রোহিঙ্গা প্রত্যাবর্তনে ওআইসিকে সক্রিয় করতে

কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

Daily Inqilab কূটনৈতিক সংবাদদাতা

২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৫, ১২:৩৪ এএম

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে, কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়া ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল বুধবার প্রধান উপদেষ্টা এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন।
‘বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গা ইস্যু’ শীর্ষক এই গোলটেবিল আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। মানবতা, স্থিতিশীলতা ও ন্যায়বিচারের জন্য কাজ করতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আসুন আমরা নিশ্চিত করি, আজকের আলোচনা শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ না রেখে একটি অর্থবহ অংশীদারিত্বের সূচনা করে যা রোহিঙ্গা সংকটকে আমাদের যৌথ মানবিক অগ্রাধিকারগুলোর শীর্ষে রাখে এবং একটি স্থায়ী সমাধানের দিকে একযোগে কাজ করে।

তিনি বলেন, রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী অবস্থান বাংলাদেশের জন্য ব্যাপক চ্যালেঞ্জ তৈরি করছে এবং রোহিঙ্গাদের হতাশ করে তুলছে। ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি এবং অবৈধ অভিবাসনের চেষ্টা তাদের হতাশার স্পষ্ট চিহ্ন। এই সমস্যা যদি আরও দীর্ঘস্থায়ী হয়, তবে এটি পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে এবং উন্নয়নমূলক উদ্যোগগুলোও হুমকির মুখে পড়তে পারে। ড. ইউনূস দুঃখ প্রকাশ করে বলেন, দুর্ভাগ্যবশত, বিশ্বের বিভিন্ন প্রান্তে উদ্ভূত নানা সংঘাতের কারণে আন্তর্জাতিক মনোযোগ ধীরে ধীরে রোহিঙ্গা সংকট থেকে সরে যাচ্ছে।

তিনি বলেন, ২০২৫ সালের ১৯ মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকারের দাখিলকৃত ৮ লাখ ২৯ হাজার ৩৬ জনের তালিকার মধ্যে মিয়ানমার সরকার ২ লাখ ৩৯ হাজার ৫৬ জনকে যাচাই করেছে এবং এর মধ্যে ১ লাখ ৭৬ হাজার ১৯৮ জনকে ‘মিয়ানমারে বসবাসকারী ব্যক্তি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বাংলাদেশ টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশ ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে নিউইয়র্কে জাতিসংঘের তত্ত্বাবধানে ‘রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলন’ আয়োজন করবে। এই সম্মেলনে কাতারের উচ্চপর্যায়ের রাজনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। তিনি কাতার ফাউন্ডেশনকে এই বৈঠকের আয়োজন এবং নীতিগত বিবৃতির বাইরে গিয়ে বাস্তবসম্মত সমাধান, জবাবদিহিতা ও সংহতির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশে বর্তমানে প্রায় ১৩ লাখ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) আশ্রয় নিয়েছে, যেখানে প্রতি বছর প্রায় ৩২ হাজার নবজাতক যুক্ত হচ্ছে।
প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ কেবল মানবিক বিবেচনায় এই বিশাল জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ মনে করে, টেকসই প্রত্যাবাসনই হলো বর্তমান সংকটের একমাত্র সমাধান।

ন্যায়বিচার ও জবাবদিহিতার ওপর গুরুত্বারোপ করে প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং মিয়ানমারের জন্য গঠিত স্বাধীন তদন্ত সংস্থার (আইআইএমএম) চলমান উদ্যোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, জাতিসংঘ এবং রোম সংবিধির সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের মতো অপরাধের কোনোভাবেই শাস্তি এড়ানো উচিত নয়।

রোহিঙ্গাদের আস্থা ফেরাতে এবং রাখাইন রাজ্যে তাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করতে মিয়ানমার ও এর কর্মকর্তাদের অপরাধের জন্য দায়ী করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন তিনি। আইসিজে-তে দায়ের করা মামলাটি চলতি বছরের প্রথমার্ধে মেরিট পর্বে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। আইনি ফার্ম ফোলি হোয়াগ জানিয়েছে, প্রাথমিক, আপত্তি ও মূলপর্ব শেষ হওয়ার পর তারা আইসিজে-তে মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যার শিকারদের ক্ষতিপূরণের আবেদন করবে। গাম্বিয়া সরকার ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে তহবিল সংগ্রহে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত ওআইসি ২৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার সংগ্রহ করেছে, যেখানে বাংলাদেশ সবচেয়ে বড় অবদান রেখেছে, যার পরিমাণ সাত লাখ ডলার। প্রফেসর ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমান সংকটের একমাত্র সমাধান হিসেবে টেকসই প্রত্যাবাসনকেই বিবেচনা করে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : বাংলাদেশ ন্যাপ
চলতি বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল
জমিয়াতুল মোদার্রেছীনের স্ট্যান্ডিং কমিটির সভা অনুষ্ঠিত
আরও
X
  

আরও পড়ুন

পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি ওয়েন

পাঞ্জাবে ম্যাক্সওয়েলের বদলি ওয়েন

দৈনিক ইনকিলাব এ সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জ উপজেলা জামায়াতে আমিরের পদ স্থগিত

দৈনিক ইনকিলাব এ সংবাদ প্রকাশের পর দেবীগঞ্জ উপজেলা জামায়াতে আমিরের পদ স্থগিত

আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : বাংলাদেশ ন্যাপ

আরাকানকে ‘মানবিক করিডোর’ দেওয়া চরম ঝুঁকিপূর্ণ : বাংলাদেশ ন্যাপ

ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নাগরিক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা

ভারত হতে অবৈধ অনুপ্রবেশকালে ১০ বাংলাদেশী নাগরিক আটক করেছে চুয়াডাঙ্গা বিজিবি সদস্যরা

নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম খালেদার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির

নারীর ক্ষমতায়নে শহীদ জিয়া ও বেগম খালেদার অবদান অবিস্মরণীয় : খন্দকার মুক্তাদির

কমলনগরে খাল দখলমুক্ত করতে কৃষকদের মানববন্ধন

কমলনগরে খাল দখলমুক্ত করতে কৃষকদের মানববন্ধন

প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হবে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

প্রাথমিক শিক্ষার উন্নতি না ঘটলে ভবিষ্যৎ কখনো ভালো হবে না : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

কথা বললেই আয়না ঘরে পাঠিয়ে দেয়া হতো-  মেজর(অব:) ডা: মিনার

কথা বললেই আয়না ঘরে পাঠিয়ে দেয়া হতো- মেজর(অব:) ডা: মিনার

চলতি বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

চলতি বছর কোরবানির জন্য পশু আমদানি করা হবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা

সালথায় বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

সালথায় বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

শেষ হলো ফোটনের ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো

মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

হিলিতে কমেছে আদা-রসুন ও পেঁয়াজের দাম

আড়াইহাজারে ডাকাতিকালে  আটক-১, পৌর বাজারে চুরি

আড়াইহাজারে ডাকাতিকালে  আটক-১, পৌর বাজারে চুরি

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে হাইকোর্টের রুল

কৃঞ্চচূড়ার ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো যুবক! ভিডিও ভাইরাল

কৃঞ্চচূড়ার ছবি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারালো যুবক! ভিডিও ভাইরাল

আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে : রিজভী

আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে : রিজভী

১১ বছরেও গ্যাস সংযোগ পায়নি ঝিনাইদহ বিসিক

১১ বছরেও গ্যাস সংযোগ পায়নি ঝিনাইদহ বিসিক

শেরপুরে ২ শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

শেরপুরে ২ শিক্ষকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

সালথায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ীবহরে হামলা : ১৮ আ'লীগ নেতাকর্মী কারাগারে

সালথায় বিএনপি নেত্রী শামা ওবায়েদের গাড়ীবহরে হামলা : ১৮ আ'লীগ নেতাকর্মী কারাগারে