মূল্য পরিশোধের টেকসই কৌশল নিয়ে আলোচনা করবেন ব্রিকস নেতারা
২৬ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম | আপডেট: ২৬ জুলাই ২০২৩, ০৭:৫৯ পিএম
আগস্টে অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্রিকস দেশগুলোর আলোচনায় গুরুত্ব পাবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে মূল্য পরিশোধের একটি কৌশল প্রণয়ন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ খবর জানিয়েছে।
বিদ্যমান বিশ্বপরিস্থিতে বিষয়টি নিয়ে আসন্ন সম্মেলনে ব্রিকসভুক্ত দেশগুলোর নেতারা আলোচনা করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। আগামী ২২ থেকে ২৪ আগস্ট দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিতব্য সম্মেলনকে ইঙ্গিত করে শুক্রবার (২১ জুলাই) মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল্য পরিশোধে দেশগুলোর নিজস্ব মুদ্রার ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। স্থানীয় মুদ্রার রূপান্তরযোগ্যতার সীমাবদ্ধতা এবং ইউএস ডলারের বিপরীতে এসব মুদ্রার ওপর আস্থার অভাবের মতো বিষয় এর পেছনে কারণ হিসেবে কাজ করছে। তবে ব্রিকস-এর জন্য একটি অভিন্ন মুদ্রার প্রচলনের প্রক্রিয়াটি বেশ ‘কঠিন’ হবে বলেও সরকার স্বীকার করেছে।
অবরোধের কারণে পশ্চিমের অর্থনৈতিক ব্যবস্থা থেকে রাশিয়ার বিচ্ছিন্নতার কারণে ডলার বর্জনের প্রবণতা বাড়ার পর থেকে নিজেদের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে ব্রিকসভুক্ত দেশগুলোও অনেকদিন ধরেই ইউএস ডলারের পরিবর্তে ভিন্ন মাধ্যম খুঁজছে। ব্রিকস-এর সদস্য চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাসহ উন্নয়নশীল অনেকগুলো দেশ বাণিজ্যের ক্ষেত্রে ভিন্ন মুদ্রার ব্যবহার শুরুর দিকে ঝুঁকেছে।
২২-২৪ আগস্ট ১৫তম ব্রিকস সম্মেলনের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানেসবার্গের স্যান্ডটনের স্যান্ডটন কনভেনশন সেন্টারে এ সম্মেলন হবে।
এ বছরের ১ জানুয়ারি থেকে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করছে দক্ষিণ আফ্রিকা। ওই সময় থেকে এর থিম বা প্রতিপাদ্য : ‘ব্রিকস অ্যান্ড আফ্রিকা : মিউচুয়ালি একসেলারেটেড গ্রোথ, সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ মাল্টিলেটারেলিজম’।
দক্ষিণ আফ্রিকা প্রথমে জানিয়েছিল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে যোগ দিতে দেশটিতে যাবেন না। পরে ক্রেমলিন জানায়, পুতিন ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেবেন।
আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, এবারের থিম সভাপতি রাষ্ট্রের ২০২৩ সালের জন্য পাঁচটি অগ্রাধিকার সম্পর্কে ধারণা দেয়—সবার জন্য ন্যায্য জাস্ট ট্রানজিশনের সুযোগ রেখে অংশীদারিত্বের সৃষ্টি; ভবিষ্যতের জন্য শিক্ষার রূপান্তর এবং দক্ষতা সৃষ্টি; আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়ার মাধ্যমে নতুন নতুন সুযোগ সৃষ্টি; মহামারি-পরবর্তী আর্থ-সামাজিক সংকট কাটিয়ে ওঠার ব্যবস্থা জোরদারকরণ এবং টেকসই উন্নয়নের ২০৩০ সালের এজেন্ডা অর্জন; বৈশ্বিক শাসনব্যস্থার সত্যিকার সংস্কারের লক্ষ্যে কাজ করা এবং শান্তি প্রক্রিয়ায় নারীর অর্থপূর্ণ অংশগ্রহণকে জোরদার করাসহ বহুপাক্ষিকতা শক্তিশালীকরণ।
প্রথম ব্রিকস সম্মেলন ২০০৯ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল। ব্রিকস গঠনের পর ২০১০ সালে দক্ষিণ আফ্রিকাকে এতে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়।
১৪তম ব্রিকস সম্মেলন ২০২২ সালের জুন মাসে ভার্চুয়ালি হয়। এর থিম ছিল— ‘ফস্টার হাই-কোয়ালিটি ব্রিকস পার্টনারশিপ, উশার ইন আ নিউ এরা ফর গ্লোবাল ডেভেলপমেন্ট’।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তসহ ৩ দফা দাবিতে খুলনায় মানববন্ধন
জয়পুরহাটে বিডিআরের ৩ দফা দাবিতে সদস্যদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি
প্রতিদিন বাসার খাবার নিয়ে খালেদা জিয়াকে দেখতে যান তারেক রহমান
ফরিদপুরে দুর্ঘটনায় তিন দিনে নিহত ৯ জন, আহত-৩৫
ডিমলায় মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত
মাসের ব্যবধানে বরিশালের বাজারে সবজির মূল্য ৮০ ভাগ হ্রাস
লক্ষ্মীপুরে ৩ দফা দাবিতে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন
কলাপাড়ায় জুয়েলার্সের মালিকের বাসায় সন্ত্রাসীদের সশস্ত্র হানা, ৬০ ভরি স্বর্ণালঙ্কার দুই লাখ টাকা লুটের অভিযোগ
প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ
ঢাকার বায়ু দূষণ বন্ধে ৭ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের নির্দেশ
কুমিল্লার সাথে নয়, নোয়াখালীর নামে বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, নেই লিটন ও হাসান মাহমুদ
সেতু নির্মাণকাজ বন্ধে যাতায়াতে চরম ভোগান্তিতে ২ উপজেলাবাসি
জেলবন্দিদের মুক্তি, চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পূনঃবহালের দাবিতে কুড়িগ্রামে প্রতিবাদ সমাবেশ
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের রোডম্যাপ ঘোষণা করুন- সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃত বেড়ে ১৬, ইরান চায় উদ্ধারকর্মী পাঠাতে
পুলিশকে জনগণের আস্থা অর্জনে ব্রতী হতে হবে সিআইডি প্রধান- মো.মতিউর রহমান শেখ
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক
নোয়াখালীর হকার্স মার্কেটে আগুন, ব্যবসায়ীদের দাবি পূর্বপরিকল্পিত
দাম কম হওয়ায় লোকসানের মুখে গোয়ালন্দের পেঁয়াজ চাষীরা