শনিবার মার্চ ফর গাজা কর্মসূচিতে থাকবেন দেশের বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিবর্গ
০৯ এপ্রিল ২০২৫, ১২:৩৫ এএম | আপডেট: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪২ এএম

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশবাসিকে আহ্বান জানিয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামিক স্কলার, শিক্ষক, খেলোয়ারসহ বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিবর্গ। আগামী শনিবার (১২ এপ্রিল) বাংলাদেশের আয়োজনে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছেন প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। এ দিন রাজধানীর শাহবাগ থেকে কর্মসূচির শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন ইসলামিক স্কলার ও বক্তা ড. মিজানুর রহমান আজহারি, বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মাহমুদ উল্লাহ রিয়াদ, আস সুন্নাহ ফাউন্ডেশনের পরিচালক ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ অনেকেই।
গত সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি বলেন, প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংঘটিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে এ মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ আমি নিজে সশরীরে এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব। আপনারাও দলে দলে যোগদান করুন। তিনি আরো বলেন, মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, দল-মত, জাতি-পেশা-নির্বিশেষে এ বিক্ষোভে অংশগ্রহণের জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
ইসলামিক বক্তা শায়খ আহমাদুল্লাহ ভিডিও বার্তায় বলেন, শতাব্দীর এ বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে আমরা দাঁড়াতে চাই। তাই ১২ এপ্রিল (শনিবার) শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে পর্যন্ত একটি বিশাল মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ আমি নিজেও এতে অংশ নেব। মানবতা ও ন্যায়ের পক্ষে, গাজার নির্যাতিত মানুষের পক্ষে দল-মত, ধর্ম-বর্ণ, পেশা-নির্বিশেষে সবাইকে আমি এ গণজমায়েতে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বলে ভিডিও বার্তায় জানিয়েছেন। তিনি ভিডিও বার্তায় বলেন, আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি। ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দেয়।
এ ছাড়া এই কর্মসূচিতে দল-মত-নির্বিশেষে সবাইকে অংশগ্রহণের অনুরোধ জানিয়েছেন নবগঠিত বাংলাদেশি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (দক্ষিণাঞ্চল) সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কর্মসূচির আয়োজক ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসাইন রাজীসহ আরো ইসলামিক বক্তা, রাজনীতিবিদ, শিক্ষক, খেলোয়াড়সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে। সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস, যা থাকছে কর্মসূচিতে

হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক এমপি মমতাজকে

রাহুল গান্ধীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা

শিশু আছিয়া হত্যা মামলার রায় ১৭ মে

চট্টগ্রামে আওয়ামী লীগ নেত্রী জিনাত সোহানা গ্রেপ্তার

১১ হাজার ৬শত পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করছে কোম্পানীগঞ্জ পুলিশ

দেশি-বিদেশি চক্ষু বিশেষজ্ঞদের তিন দিনব্যাপী সম্মেলন শুরু

তাপ-খরায় বিশ্বজুড়ে হুমকিতে প্রধান ফসল উৎপাদন

সউদীর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছাড়লেন ট্রাম্প

রংপুরে কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩

জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি

বহুল আলোচিত রমনা বটমূলে বোমা হামলার রায়ের শেষ অংশ ঘোষণা চলছে

ভাগ্যিস বিজয় ছিল, নাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না'

আমিরাতের কাছে ১৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

আওয়ামী দোসর সচিবদের দ্রুত অপসারণের দাবি

মির্জাপুরে সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ গ্রেফতার

আসন্ন বাজেটে তামাকপণ্যে কার্যকর করারোপের দাবি

ফরিদপুর কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক খুন, প্রধান আসামী রাজশাহীতে আটক

শ্রেণিকক্ষ থেকে কর্মজীবন: বাংলাদেশের ভবিষ্যৎ কর্মশক্তি গঠনে উদ্যোগ

বিয়ের প্রস্তাবই কাল হলো রাজুর পাশবিক নির্যাতনের শিকার হয়ে কাতরাচ্ছে হাসপাতালের বেডে