মানবিক ও আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত ব্যবস্থার বিকল্প নেই : আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী
১০ এপ্রিল ২০২৩, ০৮:১৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০১:৪৮ পিএম

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরিয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ইসলামি রাষ্ট্রে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমান। মহাবিশে^র সৃষ্টিকর্তা, পালনকর্তা ও নিয়ন্ত্রকারী আল্লাহ তা’আলা প্রদত্ত শাসনব্যবস্থার নাম খেলাফত শাসন ব্যবস্থা। অতএব মানুষের মানবিক ও মৌলিক অধিকার নিশ্চিত করত মানবিক ও উন্নত রাষ্ট্র গঠনে খেলাফত শাসন ব্যবস্থার বিকল্প নেই। খেলাফত শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান মানুষের শাসক বা রাজা নন বরং তিনি রাষ্ট্র ও নাগরিকের সেবক হিসেবে সবার সমানাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করার জন্য দায়িত্বপ্রাপ্ত। এর অন্যথা হলে তিনি জনগণের নিকট জবাবদিহি করতে বাধ্য। তিনি সংবিধান থেকে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম ইসলাম উঠিয়ে দেয়ার ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
১০ এপ্রিল সোমবার বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত 'আদর্শ রাষ্ট্র গঠনে খেলাফত ব্যবস্থার প্রয়োজনীয়তা' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর সভাপতিত্বে এবং নগর যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী আ ফ ম আকরাম হুসাইন ও নগর সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল হাসান কাসেমীর পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, সহকারি মহাসচিব আলহাজ আতিকুর রহমান নান্নু মুন্সি। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মাওলানা এমতিয়াজ আলম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগরের দক্ষিণের সভাপতি মাওলানা নূর মোহাম্মদ আজিজী, খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অধ্যাপক আজিজুল হক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন, খেলাফত আন্দোলন ঢাকা মহানগর উপদেষ্টা ইঞ্জি,আব্দুল হাদী, নায়েবে আমীর মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আখতারুজ্জামান আশরাফী, মুফতী আব্দুর রহীম কাসেমী, সাধারণ সম্পাদক মুফাচ্ছির হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লিটন চৌধুরী, শ্রম সম্পাদক মাওলানা জাফর আহমদ, প্রচার সম্পাদক মুফতী জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মুফতী আবু বকর, আইন সম্পাদক মুফতী মাহফুজুর রহমান, আব্দুর রব, প্রিন্সিপাল শফিকুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম জামালীসহ মহানগর ও থানা নেতৃবৃন্দ।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী ও কার্যকর করতে খেলাফত শাসনব্যবস্থার অধিনে ইসলামী অর্থব্যবস্থার পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। খেলাফত আন্দোলনের ১৫ দফা কর্মসূচির আলোকে রাষ্ট্রের শিক্ষা, কৃষি, অর্থনীতি, শিল্প, পররাষ্ট্রনীতি, বিচার ও সামরিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে।
সভাপতির বক্তব্যে মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, যারা আল্লাহ প্রদত্ত শাসনব্যবস্থা খেলাফতকে অবিশ^াস ও অবজ্ঞা করে, সংবিধানে বিদ্যমান বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্মকে জঞ্জাল বলার ধৃষ্টতা দেখায় তারা এদেশের জনগনের জন্য জঞ্জাল ছাড়া আর কিছু উপহার দিতে পারেনি। খেলাফত শাসনব্যবস্থা টেকসই উন্নয়ন ও জবাবদিহিতামূলক সুশাসনের নিশ্চয়তা দেয়। এতএব সবাই মিলে হাফেজ্জী হুজুরের অনুসরণে মহানবী সা. ও সাহাবায়ে কেরামের আদর্শে খেলাফত রাষ্ট্রব্যবস্থা কায়েমে জোর প্রচেষ্টা চালাতে হবে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ কারাগারে আবদ্ধ সকল উলামায়ে কেরামের নি:শর্ত মুক্তি, বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ আগুনে ভস্মীভূত বঙ্গবাজার মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং ভবন ও মার্কেট নির্মাণে নিরাপত্তাবিধি যথাযথভাবে বাস্তবায়নের জোর দাবি জানান। নেত্ববৃন্দ দখলদার ইসরাঈলী বাহিনী কতৃক পবিত্র আল আকসার ভিতরে চালানো নৃশংস হামলার তীব্র নিন্দা জানান এবং এর প্রতিকারার্থে জাতিসংঘ ও বিশ^মুসলিম নেতৃবৃন্দকে কার্যকর ভুমিকা রাখার আহবান জানান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মিয়ানমার সীমান্তে বেড়েছে চোরাচালান

দূর্গম বান্দরবানে শিক্ষার আলো ছড়িয়ে দিতে স্কুল তৈরী করলো বিজিবি

বাজেটের কাঠামোগত সংস্কারের মাধ্যমে বৈষম্যহীন টেকসই উন্নয়ন নিশ্চিতের দাবি

বাংলাদেশের অগ্রযাত্রাকে একটা ফ্যাসিস্ট দল বার বার পিছিয়ে দিয়েছে-ব্যারিস্টার নওশাদ জমির

বিএনপির পলিসি, বিএনপির পলিটিক্স

দোয়ারাবাজারো ইউপি সদস্যকে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

যাওয়াদের আরেকটি সেঞ্চুরি, সিরিজ বাংলাদেশের

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়শনের এডহক কমিটির আহবায়ক নির্বাচিত শরীফুল আলম

নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছে জনগণের বন্ধু হতে পারেনা তারা - এডভোকেট জয়নুল

অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে : ডা. ইরান

তামাকপণ্যের মূল্য বৃদ্ধি ও কর সংস্কারের দাবিতে টাঙ্গাইলে বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত

গোয়ালন্দের পদ্মায় ধরা পড়ল বিশাল ২ কাতল

মাদার অফ মাফিয়া হাসিনা ছিল স্বৈরাচারের মাথা-সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল

কাশ্মীরে হামলা নিয়ে চাঞ্চল্যকর যে তথ্য ফাঁস করলেন ভারতীয় সাংবাদিক

ফরিদপুরে রাজেন্দ্র কলেজের শিক্ষক আনসার আলী ৪৫ কোটি টাকার প্রতারণায় গ্রেপ্তার

প্রতিশোধ পরায়ন হাসিনার বিকৃত মানসিকতার যে বিবরণ উঠে এসেছে আল-জাজীরার প্রতিবেদনে

জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার করেছে সেনাবাহিনী

আ.লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর পালিত ডাকাত "ফখরা" বাহিনী এবার দখল করলেন খেয়াঘাট

ভারতকে শায়েস্তা করতে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

যে কারণে সিলেট বিমানবন্দর সড়ক অবরোধের ঘোষণা দিল চা শ্রমিকরা