লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব : স্পিকার
০৮ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রাম এবং নারী ক্ষমতায়নের সুদীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরও বলেন, লিঙ্গসমতা নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সম্ভব।
আজ আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট’স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিজিটাল : ইনোভেশন অ্যান্ড টেকনোলজি ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাত জাহান উর্মির সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ডিকাব এর সভাপতি রেজাউল করিম লোটাস এবং মূল প্রবন্ধ পাঠ করেন ডিকাবের সদস্য আঙ্গুর নাহার মন্টি। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সাংবাদিক নাফিজা দৌলা।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপুই, কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলাস, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস বক্তব্য রাখেন।
কূটনীতিতে বিশেষ অবদানের জন্য সাবেক কূটনীতিক নাসিম ফেরদৌস এবং মাজেদা রফিকুন্নেসাকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এসময় স্পিকার তাঁদের অভিনন্দন জানান।
তিনি বলেন, নারী সাংবাদিকরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে কাজ করে যাচ্ছেন। এসময় স্পিকার নারী সাংবাদিকদের ককাস গঠন করে কর্মক্ষেত্রের সমস্যা সমাধানে একযোগে কাজ করার আহবান জানান।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জ্ঞান এবং তথ্যই হচ্ছে শক্তি। নারীদের সঠিক তথ্য জেনে নিজেদের আত্মবিশ্বাসী হতে হবে। তিনি নারীদের প্রশিক্ষণ, শিক্ষা, প্রযুক্তি এবং যথাযথ জ্ঞান অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আহ্বান জানান।
স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭২ সালের সংবিধানে জাতীয় সংসদে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পাশাপাশি নারীদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচনের সুযোগ রেখেছেন। বঙ্গবন্ধু নারীদের এগিয়ে নেওয়ার কথা ভেবে সংবিধানে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু নারী ও পুরুষের সমঅধিকার নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী সুরক্ষা আইন, অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণ, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে নারীবান্ধব প্রকল্প বাস্তবায়ন, ফ্রী- ল্যান্সিং, ই-কমার্স ও অন-লাইন বিজনেসের সুযোগ বৃদ্ধি পেয়েছে। ফলে সকল ক্ষেত্রে নারীর অংশগ্রহণ দৃশ্যমান হয়েছে বলে স্পিকার উল্লেখ করেন।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ডিকাবের সদস্যরা মূলবান মতামত তুলে ধরেন। এসময় ডিকাবের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নামিবিয়া ভোটে কঠিন প্রতিযোগিতার মুখে ক্ষমতাসীন দল
নব্য বিএনপিরাই সন্ত্রাস নৈরাজ্যের সাথে জড়িত : আমিনুল হক
ঝিনাইগাতীতে নানা বাড়ির পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
গুলি ককটেল বিষ্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক টঙ্গীতে আধিপত্য নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ হামলা ভাংচুর
ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জমি পরিদর্শন
আসতে চলেছে বিশ্ববিখ্যাত সিনেমা 'আইস এজ' এর ষষ্ঠ সিক্যুয়েল
শ্রীমঙ্গলে দু’দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন কাল
শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন : সরকারকে তারেক রহমান
ইসকনের সন্ত্রাসীদের হামলায় আলিফ হত্যার প্রতিবাদে সিলেট ল’ইয়ার্স কাউন্সিলের মানববন্ধন
রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে: উপদেষ্টা মাহফুজ আলম
ঋণগ্রহীতা মারা যাওয়ার পর পাওনাদার তার পাওনা মাফ করে দেওয়া প্রসঙ্গে।
ইসকনের মিথ্যাচার ও ভারতীয় মিডিয়ার সিন্ডিকেট নিউজ
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত দেশব্যাপী তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড়
বিএনপি জনগণের দল, 'ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিন' অধ্যক্ষ সেলিম ভূইয়া
ডোমিনোজ পিৎজা এখন মহাখালীতে
ভারতের প্রেসক্রিপশনে ইসকন বাংলাদেশে অশান্তি করছে: হাসনাত
ফ্যাসিবাদের দোসর উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন’কে নিষিদ্ধ করা হোক আলহাজ হাফিজ সাব্বির আহমদ
আইনজীবী হত্যার অবিলম্বে বিচার চাই -ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ
আইনজীবী সাইফুল হত্যাকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বহিষ্কার