ঢাকা   বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪ | ১২ পৌষ ১৪৩১

হঠাৎ কেনো সংলাপের ডাক, বিএনপির দাবি নিরপেক্ষ সরকার

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৮ মার্চ ২০২৩, ০৯:৪৭ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:১৪ পিএম

বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, সংলাপে যাওয়া বা না যাওয়া নিয়ে বিএনপির ভেতরে নানারকম মতভেদ রয়েছে।

বিএনপির নেতারা মনে করছেন, নির্বাচন কমিশনের সাথে সংলাপে বিএনপির দাবি-দাওয়ার বিষয়ে কোনো সমাধান হবে না। কিন্তু তখন সবার অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, বরং বিএনপি রাজি হয়নি, এমনটা সরকার কূটনৈতিকদের কাছে তুলে ধরার চেষ্টা করতে পারে।

বাংলাদেশে পরবর্তী সাধারণ নির্বাচন নিয়ে সংলাপ করার জন্য নির্বাচন কমিশন দেশের প্রধান বিরোধী দল বিএনপিকে আবারো আমন্ত্রণ জানিয়েছে ।

প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে এই আমন্ত্রণকে ‘সরকারের নতুন কৌশল’ বলে বর্ণনা করেছে দলটি, কিন্তু এখনো সংলাপে যাওয়া বা না যাওয়ার বিষয়ে তাদের সিদ্ধান্ত জানায়নি।

মঙ্গলবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

এই বছরের শেষ নাগাদ বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। কিন্তু নিরপেক্ষ সরকার ছাড়া সেই নির্বাচনে অংশ নেবে না বিএনপি ঘোষণা দিয়েছে।

এর আগে কমিশন যে সংলাপের আয়োজন করেছিল, সেখানে অংশ নেয়নি দেশের অন্যতম প্রধান এই রাজনৈতিক দল এবং তাদের মিত্র দলগুলো।

সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কূটনৈতিক মহল থেকে বারবার তাগিদ দেয়া হচ্ছে।

এমন প্রেক্ষাপটেই বিএনপিকে সংলাপে বসার জন্য পুনরায় আমন্ত্রণ জানাল কমিশন।

এই আমন্ত্রণ পাঠানো হয়েছে এমন সময়ে, যখন বহু বছর নিষ্ক্রিয় থাকার পর বিএনপি এবং অন্য রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠতে দেখা যাচ্ছে।

অতীতে এ ধরনের কর্মকাণ্ডে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে নানারকম বাধা তৈরি করা হত। কিন্তু এবার দেশে নির্বাচনী পরিবেশ তৈরি করার জন্য তাদের ছাড় দেয়া হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

নির্বাচন কমিশনের ডাক
গত বছরের জুন মাসে রাজনৈতিক দলগুলোর সাথে যে সংলাপের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। তাতে অংশ নেয়নি বিএনপি এবং তাদের মিত্র দলগুলো। তাহলে আবার কেন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে?

নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান বলেন, ‘আমরা তো চিঠিতেই উল্লেখ করেছি, জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনার জন্য তাদের ডেকেছি।’

তিনি বলেন, ‘এটাই উদ্দেশ্য, অন্য কোন উদ্দেশ্য নেই। প্রত্যেককে ডেকে কথা শুনতে চাই, নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য কাজ করতে চাই।’

রহমান বলেন, ‘বিএনপিকে আগেও ডাকা হয়েছিল, তারা আসেননি। ভবিষ্যতেও তাদের ডাকা হতে পারে। ‘আমাদের আহ্বান অব্যাহত থাকবে।’

কমিশন জানিয়েছেন, প্রয়োজনে আওয়ামী লীগ এবং অন্য দলগুলোকে নিয়েও আবারো সংলাপের আয়োজনের কথাও বিবেচনা করা হচ্ছে।

তবে তিনি এটিও বলছেন, ‘অনির্দিষ্ট সময় পর্যন্ত তো আমরা বসেও থাকতে পারবো না। আমাদের সময় দিনদিন কমে যাচ্ছে।’

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছে বিএনপি।

সংলাপের আড়ালে সরকার?
নির্বাচন কমিশন আমন্ত্রণ জানালেও, দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এর পেছনে সরকারের ইঙ্গিত থাকতে পারে। তারা মনে করছেন, নির্বাচন নিয়ে বাংলাদেশের ‘ডেভেলপমেন্ট পার্টনার' অর্থাৎ পশ্চিমা দেশগুলোর একটি উদ্যোগ থাকায়, সরকার চাপের মধ্যে আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. সাব্বীর আহমেদ বলেন,‘একটা প্রেশার সরকারের ওপরে কাজ করছে, সেটা অস্বীকার করার উপায় নেই। ফলে নির্বাচন কমিশনের এই আমন্ত্রণের পেছনে সরকারের একটা ইঙ্গিত থাকতে পারে।’

তিনি বলেন,‘আমার মনে হয় না যে, হঠাৎ শুধু নির্বাচন কমিশনের উদ্যোগের কারণেই এটা হয়েছে।’

অধ্যাপক আহমদের মতে, নির্বাচন কমিশনই যেহেতু বারবার বলেছে নির্বাচন কোন পদ্ধতিতে হবে, সেটা একটা রাজনৈতিক প্রশ্ন, তাহলে বিএনপির সাথে কমিশনের কী আলোচনা হবে?

তিনি বলছেন, ‘আমার মনে হয়, এটার পেছনে সরকারের একটা পরোক্ষ ভূমিকা থাকতে পারে, যাতে নির্বাচন ইস্যুতে প্রধান বিরোধী দল বিএনপির সাথে একটা আলোচনা শুরু হয়।’

তিনি মনে করেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় কমিশনের পক্ষে কোনোরকম মধ্যস্থতাকারীর ভূমিকা নেয়া সম্ভব নয়। তবে সরকারি এবং বিরোধী দলের যে মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে, সেখানে হয়তো আলোচনার একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে।

সংলাপে নিয়ে বিএনপির অনীহা
নির্বাচন কমিশনের আমন্ত্রণের ব্যাপারে সোমবার পর্যন্ত কোন সিদ্ধান্ত নিতে পারেনি বিএনপি। মঙ্গলবার দলটির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

নির্বাচন কমিশনের আমন্ত্রণের ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্বাচন কমিশনের আমন্ত্রণের আগে পর্যন্ত আমরা তো সবসময়েই আমাদের অবস্থান খুব ক্লিয়ারভাবে জানিয়ে আসছি। আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে ছাড়া কোনো নির্বাচনে যাবো না। সরকারের বাইরে গিয়ে তো নির্বাচন কমিশন কিছু করতে পারবে না।’

একটি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের সাথে সংলাপ বা আলোচনায় তো নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে পারে বিএনপি। তাহলে সংলাপ নিয়ে কেন তারা সন্দেহের চোখে দেখছেন?

এই প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, ‘তাদের দাবি একটাই, আর সেটা হল নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, কোনো দলের অধীনে নির্বাচনে তারা যাবেন না।’

ফখরুল বলেন,‘সেই সমাধান তো এই কমিশন দিতে পারবে না, তাহলে তাদের সাথে সংলাপ করে কী লাভ হবে?’

বিএনপিতে মতভেদ
বিএনপির নেতারা মনে করছেন, সামনের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। তাই কৌশলে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার ব্যাপারে আলোচনা করতে চায় কমিশন। কিন্তু তাতে কতটা কাজ হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে দলটির মধ্যে।

সূত্র : বিবিসি


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
হামলা-নাশকতা প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী
তাবলিগ জামাতের দু'পক্ষকেই বিশেষ নির্দেশনা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আরও

আরও পড়ুন

বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক

বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩

বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী

বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী

সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি

সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি

পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক

পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক

‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’

‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’

আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ

আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী

লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার

লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার

বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু

বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু

আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।

আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।

লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা

লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা

শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল

হেঁটে টেকনাফ গেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাসেদুল

বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!

বিদেশি অপারেটরের সঙ্গে সম্পাদিত গোপন চুক্তি বাতিল চেয়ে আইনি নোটিশ!

বাগেরহাটে  জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত

বাগেরহাটে  জেলা একীভূত চক্ষু সেবা কর্মসূচির এডভোকেসি সভা অনুষ্ঠিত