সিদ্ধিরগঞ্জে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ৩৮ লাখ ডাকাতি, গ্রেপ্তার৭
১২ মার্চ ২০২৩, ০৬:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৫ পিএম
সিদ্ধিরগঞ্জে আইনশৃংখলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর আটত্রিশ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়
এ সময় উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ডিবি পুলিশের নকল জ্যাকেট ও খেলনা পিস্তলসহ বিভিন্ন সরঞ্জাম। গ্রেপ্তারকৃতরা হলো- সাইফুল ইসলাম স্বপন (৪৯), নুর ইসলাম (৩৬), মো. রাসেল (৩৫), মো. রতন (৩৬), বাবুল হোসেন (৪৩), শাহরিয়ার মোফাজ্জল (৩১) ও মো. সালাউদ্দিন (২৭)। রবিবার (১২ মার্চ) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার মনিরুল ইসলাম তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, চট্টগ্রামের জুয়েলারী ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি তার ব্যবসার ৬০ ভরি স্বর্ণ রাজধানীর তাঁতীবাজারে বিক্রি করে আটত্রিশ লাখ টাকা পান। এরপর নগদ টাকাগুলো নিয়ে চট্টগ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সায়েদাবাদ থেকে একটি যাত্রীবাহি বাসে উঠেন।
বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে পৌঁছলে দূর্র্ধষ ডাকাত দল আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে অস্ত্রের মুখে তার আটত্রিশ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী পরিতোষ চন্দ্র ধর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে পরবর্তীতে এর তদন্তভার দেয়া হয় পিবিআইকে। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের কয়েকজন সদস্য শনাক্ত হলে গ্রেপ্তার অভিযান শুরু করে পিবিআিই।
গত ২১ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত টানা পনের দিন বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ডাকাতির ঘটনায় জড়িত সাতজনকে। পরেগ্রেপ্তারকৃতদের মধ্যে পাঁচজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। পিবিআই পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের এই সদস্যরা ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন মহাসড়কে বেশ কয়েকটি ডাকাতি করেছে এবং প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। #
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক