ফাঁদে আটকাচ্ছে না প্রশস্ত চাকার অটোরিকশা

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ এপ্রিল ২০২৫, ০১:১০ এএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৫, ০১:১০ এএম


রাজধানীর প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল আটকাতে সংযোগ সড়কে দুই ধরনের ফাঁদ পাতা হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সহযোগিতায় এটি বাস্তবায়ন করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত মাসের শেষ সপ্তাহে পরীক্ষামূলকভাবে রমনার বেইলি রোডে এবং কাকরাইলের ব্যাটারি গলিতে ফাঁদ বসানো হয়েছে। এসব ফাঁদে সরু চাকার রিকশা ও অটোরিকশা আটকা পড়লেও ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে প্রশস্ত চাকার রিকশাগুলো। বিশেষজ্ঞদের মতে, এভাবে ফাঁদ পেতে রিকশা চলাচল বন্ধের চেষ্টা সফল হবে না। আগে উল্টোপথে যানবাবহন চলাচল বন্ধের জন্যও পুলিশ ফাঁদ পেতেছিল, সেই চেষ্টাও সফল হয়নি। অটোরিকশা নিয়ন্ত্রণে এর যন্ত্রাংশ আমদানি নিয়ন্ত্রণ করতে হবে।

দেখা যায়, রিকশা আটকানোর ফাঁদগুলোকে ঘিরে উৎসুক মানুষের ভিড়। এখানে পাতা ফাঁদে রিকশা আটকানোর পাশাপাশি একই সঙ্গে চাকাও ছিদ্র হয়ে যাবে। ফাঁদের ওপর দিয়ে রিকশা পার করতে গিয়ে থামকে দাঁড়াচ্ছেন চালকরা। ফাঁদ দেখে কিছু চালক রিকশা নিয়ে ফিরে যাচ্ছেন, আবার অনেক চালক সাহস করে পার হতে গিয়ে আটকে যাচ্ছেন সরু চাকার কারণে। কেউ কেউ আবার এলোমেলো পার হয়ে আটকানো এড়িয়ে যাচ্ছেন। কিন্তু প্রশস্ত চাকার অটোরিকশাগুলো সেই ফাঁদ পেরিয়ে যাচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সাবেক পরিচালক প্রফেসর ড. মো. হাদিউজ্জামান বলেন, আমাদের দেশে প্রায় ৩০ ধরনের অটোরিকশা চলে। সেগুলোর কোনোটি সরু চাকা বা সাধারণ রিকাশার চাকার। কিন্তু কিছু কিছু রিকশায় আবার মোটরসাইকেলের মতো প্রশস্ত চাকা ব্যবহার করা হয়। একই ধরণের ফাঁদে সব রিকশা আটকাবে না সেটাই স্বাভাবিক। ফাঁদ পেতে রিকশা আটকানোর পক্ষেও নই আমি। অটোরিকশা নিয়ন্ত্রণের জন্য এর কাঠামোয় বিজ্ঞানভিত্তিক পরিবর্তন আনা জরুরি। একইসঙ্গে অটোরিকশা তৈরির যেসব যন্ত্রাংশ যেমন মোটর কিংবা ব্যাটারি, এগুলোর বেশিরভাগইতো বিদেশ থেকে আমদানি হয়। এসব যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে পারলে এমনিতেই অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ হবে। এছাড়া আইনও কঠোর করতে হবে, যাতে কোনো রিকশাই প্রধান সড়কে চলাচল করতে না পারে। কেউ আইন ভঙ্গ করলে সাজা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই এসব রিকশা মহাসড়ক বা প্রধান সড়কে চলাচলের পক্ষে নই আমি।

তিনি বলেন, অটোরিকশার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মনে হয় পায়ে টানা রিকশার বডিতে মোটর লাগানো রিকশাগুলো। সাধারণ রিকশার পেছনের চাকার সঙ্গে একটি মোটর লাগানো হয়, আর যাত্রী সিটের নিচে থাকে ব্যাটারি। রিকশার হ্যান্ডেলের সঙ্গে যুক্ত একটি সুইচ। মোটর লাগিয়ে জোরে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে এসব রিকশায় দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশি থাকে। সাইকেলে বা রিকশাতে আমরা যে ব্রেক দেখি তা হলো ‘ইউ’ ব্রেক। এই ব্রেকে চাকার দুই পাশে দুটি ব্রেক প্যাড থাকে, যা রিমকে চাপ দিয়ে গতি নিয়ন্ত্রণ করে। অটোরিকশার ক্ষেত্রে এই ব্রেকের কার্যকারিতা খুবই কম, ভেজা চাকায় এই ব্রেক খুবই কম কাজ করে। ২০০৯-২০১০ সাল থেকে এরা (ব্যাটারিচালিত রিকশা) নিয়ন্ত্রণহীনভাবে সড়কে নেমেছে। বাড়তে বাড়তে এদের সংখ্যা এখন অনেক বেশি হয়ে গেছে। বর্তমানে সঠিক সংখ্যা কেউই বলতে পারে না। সারাদেশে ব্যটারিচালিত রিকশার সংখ্যা কেউ বলেন ২০ লাখ, কেউবা দাবি করেন ৫০ লাখ। তাই এখন এর সঙ্গে বিশাল একটি জনগোষ্ঠির জীবন-জীবিকার বিষয় জড়িয়ে গেছে। হুট করে এসব রিকশা বন্ধ করলে অনেকেই পথে বসে যেতে পারেন।

হাদিউজ্জামান বলেন, বর্তমানে একটি অটোরিকশা তৈরি করতে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত খরচ হয়। এর সঙ্গে আর ২০-২৫ হাজার টাকার বিনিয়োগ বাড়ালেই রিকশাগুলোকে নিরাপদ করা সম্ভব। এজন্য বিজ্ঞানভিত্তিক নকশা প্রণয়ন খুব জরুরি। অটোরিকশার দুর্বলতা দূর করে চলাচলের অনুমোদন দেয়া উচিত। এতে চাঁদাবাজিও বন্ধ হবে, সরকারও বিপুল পরিমাণ রাজস্ব পাবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রিকশা আটকানোর এই ফাঁদগুলো পরীক্ষামূলক। এর নকশায় কোনো দুর্বলতা থাকলে সেগুলো চিহ্নিত করা হবে। প্রয়োজন অনুযায়ী ফাঁদের নকশায় পরিবর্তন আনা হবে।

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
খালেদা জিয়াকে আনতে ফিরোজা থেকে বিমানবন্দর গেল নতুন গাড়ি ‘টয়োটা ক্রাউন’
বিমানবন্দর থেকে পথে পথে জনতা
খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল
নেত্রীর জন্য ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা
আরও
X
  

আরও পড়ুন

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

বিমানবন্দর থেকে গুলশান: স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ

ভারতে শিক্ষার্থীদের ভিসা অগ্রাধিকারে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা

ভারতে শিক্ষার্থীদের ভিসা অগ্রাধিকারে যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণা

অপেক্ষায় ফিরোজা

অপেক্ষায় ফিরোজা

খালেদা জিয়াকে আনতে ফিরোজা থেকে বিমানবন্দর গেল নতুন গাড়ি ‘টয়োটা ক্রাউন’

খালেদা জিয়াকে আনতে ফিরোজা থেকে বিমানবন্দর গেল নতুন গাড়ি ‘টয়োটা ক্রাউন’

ইসরায়েলের সহায়তায় গাজায় লুটপাট, ধরা পড়লেই মৃত্যুদণ্ড দিচ্ছে হামাস

ইসরায়েলের সহায়তায় গাজায় লুটপাট, ধরা পড়লেই মৃত্যুদণ্ড দিচ্ছে হামাস

ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ইয়েমেনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

বিমানবন্দর থেকে পথে পথে জনতা

বিমানবন্দর থেকে পথে পথে জনতা

জাবিতে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

জাবিতে পরীক্ষায় অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীর খাতা বাতিল

ময়মনসিংহে দুই দিনে ৬ থানার ওসিকে একযোগে বদলির আদেশ

ময়মনসিংহে দুই দিনে ৬ থানার ওসিকে একযোগে বদলির আদেশ

মস্কোতে টানা ড্রোন হামলায় আতঙ্ক, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর

মস্কোতে টানা ড্রোন হামলায় আতঙ্ক, সাময়িকভাবে বন্ধ চার বিমানবন্দর

খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

খালেদা জিয়াকে বরণ করতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

এনসিপির হাতে আটক বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পুলিশে সোপর্দ

এনসিপির হাতে আটক বঙ্গবন্ধু পরিষদের নেতাকে পুলিশে সোপর্দ

একদিনেই ইয়েমেন, লেবাননসহ ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

একদিনেই ইয়েমেন, লেবাননসহ ৪ দেশে ইসরায়েলের মুহুর্মুহু হামলা

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

গাজা পুরোপুরি দখলের পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

খালেদা জিয়ার দেশে ফিরতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা

খালেদা জিয়ার দেশে ফিরতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিরসনে কাজ করছে পুলিশ-সেনা

একাত্তরের পর প্রথমবারের মতো ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ

একাত্তরের পর প্রথমবারের মতো ভারতের বিভিন্ন রাজ্যে নিরাপত্তা মহড়ার নির্দেশ

নেত্রীর জন্য ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা

নেত্রীর জন্য ভোর থেকে বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষা

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনেই নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, একদিনেই নিহত আরও ৫৪ ফিলিস্তিনি

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধ করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র

শ্রেণিকক্ষে মোবাইল ব্যবহার নিষেধ করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করল ছাত্র

১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন ডা. জোবাইদা রহমান

১৭ বছর পর দেশের মাটিতে ফিরছেন ডা. জোবাইদা রহমান