সরকার বিদায়ের আন্দোলনে সেপ্টেম্বরের পর নামবে সিপিবি : প্রিন্স
০৪ আগস্ট ২০২৩, ০৯:০৬ পিএম | আপডেট: ০৫ আগস্ট ২০২৩, ১২:০২ এএম
বাংলাদেশ কমিউনিস্ট পার্টি একা নয়, বাম জোটকে সঙ্গে নিয়ে আন্দোলন ও সংগ্রাম করা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, পরিষ্কার ভাষায় সরকারকে বলি, যদি তুমি দাবি না মানো, আজকের এই সমাবেশ সবে তো শুরু। এই সমাবেশ থেকে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিচ্ছি। সেপ্টেম্বরের পরে সরকার বিদায়ের আন্দোলন করা হবে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘সংসদ ভেঙে দেওয়া, বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নিরপেক্ষ জাতীয় নির্বাচন, দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেপ্তার ও বিচার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ অন্যান্য গণদাবি’তে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন প্রিন্স।
সিপিবির সাধারণ সম্পাদক বলেন, আমরা কমিউনিস্ট পার্টি আগামী ১১ আগস্ট সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিচ্ছি। আমাদের এই সংগ্রাম চলবে। আজ বাংলাদেশে কমপক্ষে ১০০টি এলাকায় আমাদের সমাবেশ হচ্ছে। আমরা একা নই। বাম জোট, তাদের নিয়েও সংগ্রাম করছি। আমরা আগামী ১০ তারিখে যশোরে বড় সমাবেশ করব। আগস্ট মাসব্যাপী বাম জোটের বিভাগীয় বড় সমাবেশ হবে। বড় বড় শহরে জনসমাবেশ হবে। আর সেপ্টেম্বর মাসে কমিউনিস্ট পার্টি ও বাম জোটের উদ্যোগে আমাদের ভোটের অধিকারের দাবিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে রেশন ব্যবস্থা চালু ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাবিতে, দুর্নীতি, ঘুষ, লুটপাট, অবৈধভাবে অর্থপাচার বন্ধের দাবিতে সারা বাংলাদেশে আন্দোলন চলবে। এরপর দেশের আপামর জনগণকে ঢাকায় সমাবেশে আসার আহ্বান জানাব। ঢাকার সমাবেশ থেকে এই সরকারকে বিদায় করার নতুন পর্বের আন্দোলন আমরা সূচনা করব।
সমাবেশে বক্তারা বলেন, সরকার মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে। প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। দেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে মানুষের কাঁধে ফ্যাসিবাদী দুঃশাসন চাপিয়েছে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে যারা দেশের শাসন প্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করেছে, তারা জনগণের ভোটাধিকার হরণ করে একটি তথাকথিত সংবিধান সম্মত স্বৈরশাসন কায়েম করেছে। ক্ষমতাসীন সরকার আজীবন ক্ষমতায় থাকতে আগামী নির্বাচন অতীতের মতো ভোটারবিহীন, প্রতিদ্বন্দ্বিতাহীন, একতরফা উপায়ে সম্পন্ন করতে চায়।
তারা বলেন, বিনা বাধায় একতরফা নির্বাচন করার লক্ষ্যে ক্ষমতাসীনদের সব চক্রান্ত বরবাদ হতে চলেছে। দেশের মানুষ ভোটাধিকারের সংগ্রাম থেকে স্বাধীনতার সংগ্রামে উত্তীর্ণ হয়ে বাংলাদেশের জন্ম দিয়েছিল। এই বাংলাদেশে জনগণের ভাত ও ভোটের অধিকার হরণ করে কারও পক্ষেই শাসন ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব হবে না। সিপিবিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা-হুলিয়ার মাধ্যমে আন্দোলন দমনের অপচেষ্টা করা হচ্ছে। রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সব জুলুম-নির্যাতন মোকাবিলা করে দাবি আদায় করা হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জামসেদ আনোয়ার তপন ও সাধারণ সম্পাদক জলি তালুকদার প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
গোয়ালন্দে পাখিদের নিরাপদ আবাসনে গাছে গাছে মাটির হাঁড়ি বসাচ্ছেন একদল যুবক
নভোএয়ার এর ১২ বছরের সাফল্য উদযাপন
ফরিদপুরে বিল্ডিংয়ের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ
ডিএমপির ১২ ডিসিকে বদলি
আবারও অস্ট্রেলিয়ার নেতৃত্বে স্মিথ
‘৪৩তম বিসিএসে বাদ পড়া ২২৭ জনের বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবে’
বিএনপির ২২৭৬ নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যার অভিযোগ ট্রাইব্যুনালে
ভোটার এবার আগের মত ভোট হবে না-মৌলভীবাজারে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিন
ইহুদি খ্রিস্টানদের স্বর্গরাজ্য পুড়ে ছাই হচ্ছে!
জালিয়াতির প্রশ্ন তুলে শিরোপা হারালেন মিস ইউনিভার্স
‘হাসিনা জানুয়ারিতে দেশে আসবেন দাবি সঠিক নয়’
বকশীবাজারে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়: মামলার বিচারক
বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করছে : আমিনুল হক
১০ ঘণ্টা অবরোধের পর বকশীবাজার ছাড়লেন শিক্ষার্থীরা
ভাঙারি দোকানে আদালতের নথির বস্তা
অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ, ৫০ ছাগল পুড়ে অঙ্গার
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬