অপসৃয়মাণ ইউরোপের আর্থিক সঙ্কট
০১ আগস্ট ২০২৩, ০৮:২৫ পিএম | আপডেট: ০২ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ফ্রান্স ও স্পেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্যণীয়। জার্মানির পুনরুদ্ধার গতিতেও মন্দার আঘাত কাটিয়ে ওঠার ছাপ স্পষ্ট। ইউরোভুক্ত দেশগুলো বেরিয়ে এসেছে অর্থনৈতিক অচলাবস্থা থেকে। মহামারী, রাশিয়ার ইউক্রেন আক্রমণ ও ব্যাংক খাতের বিধ্বস্ত অবস্থা দিয়ে যে সংকট ঘনীভূত হয়েছিল, তা অনেকটাই অপসৃয়মাণ। সরকারি জরিপ বলছে, চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে ফ্রান্সের জিডিপি বেড়েছে দশমিক ৫ শতাংশ। প্রবৃদ্ধির পেছনে প্রধান অনুঘটকের ভূমিকা পালন করেছে বৈদেশিক বাণিজ্য। ফ্রান্সের পরিসংখ্যান ব্যুরো অনুসারে, দ্বিতীয় প্রান্তিকে রফতানি সূচক বেড়েছে। একই সঙ্গে কমেছে আমদানি সূচক। অন্যদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্পেনের জিডিপি ছিল দশমিক ৪ শতাংশ। জার্মানির অর্থনীতি তুলনামূলক মন্থর। কিন্তু আগের প্রান্তিকগুলোর তুলনায় বেড়েছে অর্থনৈতিক গতিপ্রকৃতি। ২০২৩ সালের প্রথম প্রান্তিক কিংবা গত বছরের শেষ প্রান্তিকেও দেশটির প্রবৃদ্ধি ছিল নেতিবাচক। জার্মান পরিসংখ্যান ব্যুরো থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে এসে গৃহস্থালি ভোক্তা খরচ স্থিতিশীল রূপ লাভ করেছে। দ্বিতীয় প্রান্তিকে ইউরো অঞ্চলের জিডিপি প্রকাশ করা হবে শিগগিরই। প্রকাশের আগে বলা হয়েছে, ‘আমরা আশা রাখি ইউরো অঞ্চলে জিডিপির হার সম্প্রসারণ হবে। জাতীয় উপাত্ত প্রকাশিত হওয়ার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন পরিস্ফুটিত হবে প্রতিবেদনে। বিশেষ করে ফ্রান্সের প্রবৃদ্ধি প্রভাব ফেলবে সার্বিক পরিসংখ্যানে।’ পরপর দুটি প্রান্তিকের সংকোচনের পরই ইউভুক্ত দেশগুলোয় অর্থনীতি সম্প্রসারণ হচ্ছে। দেশগুলোয় গতিশীল হচ্ছে অর্থনৈতিক কার্যক্রম। মূল্যস্ফীতির চাপ কমে আসছে। তবে এখন পর্যন্ত সুদহার সর্বোচ্চ অবস্থানেই। সম্প্রতি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের এক জরিপে পূর্বাভাস দেয়া হয়েছে, ইউরো অঞ্চলে জিডিপি বৃদ্ধির হার দশমিক ৬ শতাংশে স্থির থাকবে। তিন মাস আগের পূর্বাভাসে দেশটির জিডিপি ২০২৪ সালে ১ দশমিক ১ শতাংশ থাকার পূর্বাভাস দেয়া হয়। মূল্যস্ফীতি কমে আসা ও মজুরি বৃদ্ধির হার প্রভাব ফেলছে ভোক্তাব্যয়ের ক্ষেত্রে। কিন্তু সুদহার বৃদ্ধি ও আরো বাড়ানোর আশঙ্কা এখনো বিনিয়োগকারীদের মধ্যে অস্বস্তি তৈরি করেছে রেখেছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, উৎপাদন খাতে শ্লথগতি ও চীনের অর্থনীতি প্রত্যাশার চেয়ে ধীর পুনরুদ্ধার গতির কারণে সার্বিকভাবে অর্থনীতির মন্থরতা তৈরি করেছে। তবে পরিষেবা খাতের স্থিতিশীলতার কারণে আংশিক গতি পেয়েছে অন্যান্য। মাত্র ৭ শতাংশ অর্থনীতিবিদ মনে করেন, ইউরোপের জন্য সামনে আরেকটি মন্দা পর্ব রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের প্রথম প্রান্তিকের আগে। কিন্তু অধিকাংশের ভাষ্য, মন্দার আশঙ্কার সময় পার হয়ে গেছে। যদিও কিছুটা ক্ষত এখনো বিদ্যমান। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়িয়ে ৩ দশমিক ৭৫ শতাংশে উন্নীত করেছে। ১৯৯৯ সালে ইউরো শুরুর পর এটাই সবচেয়ে বেশি সুদহার। কিন্তু বিনিয়োগকারীরা স্পষ্ট হতে পারছেন না, আরো একবার সুদহার বাড়ানো হবে, নাকি এভাবেই চলতে থাকবে। ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে বলেছেন, ‘আমরা বিষয়টি নিয়ে প্রস্তুত। সেপ্টেম্বরের সভায় নতুন কোনো সিদ্ধান্ত আসতে পারে। হতে পারে সুদহার অপরিবর্তিত রাখা হবে। সিএনএন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ের একজনকে কারাদন্ড, অন্যজনের জরিমানা
অস্ত্র মামলায় দণ্ড থেকে খালাস পেলেন মতিউর রহমান নিজামী
সিকৃবিতে প্রকল্প এবং ফেলোসিপ পুরস্কার অনুষ্ঠান কাল
পর্তুগালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৭
খুলনার কাউন্সিলর টিপু হত্যার তিন আসামি গ্রেফতার, অস্ত্র উদ্ধার
ইউক্রেন যুদ্ধে হারের কথা স্বীকার যুক্তরাষ্ট্রের
তাদের চোখের সামনে লাশগুলো থাকার কথা ছিল কিন্তু আছে শুধু ক্ষমতা
শত্রুদের অজানা অস্ত্র আছে ইরানের কাছে
ডিসেম্বরের সেরা বুমরাহই
রাজশাহীতে বিএমডিএ সদও দপ্তরে দুদকের অভিযান নথিপত্র তলব
২০২৪ সালে পবিত্র হজ ও ওমরাহ করেছেন ১ কোটি ৮৫ লাখ মানুষ
ভেজাল টমেটো বীজে সিলেটে সর্বনাশ কৃষকদের
উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয় ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন -ড.এম আসাদুজ্জামান
রাগে র্যাকেট-ক্যামেরা ভাঙলেন মেদভেদেভ
পটুয়াখালীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
ভোটার হালনাগাদ নিয়ে ইসির বিশেষ নির্দেশনা
তবে কি ফিলিস্তিনে গণহত্যা-ধ্বংসযজ্ঞের ফল পাচ্ছে আমেরিকা?
মেসার্স ইশা ফিলিং স্টেশনকে মাপে কম দেওয়ায় জরিমানা
সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিচার করতে হবে আগে : হাসনাত আব্দুল্লাহ