বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির দশম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
১১ জুন ২০২৩, ০৮:৫৪ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০০ এএম
বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতির দশম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন (শনিবার) অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিভাবে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যথাক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী। শনিবার শেকৃবি-র শেখ রাসেল টিএসসি অডিটোরিয়ামে দিন ব্যাপী অনুষ্ঠিত এই সম্মেলনে দেশের প্রায় ৩৫০ জন উদ্ভিদ রোগতত্ত্ববিদ উপস্থিত ছিলেন।
২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি-ড. মো. মতিয়ার রহমান, সহ-সভাপতি-প্রফেসর ড. মো. আতিকুর রহমান, কোষাধক্ষ্য-ড. মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক- ড. মো. ইকবাল ফারুক ও প্রফেসর ড. শাহজাহান মঞ্জিল, প্রচার সম্পাদক- ড. মো. সিদ্দিকুর রহমান। কার্যনির্বাহী সদস্য- ড. তাহমিদ আনসারী, ড. মোজাহিদী রহমান, প্রফেসর ড. মো. জিহাদ পারভেজ, প্রফেসর ড. মোতাহার হোসেন, প্রফেসর ড. আমিনুজ্জামান, প্রফেসর ড. মাহমুদুল হাসান, প্রফেসর ড. মো. মহিদুল ইসলাম, প্রফেসর মো. রেজাউল ইসলাম এবং প্রফেসর ড. আব্দুল মুকিত এবং পদাধিকার বলে যথাক্রমে প্রফেসর ড. ইসমাইল হোসেন ও প্রফেসর ড. সাখাওয়াত হোসেন। এ ছাড়া হাউজ সন্মানিত সদস্য হিসেবে প্রফেসর ড. ইসমাইল হোসেন মিয়া এবং প্রফেসর ড. আমিন উদ্দিন মৃধাকে নির্বাচিত করেছে। আগামী ২ বছর নতুন কমিটি দায়িত্ব পালন করবে। সম্মেলনে বিপিএ-র সাধারণ সম্পাদক ড. মো.সাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন।
বাংলাদেশ উদ্ভিদ রোগতত্ত্ব সমিতি (বিপিএস) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালযয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান আকন্দ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএস-র সভাপতি অধ্যাপক ড. প্রফেসর মো. ইসমাইল হোসেন। প্রফেসর প্ল্যান্ট প্যাথেলজি বিভাগের চেয়ারম্যান আবু নোমান ফারুক আহম্মেদ এবং সহযোগী অধ্যাপক সুক্তিরানী চৌধুরী অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশে উদ্ভিদ রোগবালাইয়ের বর্তমান পরিস্থিতি এবং আগামীর চ্যালেঞ্জ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্ল্যান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালাহউদ্দিন মাহমুদ চৌধুরী। মূল প্রবন্ধে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সাথে ফসলের রোগবালাই বাড়ছে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ছে। রোগ ও পোকার আক্রমণে ফসলের একটি বড় অংশ নষ্ট হচ্ছে। পাশাপাশি কৃষি ক্ষেত্রে নিত্য নতুন রোগ উৎপাদনে হুমকি হয়ে দাঁড়িয়েছে। আগামীর কৃষিতে আমাদের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে নতুন নতুন রোগবালাই দেখা যেতে পারে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা