‘আজাদী’ ও ‘হুকুমাত’ শব্দে আপত্তি, সন্দেহের বশে শিক্ষার্থীর মোবাইল জব্দ করলেন জাবি প্রক্টর
১০ আগস্ট ২০২৩, ১২:৫৯ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০১:০৩ পিএম
সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনার অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর মোবাইল ফোন দুই দিন জব্দ রাখার পর ফিরিয়ে দিয়েছেন প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান। দুইদিন ধরে তল্লাশি চালিয়েও রাষ্ট্রবিরোধী কোন কথোপকথন ও নিষিদ্ধ কোন সংগঠনের সাথে সংশ্লিষ্টতা না পাওয়ায় গতকাল বুধবার দুপুরে মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যায় সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গনে ‘স্ব-চিন্তন’ নামক একটি পাঠ প্রস্তাবনার মোড়ক উন্মোচনের আয়োজন করেন একদল শিক্ষার্থী। আয়োজন চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ কয়েকজন শিক্ষক সেখানে উপস্থিত হয়ে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনার অভিযোগ এনে ৪৭ ব্যাচের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেলের ব্যক্তিগত মোবাইল ফোন পাসওয়ার্ডসহ জব্দ করেন। এছাড়া আরিফ পূর্ব থেকে ‘গণতন্ত্র মঞ্চ’ ও ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’র সাথে যুক্ত থাকায় প্রক্টরিয়াল বডি তাকে জেরা করে। পরে টানা দুইদিন জব্দ করে রাখার পর বুধবার দুপুরে সাংবাদিকদের উপস্থিতিতে আরিফের মোবাইল ফোনটি ফেরত দেয়া হয়। এসময় মোবাইলে সরকার ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ড পরিচালনার কোন তথ্য-প্রমাণাদি পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন প্রক্টর।
প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘গত সোমবার মোড়ক উন্মোচন করার সময় আমরা সেখানে উপস্থিত হই। এসময় তাদের বক্তব্যে কিছু শব্দ উঠে আসে যেগুলো আপাত বিচারে সরকার ও রাষ্ট্রবিরোধী বলে মনে হয়েছে। তাই আমরা তৎক্ষণাৎ তাকে জিজ্ঞাসাবাদ করে মোবাইল ফোনটি নিয়ে আসি।’
বিতর্কিত শব্দ ব্যবহারের বিষয়ে জানতে চাইলে আরিফ সোহেল বলেন, ‘আমাদের পাঠ প্রস্তাবনায় ‘আজাদী’, ‘জাহেলিয়াত’, ‘হুকুমাত’ শব্দগুলো থাকায় প্রশাসন আপত্তি জানায়। এক পর্যায়ে জেরা শেষে তারা আমার ফোনটি নিয়ে নেয়।’
এদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোবাইল ফোন জব্দের সময় প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সহকারী প্রক্টর মো. রনি হোসাইন, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা, গণিত বিভাগের অধ্যাপক মো. সাব্বির আলম এবং অব্যাহতিপ্রাপ্ত সহকারী প্রক্টর ও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি উপস্থিত ছিলেন। সেসময় প্রক্টরিয়াল বডির সদস্যরা ছাড়াও অন্যান্য শিক্ষকরা তাদের উচ্চবাচ্য করে জেরা করেন এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আহমেদ রেজা তাদেরকে কট্টর হিন্দু বিদ্বেষী ও নব্য ইসলামিক দল হিসেবে আখ্যা দেন। এসময় অনেকেই তাদেরকে ‘শিবির’ হিসেবে আখ্যায়িত করলে মূহুর্তেই তা গোটা ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করে।
শিবির কিংবা নব্য ইসলামিক দল হিসেবে কার্য পরিচালনার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আরিফ সোহেল বলেন, ‘আমাদের আদর্শ শিবিরের আদর্শের সম্পূর্ণ বিপরীত। যদি এটাকে কেন্দ্র করে আমাদেরকে শিবির ট্যাগ ও প্রচার করা হয় তা আমাদের জন্য খুবই বিব্রতকর। আমরা মূলত বুদ্ধিবৃত্তিক ও মননশীলতা চর্চা করে থাকি।’
কোন শিক্ষার্থীর অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কারো ব্যক্তিগত মোবাইল ফোন চেক করতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি অনুসারে করা যায় না। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এটি করতে হয়েছে। তবে তার মোবাইল চেক করে আমরা এমন কিছু পাইনি।
এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে গতকাল বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। এসময় তারা জানায়, ‘স্ব-চিন্তন’ শিক্ষামূলক একটি বুদ্ধিবৃত্তিক ও মননশীল চর্চার প্লাটফর্ম। এখানে মুক্ত আলোচনার স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা থাকতে পারে। তবে এটির কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বগুড়ায় বিএনপি নেতা সাজুর ওপর হামলার প্রতিবাদে সভা
ডিআরইউ সদস্য ও সদস্য সন্তানদের উশু প্রশিক্ষণ শুরু
কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১৫, ভাংচুর ও ব্যাপক লুটের অভিযোগ
গ্রাহকদের টাকা পরিশোধ করে আবারো ঘুরে দাড়াতে চায় ই'কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ
দেবোত্তর বাজারে লিফলেট বিতরণ করলেন জেলা সমন্বয়ক প্রধান ফাহাদ
‘আগস্ট বিপ্লবে ইসলামপন্থিদের বাদ দিয়ে কোনো ইতিহাস রচিত হতে পারে না’
পালালেন এক ওসি, প্রত্যাহার আরেক ওসি
মাগুরার শ্রীপুরের কোদলা গ্রামে দু দলের সংঘর্ষে আহত ১৭ একাধিক ঘরবাড়ি ভাঙচুর
২০১৮ এর কোটা সংস্কার আন্দোলন না হলে ’২৪ এর গণঅভ্যুত্থান হতো না : আবু হানিফ
বগুড়ায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মামুন
আলফাডাঙ্গায় হালি পেঁয়াজের চাড়া রোপনের ধুম পড়েছে
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. সোহেল, সদস্য সচিব ড. মাসুদ
মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্টসহ 'কট' নিপুণ! তদন্তে রহস্যময় তথ্য
খুনিরাই খুনিকে সহযোগিতা করেছে : সমন্বয়ক হান্নান মাসউদ
নাটোরে মহাশ্মশানের মন্দিরে তরুণ দাস হত্যার মূল আসামি গ্রেপ্তার
টাকাটাই শেষ কথা বাকি সব বাতুলতা! শফিক রেহমান সম্পর্কে যা বললেন ডা: জাহেদ
উত্তরা পশ্চিম থানার জামায়াতের সহযোগী সদস্য সম্মেলন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের পাশে জামায়াত
সালথায় রাতের আঁধারে কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন
রাণীশংকৈলে মারামারি ও ভাংচুরের মধ্য দিয়ে শেষ হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিং