সংবাদের উৎস হিসেবে ফেসবুকের গুরুত্ব ব্যাপক হারে কমছে
১৫ জুন ২০২৩, ০৯:৩১ পিএম | আপডেট: ১৫ জুন ২০২৩, ১১:৪৯ পিএম
বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক তার জন্মলগ্ন থেকেই যোগাযোগ, বাণিজ্যিক প্ল্যাটফরম এবং সংবাদের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, সামাজিক যোগাযোগামাধ্যমের গ্রাহক বা নেটিজেনদের কাছে সংবাদের উৎস হিসেবে দিন দিন কমছে ফেসবুকের গুরুত্ব।
উল্লেখযোগ্যসংখ্যক নেটিজেন এখনকার দিনে সংবাদের উৎস হিসেবে ফেসবুকের চেয়ে কন্টেন্ট শেয়ারিং মাধ্যম ইউটিউব এ বং টিকটকের ওপর ভরসা করতেই আগ্রহী। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং বার্তাসংস্থা রয়টার্সের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত সমাজ গবেষকদের একটি দলের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এ তথ্য।
বিশ্বের ৪৬টি দেশের ৯৪ হাজার নেটিজেন অংশগ্রহণ করেছেন সেই জরিপে। তাদের মতামত বিশ্লেষণ করে জানা গেছে, চলতি ২০২৩ সালে সামাজিক যোগাযোগমাধ্যম পরিষেবা গ্রহণকারীদের মাত্র ২৮ শতাংশ সংবাদের উৎস হিসেবে ফেসবুককে গুরুত্ব দেন। ৭ বছর আগে, ২০১৬ সালেও এই হার ছিল ৪২ শতাংশ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও রয়টার্সের প্রতিনিধিদলের সেই গবেষণা প্রতিবেদনটি বুধবার প্রকাশিতও হয়েছে। প্রতিবেদনেটির নাম ‘ডিজিটাল নিউজ রিপোর্ট- ২০২৩’।
গবেষকদলের প্রধান নিক নিউম্যান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বলেন, ‘বিশ্বজুড়ে এই মুহূর্তে যত সামাজিক যোগাযোগমাধ্যম সক্রিয় রয়েছে, সেসবের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশিসংখ্যক গ্রাহক ফেসবুকের। এখনও এটি সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সাম্প্রতিক বছরগুলোতে তবে মূলধারার সংবাদ থেকে মনযোগ সরিয়ে নিচ্ছে ফেসবুক। ফলে সংবাদের উৎস হিসেবেও নেটিজেনদের কাছে হ্রাস পাচ্ছে এই সামাজিক যোগাযোগমাধ্যমের গুরুত্ব।’
তবে ফেসবুকের পরিবর্তে নেটিজেনরা বিভিন্ন সংবাদমাধ্যমের ওয়েবসাইট বা আউটলেটের প্রতি আগ্রহী হয়ে উঠছেন— ব্যাপারটি এমনও নয়। ‘ডিজিটাল নিউজ রিপোর্ট-২০২৩’র তথ্য বলছে, সংবাদের উৎস হিসেবে বর্তমানে ফেসবুকের সবচেয়ে বড় দুই প্রতিদ্বন্দ্বী হলো কন্টেন্ট শেয়ারিং সাইট ইউটিউব এবং টিকটক।
এর মধ্যে টিকটকের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রীতিমতো ঈর্ষনীয়। নিক নিউম্যান এ প্রসঙ্গে বিবৃতিতে বলেন, জরিপে অংশ নেওয়া নেটিজেনদের মধ্যে যাদের বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে— তাদের ৪৪ শতাংশই বাণিজ্যিকভাবে চীনা সোশ্যাল নেটওয়ার্ক টিকটকের প্রতি আগ্রহী। এর বাইরে ২০ শতাংশ নেটিজেন সংবাদের উৎস হিসেবে টিকটকের ওপরেই নির্ভর করতে চান।
সংবাদের উৎস হিসেবে নেটিজেনদের কাছে দিন দিন কমছে সাংবাদিক বা সংবাদকর্মীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতাও। ডিজিটাল নিউজ রিপোর্ট-২০২৩’ বলছে, টিকটক ব্যাবহারকারীদের মধ্যে ৫৫ শতাংশ, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রাম ব্যাবহারকারীদের মধ্যে ৫২ শতাংশ সংবাদের উৎস হিসেবে সাংবাদিকের পরিবর্তে ইনফ্লুয়েন্সারদের বেশি গুরুত্ব দেন।
সংবাদের উৎস হিসেবে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি আগ্রহ এবং আস্থা— উভয়ই হারাচ্ছেন নেটিজেনরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও রয়টার্সের প্রতিনিধিদলের জরিপের তথ্য বলছে, গত বছর সংবাদের উৎস হিসেবে সংবাদমাধ্যম ও সংবাদকর্মীদের প্রতি যতসংখ্যক নেটিজেন আস্থাশীল ছিলেন— তা থেকে চলতি ২০২৩ সালের প্রথম ছয় মাসে ২ শতাংশ কমেছে আস্থাশীল নেটিজেনদের সংখ্যা।
‘জরিপে অংশ নেওয়া নেটিজেনেদের ৪০ শতাংশ জানিয়েছেন— তারা সংবাদের উৎস হিসেবে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের প্রতি আস্থাশীল,’ বুধবারের বিবৃতিতে বলেছেন নিক নিউম্যান।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪
ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পথে ফিলিপাইন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মায়োতে সাইক্লোন চিডোর ধ্বংসযজ্ঞে ফ্রান্সে জাতীয় শোক
সাড়ে ৪মাস পর হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের লাশ কবর থেকে উত্তোলন
কলাপাড়ায় অগ্নিকান্ডে দু'টি দোকান পুড়ে ছাই
গাছ আর জিও ব্যাগ পেয়ে খুশি খুলনার ছাদবাগানীরা
খুলনায় একাধিক মামলার আসামী সন্ত্রাসী রকি গ্রেপ্তার
টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
রাজবাড়ীতে পদ্মা নদীর এক বোয়াল ৫২ হাজারে বিক্রি
অচিরেই বিলুপ্ত হবে নেতানিয়াহু শাসন, হুমকি হুতি প্রধানের
এলন মাস্ক কি প্রেসিডেন্ট হতে পারেন? ট্রাম্প বললেন ‘অসম্ভব’
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ এক বুদ্ধি প্রতিবন্ধী নিহত