স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে শীর্ষ দুর্নীতিবাজদের বিচার করতে হবে - দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম
২২ মার্চ ২০২৩, ০৫:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:২০ পিএম
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক জরুরী সভা গতকাল ২১ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ২য় তলায় আলিফ রেস্টুরেন্টের অনুষ্ঠিত হয়। সভায় গত ১৯ মার্চ-২০২৩ বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশ- “ব্যাংকের হাজার কোটি টাকা মেরে সাউথ-বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস.এম আমজাদ বিদেশে পলায়ন, পাচারকৃত অর্থে আমেরিকায় একাধিক বাড়ি কিনে বসবাস করছে।” একই পত্রিকায় ৭ মার্চ-২০২৩ ইংরেজি তারিখে প্রকাশ “ব্যাংকের টাকা মেরে বিদেশে বিলাসী জীবন” প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা দুবাইয়ে পাচার করেছে বিসমিল্লাহ গ্রুপ, ক্রিসেন্ট গ্রুপ ও টেরাকোটা টাইলস এবং ১৩ হাজার কোটি টাকার খেলাপী চট্টগ্রামের ব্যবসায়ী ধানমন্ডিতে বিলাস বহুল দামী বাড়ি-গাড়ি।” ১৪ মার্চ-২০২৩ দৈনিক আমাদের সময়ে প্রকাশিত “নিরাপদ পানি সরবরাহের জন্য এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের নামে ৭১২ কোটি টাকা লুটপাট।” এছাড়াও পুলিশ কর্মকর্তা মামুন এমরান খুনের আসামী, গোপালগঞ্জ জেলার কুটালিপাড়ার দিনমজুরের ছেলে রবিউল ইসলাম খান উরফে আরাভ এর মালিকানাধিন দুবাইতে স্বর্ণের দোকান উদ্বোধন”। ১৮ মার্চ-২০২৩ দৈনিক প্রথম আলোর ৬নং পৃষ্ঠায় প্রকাশিত “নিয়োগ অনিয়ম, স্বজনপ্রীতি ব্রাহ্মণবাড়িয়া গ্যাস ফিল্ড কোম্পানীর বিরুদ্ধে”। ৪ মার্চ-২০২৩ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত “চুরি-সিস্টেম লসে ডুবছে বিদ্যুৎ খাত”।
সভায় বক্তাগণ সংবাদগুলো নিয়ে গভীর উদ্বোগ, উৎকণ্ঠা ও তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, প্রতিদিনই কোন না কোন গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের নাম, সাকিন সহ বিস্তারিত তথ্য। এরপর সরকারের হাইকমান্ড বলেন, দুর্নীতি কোথায় হচ্ছে দেখিয়ে দিন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো দুর্নীতির জন্য যথেষ্ট প্রমাণ নয় কী? বক্তাগণ বলেন, বাংলাদেশ এখন দুর্নীতিবাজাদের জন্য আলাদিনের চেরাগে পরিণত হয়েছে।
সভায় ব্যাংকের টাকা মেরে বিদেশে বিলাসী জীবন যাপনকারী ব্যাংক ডাকাত ও অর্থ পাচারকারীদে বিরুদ্ধে তড়িৎ পদক্ষেপ দেশবাসী দেখতে চায়। সভায় জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলা সাপ্তাহিক ইউটিউব টক শোতে দুবাইতে আরাভ খানের স্বর্ণ ব্যবসার সাথে দেশে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জড়িত আছেন বলে টক শোতে আলোচনা হয়েছে। বক্তাগণ আরাভ খানের কু-কর্ম ও দুর্নীতির সাথে জড়িত নেপথ্যের নায়কদের খোঁজে বের করার জোর দাবী জানান।
বক্তারা নিত্যপণ্যের মূল্য প্রতিনিয়ত বৃদ্ধি, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধিতে দেশের সাধারণ মানুষের অবস্থা চিড়েচাপটা। অপরদিকে দুর্নীতিবাজরা আলীশ্বান জীবন যাপন করছে তা, কোন ইনসাফের কথা। বক্তারা অবিলম্বে এই বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরার জন্য স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে মানুষ রূপী জানোয়ারদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান। অন্যথায় রাজপথে এই দাবীতে গণআন্দোলন গড়ে তোলার জন্য দেশপ্রেমিক চিন্তাশীল জাতীয় ব্যক্তিবর্গদের প্রতি আকুল আহবান জানান।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য্য, ফোরামের উপদেষ্টা শিক্ষাবিদ ও সমাজসেবী নেছারুল হক চৌধুরী বুস্তান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সদস্য আমিরুর হোসেন চৌধুরী আমনু, আব্দুল মোতাওয়ালী ফলিক, রফিকুল ইসলাম শিতাব, সরোজ ভাট্টাচার্য্য, সন্তোষ দেব, সাংবাদিক শহীদ আহমদ খান শিব্বির, কবি শাহজাহান চৌধুরী প্রমুখ।
সভায় প্রকৌশলী আজিজ আহমদ এর নেতৃত্বে একদল ব্যক্তিবর্গ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামে যোগদান করেন। বিজ্ঞপ্তি
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সেবা পৌঁছে দেয়া হবে সারাদেশে -স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ কর্মকর্তা তুহিন ফারাবী
"আজ গানে গানে সউদি মাতাবেন নগরবাউল জেমস"
কপ২৯-এর এনসিকিউজি টেক্সট হতাশাজনক : সৈয়দা রিজওয়ানা হাসান
বল হাতে বাংলাদেশের ভালো শুরু
বেনাপোল দিয়ে যাত্রী পারাপার কমেছে অর্ধেক, রাজস্ব আয় ও ব্যবসা বাণিজ্যে ধস
'জুলাই অনির্বাণ’ এ রক্তপিপাসু হাসিনার নির্মমতা দেখে কাঁদছেন নেটিজেনরা
অবশেষে ২৬ মামলার আসামি কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী আল-আমিন গ্রেফতার
তারেক রহমানের আর্থিক সহায়তা নিয়ে সিয়ামের বাড়িতে মীর হেলাল
মানবপাচারকারীদের প্ররোচনায় : স্বপ্ন পূরণে হাতছানি!
অবিলম্বে ফারাবিসহ সকল মাজলুম আলেমদের মুক্তি দিন, বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ
জগন্নাথের সহকারী প্রক্টরকে গুলি করে হত্যার হুমকির অভিযোগ
আপনারা এখন কোথায়: আ.লীগকে জামায়াত নেতা
আনন্দে গুলি ছুড়তে গিয়ে নিজেই গুলিবিদ্ধ, যুক্তরাষ্ট্রে মৃত্যু ভারতীয় শিক্ষার্থীর
বিশ্বস্ত পাম বন্ডিকে অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নিলেন ট্রাম্প
জনসমর্থন হারাচ্ছে জার্মানির ক্ষমতাসীন দল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আহত, নিহত ও কারা নির্যাতিত নেতাকর্মীদের পাশে বিএনপি'র সব সময় থাকবে!
বিপ্লবী সরকারের উপদেষ্টা হবেন বিপ্লবী, তাদের চেতনা থাকবে গতিশীল: রিজভী
আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল এখন ঢাকায়
‘আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবে কানাডা’
সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করা হবে- রেলপথ উপদেষ্টা