ব্যবসায়ীদের কাছে রাসায়নিক গুদাম শিগগিরই বরাদ্দ দেয়া হবে : শিল্পমন্ত্রী
০৪ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৩, ০৬:৪৭ পিএম
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অস্থায়ীভাবে নির্মিত রাজধানীর শ্যামপুরের রাসায়নিক গুদাম শিগগিরই প্রকৃত ব্যবসায়ীদের কাছে বরাদ্দ দেয়া হবে। টঙ্গীতে এরকম আরও একটি গুদাম নির্মিত হচ্ছে।
রোববার (৪ জুন) শ্যামপুরে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য নির্মিত গুদাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্পমন্ত্রী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এই অস্থায়ী গুদাম উদ্বোধন করেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, নিমতলী ও চুড়িহাট্টা ট্র্যাজেডির যেন পুনরাবৃত্তি না ঘটে সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঘনবসতিপূর্ণ এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোর উদ্যোগ নেওয়া হয়। সংশ্লিষ্ট সকলের সহায়তায় এই রাসায়নিক গুদাম নির্মাণ সম্পাদন করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যবসায়ীকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে। এর ফলে ইতোমধ্যে দেশে ব্যবসা ও শিল্পসহায়ক পরিবেশ তৈরি হয়েছে। সরকার অস্থায়ীভাবে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য এ প্রকল্প বাস্তবায়ন করছে। ফলে বিশেষ করে পুরান ঢাকার জনগণের নিরাপত্তা নিশ্চিত হবে। মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩১০ একর জমির ওপর ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক’ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সেখানে আমরা ভূমি উন্নয়ন করেছি। বাউন্ডারি নির্মাণ ও অন্যান্য ভৌত সুযোগ-সুবিধা সৃষ্টি করেছি। প্লট বরাদ্দ প্রক্রিয়াধীন আছে।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, রাসায়নিক দ্রব্যাদি, বিস্ফোরক দ্রব্যের জন্য আলাদা গুদামঘরের যে ব্যবস্থা করা হয়েছে, এ ব্যবস্থাপনার মাধ্যমে পুরান ঢাকা থেকে এগুলো স্থানান্তর করা হবে। আমি আশা করব, দ্রুত যেন এই নীতিমালাটি (পুরান ঢাকা রাসায়নিক দ্রব্যাদি স্থানান্তর নীতিমালা) প্রণয়ন করা হয়। তিনি বলেন, বিপজ্জনক রাসায়নিক সামগ্রী ধীরে ধীরে স্থানান্তর হবে। একটি দুর্যোগপূর্ণ নগরী হিসেবে নয়, আমরা চাই ঢাকা হোক দুর্যোগ সহনশীল বাসযোগ্য একটি নগরী।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করে দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যেতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য স্বাধীনতাবিরোধীদের নানামুখী ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাই ঐক্যবদ্ধভাবে স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন, শিল্প সচিব জাকিয়া সুলতানা, প্রকল্পের ঠিকাদার নারায়ণগঞ্জ ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমোডোর মো. আব্দুল্লাহ আল মাকসুস, বিসিআইসির চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্লাস্টিক দূষণ মোকাবিলায় চুক্তির জন্য দক্ষিণ কোরিয়ায় সর্বাত্মক চেষ্টা
"হুমায়ূন আহমেদের উপন্যাস নিয়ে পর্দায় আসবেন মিঠুন চক্রবর্তী"
ফরিদপুর জেলার শ্রেষ্ঠ সার্কেল এএসপি হলেন আসাদুজ্জামান শাকিল
ইসকন নেতাকে গ্রেপ্তারে ফেসুবকে উচ্ছ্বাস
জড়িয়ে পড়ছে উত্তর কোরিয়া, ইরান ও চীন! ইউক্রেন সংঘাত কি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত?
ওষুধ কোম্পানির প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশ নিষিদ্ধ
মেডিকেলে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
উত্তাল পাকিস্তান,ইমরান-সমর্থকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ
ঢাবি ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় শুধুমাত্র সন্তানরা সুযোগ পাবেন, নাতি-নাতনিরা নয়
বাংলাদেশকে ৩ মিলিয়ন ইউরো দেবে আইএলও
আজ সন্ধ্যা থেকে ৫ দিন অনলাইনে বন্ধ থাকবে ভূমি সেবা
ছাত্রলীগকে গণধোলাই দিয়ে থানায় সোপর্দের আহ্বান ওসির
কাপড় নয়, এবার মানুষ ধোওয়ার মেশিন বের করল জাপান
লোহিত সাগরে প্রমোদতরী ডুবি : বিদেশিসহ ১৭ জন নিখোঁজ
রাশিয়া সিরিজ ড্র্রোন হামলা চালিয়েছে কিয়েভে
পূর্বের মানবতাবিরোধী অপরাধের মামলা সংশোধিত আইনেও চলবে
‘সরকারের আর্টিকুলেশন ঠিক থাকলে ফ্যাসিস্ট হাসিনার গুপ্তধনের সন্ধান মিলবে : রিজভি
নরসিংদীতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়
আসছে নতুন ‘ফিচার’, বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ব্যবহারের অভিজ্ঞতা