তবুও এই ইন্টেন্টেই খুশি বাংলাদেশ
৩১ মার্চ ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৯:০৪ পিএম
পুরো সিরিজে চলছিল একপেশে লড়াই। বাংলাদেশের দাপটের মাঝে কোন জবাব দিতে পারছিল না আয়ারল্যান্ড। শেষটায় এসে দেখা গেল পুরো ভিন্ন চিত্র। সাকিব আল হাসানরা এবার আটকে গেলেন অল্প রানে। পল স্টার্লিং ঝড়ো ইনিংস খেলে অনেকটা তুড়ি মেরেই যেন সেরে ফেললেন কাজ। আইরিশদের আর হোয়াইটওয়াশ করতে পারল না বাংলাদেশ। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিও হলো একপেশে। তাতে জয়ী দলের নাম আয়ারল্যান্ড। স্বাগতিকদের ৭ উইকেটে হারালো তারা। আগে ব্যাটিং বেছে বাংলাদেশের করা ১২৪ রান ৩৬ বল আগেই পেরিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হলো ২-১ ব্যবধানে সিরিজ জিতেই। টি-টোয়েন্টিতে রেকর্ড টানা ৫ ম্যাচে জয়ের পর অবশেষে হারল সাকিবের দল। এই জয়ে বাংলাদেশে এবং বাংলাদেশের বিপক্ষে তো বটেই এশিয়ার মাটিতে কোনো এশিয়ান প্রতিপক্ষের বিপক্ষে প্রথম জয় পেল আয়ারল্যান্ড।
সাগরিকায় শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে পরে শামীম হোসেনের ফিফটিতে বাংলাদেশ যেতে পারে ১২৪ রান পর্যন্ত। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ফিফটিতে ৫ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৫১ রান করে শামীম দলের রান নিয়ে যান একটু ভদ্রস্থ পর্যায়ে। বল হাতে ২৫ রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে বড় অবদান পেসার মার্ক অ্যাডায়ারের। ব্যাটিংবান্ধব উইকেটে এই পুঁজি নিয়ে লড়াই করাও কঠিন। সম্ভাবনা যতটুকু ছিল, সেটিও শেষ করে দেন পল স্টার্লিং। আইরিশরা জিতে যায় ৩৬ বল বাকি রেখে। সিরিজে প্রথমবার জ্বলে ওঠে স্টার্লিং ৪১ বলে ৭৭ রানের ইনিংস খেলেন ১০ চার ও ৪ ছক্কায়।
আগের দুই ম্যাচে যে পথে সাফল্য ধরা দিয়েছে বাংলাদেশের, সেই পথই এবার ডেকে আনে পতন। সাকিব অবশ্য এই সিরিজেই আগে বলেছেন, আক্রমণাত্মক ঘরানায় এগোতে গেলে মাঝেমধ্যে হোঁচট খেতেও হবে। সেই দিনটিই এলো সিরিজ জয়ের পর। একের পর এক উইকেট হারানোর পরও বাংলাদেশের ব্যাটসম্যানরা শট খেলে গেছেন। তবে দলকে উদ্ধার করতে পারেননি কেউ। ম্যাচ শেষে সেই আক্ষেপই ঝরল বল হাতে দারুণ সময় কাটানো সিরিজ সেরা পেসার তাসকিন আহমেদের কণ্ঠে, ‘আজকে (গতকাল) হয়তো আমাদের ব্যাটিংয়ে ধস পড়েছে। উইকেট ভালোই ছিল, দুর্ভাগ্যজনকভাবে দ্রæত উইকেট পড়ে গিয়েছিল। কিন্তু ইন্টেন্ট আগের দুই ম্যাচের মতোই ছিল। এরকম ইন্টেন্ট না থাকলে কিন্তু দুইটা ম্যাচে ২০০ হতো না, এটা সত্যি কথা বুঝতে হবে। আমরা যদি আগামীতে টি২০তে ভালো করতে চাই আমাদের ইন্টেন্টটা থাকতে হবে। বোলার, ব্যাটার সবারই আগ্রাসী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। কিছু কিছু দিন হয়ত এরকম ইন্টেন্ট দেখাতে গিয়ে ধস নামবে। এটাও আমরা মেনে নিয়ে এগোবো। এমন না যে ভয়ডর নিয়ে থাকব। ভবিষ্যতে এটা আমাদের সাহায্য করবে। ব্যর্থতার ভয়টাকে বাদ দিয়ে ক্রিকেট খেলা। এই অভিপ্রায় আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে।’
টি-টোয়েন্টিতে বাংলাদেশ যে অ্যাপ্রোচ নিয়ে খেলছে এটাকে কীভাবে দেখছেন? জবাবে বিসিবি সভাপতি বলেন, ‘অ্যাপ্রোচ মানেটা কি সেটা হল কথা। মূলত যে জিনিসটা হল ফিয়ারলেস ক্রিকেট, অবশ্যই আমরা এটাই চাই। ফিয়ারলেস ক্রিকেট খেলতেই হবে টি-টোয়েন্টিতে। সে ব্যাপারে আমাদের কোন সন্দেহ নেই। তবে দু’একটা আউট দেখতে একটু ভালো লাগেনি।’ টানা ৫ ম্যাচ পর হার টি-টোয়েন্টিতে এটা কীভাবে নিচ্ছেন, ‘এটা কোন ইস্যু না। হারা-জিতা নিয়ে আমি চিন্তিত না। কিন্তু আউট হওয়ার ধরন একটা দুটা ভালো লাগেনি, সেটা বলছি। এর মানে এই না যে তারা সবাই ডিফেন্সিভ খেলবে, সেটাও আমি চাই না। ওদের এই মাউন্ডসেটটা ঠিক আছে, এটা নিয়ে কোন সন্দেহ নেই। একটা জিনিস ভুললে চলবে না যে এই দলটা টি-টোয়েন্টিতে আসলেই শক্তিশালী দল, এবং ওরা আমার যতটুকু মনে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে জিতেছে, পাকিস্তানের সাথে জিতেছে। নিউজিল্যান্ডের সাথে প্রায় জিতেই গিয়েছিল।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই হতাহতের বিচার আদৌ হবে কিনা সংশয় স্বজনের মধ্যে
হরিণাকুন্ডুতে যুবদল সভাপতির উপর গুলি অল্পের জন্য রক্ষা
সচিবালয়ে আগুন, টঙ্গী হত্যাকাণ্ড ও ইসকনের আস্ফালন একই সূত্রে গাঁথা : যুব সমাবেশে মাওলানা মামুনুল হক
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে :পররাষ্ট্র উপদেষ্টা
সেই সুখরঞ্জন বালির ভারতে গুমের লোমহর্ষক কাহিনী
খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন শাস্তি হলে হাসিনার সুযোগ নেই :অ্যাটর্নি জেনারেল
থার্টি ফাস্ট নাইট নিষিদ্ধ করতে হবে আইন করে :জুমার খুৎবা-পূর্ব বয়ান
হাসিনা-জয়ের ৩০০ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই
সচিবালয়ে অগ্নিকাণ্ডের রহস্য নিয়ে জনমনে নানা প্রশ্ন
সংস্কারের সঙ্গেই নির্বাচন প্রস্তুতি
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন’
আসিফ মাহমুদের হেলিকপ্টারে ছয় দিনে ২৮ বার সফর বিতর্ক
বন্ধ রয়েছে পায়রা বন্দরে পণ্য খালাস কার্যক্রম
ডেঙ্গুতে মৃত্যুহীন ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩
নববর্ষ উদযাপনে ৭ বছরে শব্দদূষণ বেড়েছে ৭৪ শতাংশ
হাসিনা পরিবারের দুর্নীতির অনুসন্ধান শুরুর পরই সচিবালয়ে আগুন : রিজভী
হাসিনার ফ্যাসিজম নিয়ে সস্তা কথা টিকবে না : শফিকুল আলম
চাঁদপুর মেঘনায় ড্রেজারসহ ২৮ জন আটক
ব্যাট হাতেও উজ্জ্বল অভিষিক্ত বশ,চালকের আসনে দক্ষিণ আফ্রিকা
১৬ বছরের অভিনেতার অকাল প্রয়াণে হলিউডে শোকের ছায়া