ভালো মানুষ, মেধাবী, পরিশ্রমী, সততা ও আদর্শবান মানুষ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশকে পুনর্গঠন করতে, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা ৩১ দফা দেশের সামনে দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। সেটিকে যদি বাস্তবায় করতে হয় অবশ্যই দলকে ঐক্যবদ্ধ পুনর্গঠিত করতে হবে। যারা মেধাবী মানুষ তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, সততা, আদর্শ আছে এরকম মানুষগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে। আরও বেশি করে দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে সম্পৃক্ত করতে হবে। আগামী দিনে আমাদের ভালো মানুষ দরকার, এ্যাফেক্টিভ মানুষ দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার ধবংস করে দিয়েছে, অনেক পিছনে নিয়ে গেছে। কাজেই আমাদের দলকে যদি পুনর্গঠিত করতে হয় সেরকম মানুষ দরকার। সেই রকম মানুষকে বের করে নিয়ে আসতে হবে।
গতকাল সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ‘বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি’র উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন। এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান ২০ টাকা (বৃটিশ মুদ্রায় ১৫ পেন্স) দিয়ে নিজের প্রাথমিক সদস্য পদ নবায়ন করেন। একই সঙ্গে মঞ্চে বসা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ট্রেজারার এম রশিদুজ্জামান মিল্লাতও ফরম পুরণ করে তাদের সদস্যসপদ নবায়ন করেন।
তারেক রহমান বলেন, আজকে বিএনপির নেতা-কর্মীদের আনন্দের দিন। যে কর্মসূচি শুরু করলাম, আমার সামনে যে নেত্বৃৃন্দকে দেখতে পাচ্ছি- আমাদের যুগ্ম মহাসচিবরা আছেন, সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদকরা আছেন, নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আমাদেরকে এই সাংগঠনিক কর্মসূচিটি সাকসেসফুল করতে হবে। কাজেই আপনাদের দিকে দল থাকিয়ে আছে। আপনারা জেলা, থানা, পৌর, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে যেসব নেত্বৃৃন্দ আছেন তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময়ে আপনারা সকলকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করেছিলেন, একইভাবে এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন।’
তিনি বলেন, আমাদের তৃণমূলকে সংগঠিত করতে হবে। এখন বেশি করে কাজ করতে হবে, বিশাল কাজ আমাদের সামনে আছে। আসুন যে উৎসাহ, যে দেশপ্রেম নিয়ে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে গুম-খুনের পরেও শত অত্যাচোর-নির্যাতনের পরেও আমরা দমে যাইনি। আমরা আমাদের হাজারো, লক্ষ নেতা-কর্মীদের নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম, ঠিক একইভাবে আসুন আবার দলকে পুনর্গঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। এই দলকে যত শক্তিশালী পুনর্গঠিত করতে পারব, আমরা আগামীদিনে আমাদের ৩১ দফার মাধ্যমে রাষ্ট্র দ্রুত আমরা মেরামত করতে পারব, রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করতে পারবো।
ষষ্ঠ জাতীয় কাউন্সিলের পর ২০১৭ সালে বিএনপির সর্বশেষ প্রাথমিক সদস্যপদ নবায়নের কর্মসূচি হয়েছিলো দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাধ্যমে।
অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের এখন প্রশিক্ষণের প্রয়োজন আছে। আমাদের কর্মীরা কেনো জানি না রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছি। কর্মসূচিতে আমাদের কর্মীরা যারা আসেন সাধারণত ভাইদের পেছনে আসে, এসে সেই ভাইদের পক্ষে শ্লোগান দিতে থাকে, তারপর শ্লোগান দেয় পূর্ব-পশ্চিম-উত্তর-দক্ষিণ।এটা রাজনীতি না। দেখুন রাজনৈতিক কর্মীর মুখ থেকে এ ধরনের শ্লোগান আসা উচিত নয় এবং সেখানে কতটা দেউলিয়াপনা হতে থাকে রাজনীতি সেটা বুঝা যায়। আমাদের এক জায়গায় চরম দৈন্যতা আছে, এখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি মনে করি, আমরা যারা রাজনৈতিক নেতৃত্ব করছি, আমাদের চেয়ারম্যান সাহেব উদ্যোগ নেবেন, এখন পর্যন্ত যত ভালো কাজ হয়েছে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন। এখন কোম্পলসারি করতে হবে প্রত্যেকটি উপজেলা এবং জেলাতে রাজনৈতিক প্রশিক্ষণ, এটাকে জরুরী করতে হবে। বিএনপিকে আদর্শ দলে পরিণত করতে হবে, মেধার নেতৃত্ব গড়ে তুলতে হবে। শুধুমাত্র শ্লোগান দিয়ে আমরা সামনে, আরও সামনের যুদ্ধ জয় করতে পারবো না।
প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত বক্তব্য রাখেন।
প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী দিনে বিএনপির ভাইস চেয়ারম্যার শামসুজ্জামান দুদু, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম, শ্যামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলমসহ সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠিত সম্পাদক, মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, বিভিন্ন অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যানসহ উপস্থিত নেতৃবন্দ তাদের সদস্যপদ নবায়ন করেন।###
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
অভিষেকের দিনেই বিতর্কে ট্রাম্প ,বাইবেলে হাত না রেখেই শপথ
এবার প্রবাসীদের জন্য ‘ডায়াস্পোরা সেল’ গঠন করল নাগরিক কমিটি
ইসরায়েলপন্থি মার্কো রুবিওকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ
আমাদের এখনো অনেক কিছু করার বাকি আছে : জো বাইডেন
যুদ্ধবিরতি চললেও পশ্চিম তীরে ইসরাইলি হামলায় আহত ১২
সাভারে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করণে ডরপ’র মতবিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর