বৈমানিক নিয়োগে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা : প্রতিমন্ত্রী মাহবুব আলী
০৯ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বৈমানিক নিয়োগ প্রক্রিয়ায় যে অভিযোগ এসেছে, সেটার সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাজধানীর হোটেল ওয়েস্টিনে শেয়ারট্রিপ আয়োজিত ট্রাভেল ক্রেডিট কার্ড স্কাইট্রিপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এমন কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ডিজিটালাইজড হয়েছে। আমরা ইতোমধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। একই সঙ্গে দেশের পর্যটন খাতও অনেকটা এগিয়ে গেছে। ভ্রমণের সময় টাকা বহন করা ঝুঁকিপূর্ণ, সেটাকে স্কাইট্রিপ ট্রাভেল ক্রেডিট কার্ড ঝুঁকিমুক্ত করে দিচ্ছে। এটি পর্যটন খাতের একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর ফলে দেশি-বিদেশি পর্যটকরা কি পরিমাণ খরচ করছে তার একটি হিসাব পাওয়া যাবে। যেটা আগে নির্ণয় করা যেত না।
তিনি বলেন, বিভিন্ন অভিজাত হোটেলের ক্ষেত্রে অধিক চার্জ রাখার অভিযোগ পাওয়া যায়। ফলে অনেকেই হোটেলের সেবা গ্রহণ করতে পারেন না। সব শ্রেণির গ্রাহক যেন অভিজাত হোটেলগুলোর সেবা নিতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি। যেন একটি পর্যটনবান্ধব পরিবেশ গড়ে ওঠে। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য আলাদা একটি অঞ্চল নির্মাণ করা হবে। যেন এ খাত থেকে প্রাপ্ত ফরেন কারেন্সি জিডিপিতে অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী নির্দেশে ট্যুরিজম মাস্টারপ্ল্যান নিয়েও কাজ চলছে। কিছুদিনের মধ্যেই এ বিষয়ে একটি মতামত সভার আয়োজন করা হবে। সবার মতামতের প্রেক্ষিতে মাস্টারপ্ল্যানটি চূড়ান্ত করা হবে, যা দেশের পর্যটন খাতকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যাবে।
মাস্টারকার্ড, শেয়ারট্রিপ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড একত্রে নিয়ে এসেছে ট্রাভেল ক্রেডিট কার্ড ‘স্কাইট্রিপ’। বিশেষ এই ট্রাভেল কার্ডটি পর্যটকদের জন্য আরো নিরাপদ এবং সুবিধাজনক পেমেন্ট সুবিধা প্রদানের পাশাপাশি তাদের এন্ড-টু-এন্ড ট্রাভেল সল্যুশন দেবে।
স্কাইট্রিপ কার্ডের মাধ্যমে পর্যটকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইবিএল স্কাই লাউঞ্জে প্রবেশাধিকার ও সার্ভিসের মতো অনন্য সুবিধা পাবেন। তাছাড়া ট্রাভেল ইনস্যুরেন্স ও ব্যাগেজ সুরক্ষার পাশাপাশি কার্ডহোল্ডররা মাস্টারকার্ডের লাউঞ্জকি সুবিধার মাধ্যমে ১২০টি দেশের ১১০০টিরও বেশি আন্তর্জাতিক বিমানবন্দর লাউঞ্জে বিনামূল্যে প্রবেশাধিকার পাবেন।
পাশাপাশি স্কাইট্রিপ কার্ডহোল্ডাররা বাই ওয়ান-গেট ওয়ান ডাইনিং অফার, ক্যাশব্যাক অফার, ডাইনিং ডিসকাউন্ট, শেয়ারট্রিপে দ্বিগুণ ট্রিপকয়েন ও ইবিএল স্কাইকয়েন-এর পাশাপাশি বাংলাদেশের বাংলাদেশে মাস্টারকার্ডের ৬ হাজারেরও বেশি মার্চেন্ট আউটলেটে বিশেষ অফারসমূহ উপভোগ করতে পারবেন।
শেয়ারট্রিপের সিইও এবং কো-ফাউন্ডার সাদিয়া হক বলেন, মাস্টারকার্ড এবং ইবিএল-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে অভিনব এই কার্ড চালু করতে পেরে আমরা রোমাঞ্চিত, যেটি ভ্রমণের আনন্দে বাড়তি মাত্রা যোগ করবে এবং গ্রাহকদের ভালো লাগার ও প্রয়োজনীয় কাজগুলোর অভিজ্ঞতা লাভের নতুন সুযোগ তৈরি করে দেবে। গ্রাহকদের ভ্রমণ অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং তাদের নিত্য-নতুন ভ্রমণ গন্তব্যের সন্ধান দিতে কাজ চলছে। শেয়ারট্রিপের চমৎকার আয়োজনগুলোর মধ্যে এই ‘স্কাইট্রিপ’ কার্ড সেবা অন্যতম এবং গ্রাহকদের জন্য আমাদের আরো অনেক আকর্ষণীয় সব অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে।
ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও আলী রেজা ইফতেখার বলেন, এই কো-ব্র্যান্ড ট্রাভেল কার্ড কার্ডহোল্ডারদের বিশেষ বিশেষ অফারসহ বিশ্বব্যাপী এমন সব সুবিধা দেবে- যা তারা আগে কখনো উপভোগ করেননি। আমরা মাস্টারকার্ড এবং শেয়ারট্রিপের সঙ্গে অংশীদারিত্ব গড়তে পেরে আনন্দিত এবং ভবিষ্যতে আরও অনেক উদ্ভাবনী ভাবনা যুক্ত করে গ্রাহকদের ভ্রমণের অভিজ্ঞতাকে অনন্য করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
মাস্টারকার্ড বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, মাস্টারকার্ড, ইবিএল এবং শেয়ারট্রিপকে সঙ্গে নিয়ে এই ক্যাশলেস ট্রানজেকশন সল্যুশন প্রদান করতে পেরে আনন্দিত, যা কেবল নিরাপদ ও অত্যন্ত সুবিধাজনক-ই নয় বরং কার্ডহোল্ডারদের আকর্ষণীয় ডিসকাউন্ট, বিভিন্ন অফার এবং অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে তাদের নির্বিঘ্ন ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. মোতাছিম বিল্লাহ, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের হেড অব পোর্টফোলিও ইনভেস্টমেন্ট হাসান এ. আরিফ, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি রেজা ইফতেখার, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, শেয়ারট্রিপের সিইও অ্যান্ড কো-ফাউন্ডার সাদিয়া হক প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুষ্টিয়ায় ভোটার তালিকা হালনাগাদ উপলক্ষ্যে সমন্বয় কমিটির সভা
কুষ্টিয়ায় বাবার উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা
বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- বিভাগীয় কমিশনার
লালমোহন পৌরসভার ছয় দিন ব্যাপী করমেলার সমাপ্তি ঘোষণা করেন পৌর প্রশাসক মো. শাহ আজিজ
ইবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানিসহ ২৭ অভিযোগ, বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল
খুলনায় ক্লাব দখল করে গণঅধিকার পরিষদের কার্যালয়
শিক্ষার্থীদের ভিসা দ্রুত দিতে কানাডাকে ঢাকার অনুরোধ
অবৈধ বালু উত্তোলন বিরুদ্ধে অভিযানে ৪০ মিনি ড্রেজার, টাওয়ার ও পাইপ ধ্বংস
২৪ বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা বহাল রাখার নির্দেশ
ইবিতে বাস ভাঙচুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি
সাইবার আদালত থেকে খালাস পেলেন নূরুল করীম আকরাম ও ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন
‘টাকা থাকলে দল নেবে, না থাকলে নেবে না’
লামায় অস্ত্রসহ ১ জন পাহাড়ি সন্ত্রাসী আটক
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার বুমরাহ
আটকেপড়া বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালয়েশিয়া
৩৫৬টি কেন্দ্র, কল সেন্টার এবং অনলাইনে বিকাশের নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ
ঢাবি থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলে সাদা দলের অভিনন্দন
৩ মাসে অ্যাপেক্সের মুনাফা ৩ কোটি টাকা
নজরুল বিশ্ববিদ্যালয় সেইভ ইয়ুথের নেতৃত্বে রুম্পা-বাপ্পি