চট্টগ্রাম কাস্টম হাউস
০৪ জুলাই ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম
হ বৈশি্বক অর্থনৈতিক মন্দার মধ্যেও আহরণ ৬১ হাজার ৪৬৪ কোটি টাকা হ প্রবৃদ্ধি প্রায় ৪ শতাংশ
রফিকুল ইসলাম সেলিম : বৈশি^ক অর্থনৈতিক মন্দা আর আমদানিতে নেতিবাচক ধারার মধ্যেও রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। সদ্য সমাপ্ত ২০২২-২৩ অর্থবছরে প্রতিষ্ঠানটি ৬১ হাজার ৪৬৪ দশমিক ৭২ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। যা কাস্টম হাউসের ইতিহাসে সর্বোচ্চ। বিগত ২০২১-২২ অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৫৯ হাজার ১৫৯ কোটি ৮৩ লাখ টাকা। রাজস্ব আদায়ে আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি ৩ দশমিক ৯০ শতাংশ। তবে এই রাজস্ব লক্ষ্যমাত্রা ৭৪ হাজার ২০৬ কোটি টাকার চেয়ে ১৭ শতাংশ কম।
কাস্টমসের কর্মকর্তারা বলছেন, গেল অর্থবছরের শুরুতে ডলার সঙ্কটের কারণে উচ্চশুল্কের পণ্য আমদানি কমে যায়। সরকারি তরফেও উচ্চ বিলাসী এবং অতিপ্রয়োজনীয় নয় এমন পণ্যের আমদানির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। আবার দেশে অব্যাহত ডলার সঙ্কটের কারণে আমদানি কমে যায়। এসব কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা যায়নি। অন্যদিকে মিথ্যা ঘোষণায় আমদানি ঠেকাতে কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কার্যক্রম জোরদার করায় কারণে রাজস্ব আদায়ে গতি বেড়েছে। এছাড়া কোনো আমদানিকারক মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি করলে সর্বোচ্চ ২০০ শতাংশ পর্যন্ত জরিমানা আরোপ করা হয়েছে। এতেও রাজস্ব আয় বেড়েছে।
কাস্টমস হাউসের রেকর্ডে দেখা যায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে চলমান ডলার সঙ্কট, আমদানি-রফতানি বাণিজ্যে স্থবিরতাসহ অর্থনৈতিক মন্দার প্রভাবে অর্থবছরের শুরু থেকে টানা আট মাস রাজস্ব আদায় প্রায় স্থবির ছিল। স্থবিরতা কাটিয়ে মে মাসে রেকর্ড সাত হাজার ৮৪০ কোটি টাকা রাজস্ব আদায় করে প্রতিষ্ঠানটি। এছাড়া জুনে ছয় হাজার ৩৬৫ কোটি টাকা রাজস্ব আদায় হয়। তবে নতুন বাজেটের আগে মে ও জুন মাসে গাড়ি আমদানি বেড়ে যায়। তাতে রাজস্ব আদায়েও গতি আসে।
চট্টগ্রাম কাস্টমসে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭৪ হাজার ২০৬ কোটি টাকা। এরমধ্যে জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার হাজার ৪৮২ কোটি টাকা, আদায় হয় চার হাজার ৭৮১ কোটি ২১ লাখ টাকা। আগস্ট মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ হাজার ৬৬১ কোটি টাকা, আদায় হয় পাঁচ হাজার ৪৯৮ কোটি ৪৮ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৬৫২ কোটি টাকা, আদায় হয় পাঁচ হাজার ১০৫ কোটি ১৮ লাখ টাকা। অক্টোবর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৫৫৭ কোটি টাকা, আদায় হয় চার হাজার ৯১৮ কোটি ৬৫ লাখ টাকা। নভেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৬০৪ কোটি টাকা, আদায় হয় পাঁচ হাজার ৪৭৯ কোটি ৫৬ লাখ টাকা।
ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৬০৪ কোটি টাকা, আদায় হয় চার হাজার ৩৮৮ কোটি পাঁচ লাখ টাকা। জানুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৬৫২ কোটি টাকা, আদায় হয় চার হাজার ৭৪৪ কোটি ৬১ লাখ টাকা। ফেব্রুয়ারি মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় পাঁচ হাজার ৭৫৫ কোটি টাকা, আদায় হয় চার হাজার ২৮৭ কোটি ৭৯ লাখ টাকা।
মার্চ মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় পাঁচ হাজার ৫২ কোটি ৫২ লাখ টাকা। এপ্রিল মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় চার হাজার ৫৩৪ কোটি পাঁচ লাখ টাকা। মে মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয় চার হাজার ৭১৭ কোটি টাকা, আদায় হয় ছয় হাজার ৩০৮ কোটি ৯১ লাখ টাকা। জুন মাসে লক্ষ্যমাত্রা ধরা হয় ছয় হাজার ৮৪০ কোটি টাকা, আদায় হয় ছয় হাজার ৩৬৫ কোটি ৭১ লাখ টাকা। দেশের প্রধান সমুদ্র বন্দরভিত্তিক রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টস হাউস। এই প্রতিষ্ঠানটি জাতীয় রাজস্ব বোর্ডে সবচেয়ে বড় রাজস্ব জোগান দেয়। গেল অর্থবছরে চট্টগ্রাম বন্দরে ৩০ লাখ সাত হাজার ৩৪৪ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। কার্গো হ্যান্ডলিং হয় ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ
অন্তর্বর্তী এ সরকারের মধ্যে দুটি সরকার রয়েছে : মাহমুদুর রহমান মান্না
হাসিনার নভোথিয়েটার দুর্নীতি মামলার পুনঃতদন্ত শুরু